ETV Bharat / state

Mamata Banerjee: ভ্রাতৃবধূর বিরুদ্ধে কুৎসা ! বিধানসভায় বিরোধীদের তুলোধনা করলেন মমতা - মনজিৎ সিং

বারে বারে পরিবারের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের সম্মুখীন হতে হয়েছে মুখ্যমন্ত্রীকে ৷ এবার তাঁর এক ভাইয়ের স্ত্রী ও তাঁর সঙ্গে এক ব্যবসায়ীর সম্পর্ক নিয়ে কানাঘুষো চলছে ৷ এটি রাজনৈতিক চাল, জানালেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee lashes out at Opposition) ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 14, 2023, 7:45 AM IST

Updated : Feb 14, 2023, 10:49 AM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: তাঁর পরিবারকে টার্গেট করা হচ্ছে ৷ এই অভিযোগে অতীতেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার আরও একবার পরিবারের সুনাম রক্ষার্থে মাঠে নামলেন তিনি ৷ কলকাতার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূকে জড়িয়ে কুৎসা রটনা করা হচ্ছে ৷ এদিন রাজ্যপালের বক্তৃতার জবাবী ভাষণ দিতে গিয়ে আক্রমণাত্মক কিন্তু কৌশলী ভূমিকায় দেখা গেল তাঁকে ৷ ভাই ও তাঁর স্ত্রীর নাম একবারও উচ্চারণ করলেন না তৃণমূল সুপ্রিমো ৷

বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ছেলেমেয়েরা বড় হলে সংসার বড় হয় ৷ আমরা ছয় ভাই-বোন ৷ কোভিডে আমার এক ভাই এবং আরেক ভাইয়ের স্ত্রী মারা গিয়েছেন ৷ আমরা এখন পাঁচ ভাই, দুই বোন ৷ সংসার বড় হয়েছে ৷ আমি আমার মতো থাকি ৷ ভাইফোঁটা বা অন্য পারিবারিক অনুষ্ঠানে শুধু আমার ভাই-বোনেরা নয়, আরও অনেকে আসে ৷ কারণ আমার পরিবার সবার পরিবার ৷"

আরও পড়ুন: 'সিজার পত্নী সন্দেহের ঊর্ধ্বে কিন্তু...', দুর্নীতিতে এবার কাজরী বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ালেন শুভেন্দু

এরপর তিনি তাঁর ভ্রাতৃবধূর নামোল্লেখ না-করে বলেন, "এখানে একজনের স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে, তাঁর সঙ্গে একজনের অবৈধ সম্পর্ক আছে ৷ এটা কি ঠিক ? এটা কি কোনও রাজনৈতিক লোকের কাজ ! একজন দাঁড়িয়ে বলতে পারে, কালকে সিবিআই আমাকে গ্রেফতার করবে ! পরশু ইডি ওর বাড়িতে যাবে ?" বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীর হুমকির প্রতিআক্রমণে তিনি বলেন, "রাজ্যপাল এখন হাতের মধ্যে আসছেন ৷ মনে হচ্ছে, তিনি যেন সিবিআই-এর চেয়ারম্যান ৷ ইডির চেয়ারম্যান ৷ রাজ্যপালের মুখ্য উপদেষ্টা ৷"

তিনি আরও বলেন, "ক'দিন আগে দেখলাম, একটা ছবি প্রকাশ করেছে ৷ আমার নির্বাচন ছিল । আমি মন্দিরে যাই, মসজিদেও যাই ৷ সব জায়গায় যাই ৷ বিজেপির তো কোটি কোটি টাকা ৷ সেই টাকা তো ইডি ধরবে না ৷ আপনার বাড়িতে একটা সোনার হার থাকলেও আগে আপনাকে কোর্টে গিয়ে অপমানিত করবে ৷ পরে মামলায় যা বেরবে, বেরবে, আগে তো অপমান করে নিই ৷ আগে তো চরিত্রহরণ করি- এটা ওদের কাজ ৷"

বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ, "আমার এক ভাই, ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল ৷ অনেক ভয় দেখিয়েছিল ৷ তাঁরা যাননি ৷ কারণ দিদিকে তাঁরা মায়ের মতো ভালোবাসে ৷ দিদি ধমকায়, চমকায় আবার স্নেহও করে ৷" সেই রাগ থেকে এভাবে চরিত্র হননের চেষ্টা চলছে বলে গেরুয়া শিবিরের দিকে আঙুল তোলেন নেত্রী ৷ প্রসঙ্গত বালিগঞ্জে ধাবা ব্যবসায়ী ও তাঁর এক কর্মচারীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার করেছে ইডি ৷ এর সঙ্গে কয়লাপাচার কাণ্ডের যোগ রয়েছে বলেও দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এরপরে ওই ব্যবসায়ী মনজিৎ সিংয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ৷ 12 ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার ওই ব্যবসায়ীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূর সম্পর্ক নিয়ে বিতর্কতি টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সব মিলিয়ে মনজিৎ সিংয়ের সঙ্গে তৃণমূল সুপ্রিমো ও তাঁর পরিবারের সম্বন্ধ নিয়ে জল ঘোলা হয়ে চলেছে ৷ এ নিয়ে সোমবার প্রথম বিধানসভায় কথা বললেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর ভ্রাতৃবধূর পাশে দাঁড়ালেন ৷

