ETV Bharat / state

রাজবাড়িগুলিতে জমিদাররা বসে আছেন, নাম না করে রাজ্যপালকে কটাক্ষ মমতার - Governor CV Ananda Bose

Mamata Banerjee: বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন হয় ৷ সেই অধিবেশনের মঞ্চ থেকে নাম না করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একাধিক ইস্যুতে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee-Governor CV Ananda Bose
Mamata Banerjee-Governor CV Ananda Bose
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 6:49 PM IST

Updated : Nov 23, 2023, 6:58 PM IST

নাম না করে রাজ্যপালকে কটাক্ষ মমতার

কলকাতা, 23 নভেম্বর: তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনের মঞ্চ থেকে নাম না করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যপালের কাছে আটকে থাকা বিলের প্রসঙ্গ তুলেই কটাক্ষ করেন তিনি ৷ মমতা বলেন, ‘‘বড় বড় রাজবাড়িগুলিতে এখন সেই জমিদাররা বসে আছেন ৷ একটা বিল পাশ করলে...’’

সম্প্রতি পঞ্জাব সরকারের একটি মামলায় বিল পাশ নিয়ে বিভিন্ন রাজ্য়ের রাজ্যপালদের ভূমিকার সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট ৷ বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেই প্রসঙ্গও তোলেন মমতা ৷ তিনি বলেন, ‘‘এমনকী সুপ্রিম কোর্টের কথা পর্যন্ত শুনছে না ৷ সুপ্রিম কোর্ট বলে দিল মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল বসে যদি তালিকা তৈরি করে, তাহলে আমাদের কোনও আপত্তি নেই ৷ আমি তো গিয়েছিলাম কথা বলতে ৷ তার পরই আপনি নোট পাঠিয়ে দিলেন সব বিচারাধীন ৷ কোর্টের নামেও আপনি মিথ্যে কথা বলছেন ৷’’

এর পর আরও একধাপ এগিয়ে চড়া সুরে রাজ্যপালকে আক্রমণ করেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কে আপনারা ? বিজেপির মনোনীত ব্যক্তি ছাড়া আর কিছু নয় ৷ সরকারি টাকায় খাবেন, সরকারি টাকায় ঘুরবেন, সরকারি টাকায় পুরস্কার দেবেন, সরকারি টাকায় আরও কিছু করে বেড়াবেন, কালারফুল লাইফ লিড করবেন ৷ আর একটা বিল আমরা পাশ করতে পারি না ৷...একটা বিল পাশ করে না ৷’’

একই সঙ্গে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে সুযোগ পেলে বিধানসভার অধিবেশন বসার অনুমতিও না দিতে পারেন রাজ্যপাল ৷ এ দিন দলের বিশেষ অধিবেশনের মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘আমরা বিধানসভা বন্ধ করতে পারি না একটাই কারণে, করলে যদি আবার অনুমতি না দেয় ৷ যেন মনে হচ্ছে সব ডিক্টেটররা বসে আছে ৷ হিটলারের প্রেতাত্মা ৷’’

উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস এ দিনই কলকাতার রাজভবনে তাঁর কার্যকালের এক বছর পূর্ণ করলেন ৷ তাঁর এই কার্যকালের শুরুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালোই ছিল ৷ বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রশংসাও শোনা গিয়েছে রাজ্যপালের মুখে ৷ কিন্তু সময় যত এগিয়েছে, ততই সম্পর্ক খারাপ হয়েছে ৷ পঞ্চায়েত ভোটে হিংসা থেকে একাধিক বিল নিয়ে টানাপোড়েন হয়েছে ৷ সেই টানাপোড়েনই এ দিন উঠেছে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ৷

আরও পড়ুন:

  1. শিল্প সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে রাজ্য, বিরোধীদের অভিযোগের জবাব দিয়ে জানালেন মমতা
  2. কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল সাংসদদের নিয়ে মোদির কাছে যাওয়ার ঘোষণা মমতার
  3. পাপিষ্ঠরা যেখানে যাবে..., ভারতের হার নিয়ে নাম না করে মোদিকে নিশানা মমতার

নাম না করে রাজ্যপালকে কটাক্ষ মমতার

কলকাতা, 23 নভেম্বর: তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনের মঞ্চ থেকে নাম না করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যপালের কাছে আটকে থাকা বিলের প্রসঙ্গ তুলেই কটাক্ষ করেন তিনি ৷ মমতা বলেন, ‘‘বড় বড় রাজবাড়িগুলিতে এখন সেই জমিদাররা বসে আছেন ৷ একটা বিল পাশ করলে...’’

সম্প্রতি পঞ্জাব সরকারের একটি মামলায় বিল পাশ নিয়ে বিভিন্ন রাজ্য়ের রাজ্যপালদের ভূমিকার সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট ৷ বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেই প্রসঙ্গও তোলেন মমতা ৷ তিনি বলেন, ‘‘এমনকী সুপ্রিম কোর্টের কথা পর্যন্ত শুনছে না ৷ সুপ্রিম কোর্ট বলে দিল মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল বসে যদি তালিকা তৈরি করে, তাহলে আমাদের কোনও আপত্তি নেই ৷ আমি তো গিয়েছিলাম কথা বলতে ৷ তার পরই আপনি নোট পাঠিয়ে দিলেন সব বিচারাধীন ৷ কোর্টের নামেও আপনি মিথ্যে কথা বলছেন ৷’’

এর পর আরও একধাপ এগিয়ে চড়া সুরে রাজ্যপালকে আক্রমণ করেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কে আপনারা ? বিজেপির মনোনীত ব্যক্তি ছাড়া আর কিছু নয় ৷ সরকারি টাকায় খাবেন, সরকারি টাকায় ঘুরবেন, সরকারি টাকায় পুরস্কার দেবেন, সরকারি টাকায় আরও কিছু করে বেড়াবেন, কালারফুল লাইফ লিড করবেন ৷ আর একটা বিল আমরা পাশ করতে পারি না ৷...একটা বিল পাশ করে না ৷’’

একই সঙ্গে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে সুযোগ পেলে বিধানসভার অধিবেশন বসার অনুমতিও না দিতে পারেন রাজ্যপাল ৷ এ দিন দলের বিশেষ অধিবেশনের মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘আমরা বিধানসভা বন্ধ করতে পারি না একটাই কারণে, করলে যদি আবার অনুমতি না দেয় ৷ যেন মনে হচ্ছে সব ডিক্টেটররা বসে আছে ৷ হিটলারের প্রেতাত্মা ৷’’

উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস এ দিনই কলকাতার রাজভবনে তাঁর কার্যকালের এক বছর পূর্ণ করলেন ৷ তাঁর এই কার্যকালের শুরুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালোই ছিল ৷ বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রশংসাও শোনা গিয়েছে রাজ্যপালের মুখে ৷ কিন্তু সময় যত এগিয়েছে, ততই সম্পর্ক খারাপ হয়েছে ৷ পঞ্চায়েত ভোটে হিংসা থেকে একাধিক বিল নিয়ে টানাপোড়েন হয়েছে ৷ সেই টানাপোড়েনই এ দিন উঠেছে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ৷

আরও পড়ুন:

  1. শিল্প সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে রাজ্য, বিরোধীদের অভিযোগের জবাব দিয়ে জানালেন মমতা
  2. কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল সাংসদদের নিয়ে মোদির কাছে যাওয়ার ঘোষণা মমতার
  3. পাপিষ্ঠরা যেখানে যাবে..., ভারতের হার নিয়ে নাম না করে মোদিকে নিশানা মমতার
Last Updated : Nov 23, 2023, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.