আরও পড়ুন: বিধানসভায় শুভেন্দুর হয়ে অধ্যক্ষের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 14 ফেব্রুয়ারি: তাঁর পরিবারকে টার্গেট করা হচ্ছে ৷ এই অভিযোগে অতীতেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার আরও একবার পরিবারের সুনাম রক্ষার্থে মাঠে নামলেন তিনি ৷ কলকাতার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূকে জড়িয়ে কুৎসা রটনা করা হচ্ছে ৷ এদিন রাজ্যপালের বক্তৃতার জবাবী ভাষণ দিতে গিয়ে আক্রমণাত্মক কিন্তু কৌশলী ভূমিকায় দেখা গেল তাঁকে ৷ ভাই ও তাঁর স্ত্রীর নাম একবারও উচ্চারণ করলেন না তৃণমূল সুপ্রিমো ৷

বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ছেলেমেয়েরা বড় হলে সংসার বড় হয় ৷ আমরা ছয় ভাই-বোন ৷ কোভিডে আমার এক ভাই এবং আরেক ভাইয়ের স্ত্রী মারা গিয়েছেন ৷ আমরা এখন পাঁচ ভাই, দুই বোন ৷ সংসার বড় হয়েছে ৷ আমি আমার মতো থাকি ৷ ভাইফোঁটা বা অন্য পারিবারিক অনুষ্ঠানে শুধু আমার ভাই-বোনেরা নয়, আরও অনেকে আসে ৷ কারণ আমার পরিবার সবার পরিবার ৷"

আরও পড়ুন: 'সিজার পত্নী সন্দেহের ঊর্ধ্বে কিন্তু...', দুর্নীতিতে এবার কাজরী বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ালেন শুভেন্দু

এরপর তিনি তাঁর ভ্রাতৃবধূর নামোল্লেখ না-করে বলেন, "এখানে একজনের স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে, তাঁর সঙ্গে একজনের অবৈধ সম্পর্ক আছে ৷ এটা কি ঠিক ? এটা কি কোনও রাজনৈতিক লোকের কাজ ! একজন দাঁড়িয়ে বলতে পারে, কালকে সিবিআই আমাকে গ্রেফতার করবে ! পরশু ইডি ওর বাড়িতে যাবে ?" বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীর হুমকির প্রতিআক্রমণে তিনি বলেন, "রাজ্যপাল এখন হাতের মধ্যে আসছেন ৷ মনে হচ্ছে, তিনি যেন সিবিআই-এর চেয়ারম্যান ৷ ইডির চেয়ারম্যান ৷ রাজ্যপালের মুখ্য উপদেষ্টা ৷"

তিনি আরও বলেন, "ক'দিন আগে দেখলাম, একটা ছবি প্রকাশ করেছে ৷ আমার নির্বাচন ছিল । আমি মন্দিরে যাই, মসজিদেও যাই ৷ সব জায়গায় যাই ৷ বিজেপির তো কোটি কোটি টাকা ৷ সেই টাকা তো ইডি ধরবে না ৷ আপনার বাড়িতে একটা সোনার হার থাকলেও আগে আপনাকে কোর্টে গিয়ে অপমানিত করবে ৷ পরে মামলায় যা বেরবে, বেরবে, আগে তো অপমান করে নিই ৷ আগে তো চরিত্রহরণ করি- এটা ওদের কাজ ৷"

বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ, "আমার এক ভাই, ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল ৷ অনেক ভয় দেখিয়েছিল ৷ তাঁরা যাননি ৷ কারণ দিদিকে তাঁরা মায়ের মতো ভালোবাসে ৷ দিদি ধমকায়, চমকায় আবার স্নেহও করে ৷" সেই রাগ থেকে এভাবে চরিত্র হননের চেষ্টা চলছে বলে গেরুয়া শিবিরের দিকে আঙুল তোলেন নেত্রী ৷ প্রসঙ্গত বালিগঞ্জে ধাবা ব্যবসায়ী ও তাঁর এক কর্মচারীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার করেছে ইডি ৷ এর সঙ্গে কয়লাপাচার কাণ্ডের যোগ রয়েছে বলেও দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এরপরে ওই ব্যবসায়ী মনজিৎ সিংয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ৷ 12 ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার ওই ব্যবসায়ীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূর সম্পর্ক নিয়ে বিতর্কতি টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সব মিলিয়ে মনজিৎ সিংয়ের সঙ্গে তৃণমূল সুপ্রিমো ও তাঁর পরিবারের সম্বন্ধ নিয়ে জল ঘোলা হয়ে চলেছে ৷ এ নিয়ে সোমবার প্রথম বিধানসভায় কথা বললেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর ভ্রাতৃবধূর পাশে দাঁড়ালেন ৷

আরও পড়ুন: বিধানসভায় শুভেন্দুর হয়ে অধ্যক্ষের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

Last Updated : Feb 14, 2023, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.