কলকাতা, 23 নভেম্বর: তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনের মঞ্চ থেকে নাম না করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যপালের কাছে আটকে থাকা বিলের প্রসঙ্গ তুলেই কটাক্ষ করেন তিনি ৷ মমতা বলেন, ‘‘বড় বড় রাজবাড়িগুলিতে এখন সেই জমিদাররা বসে আছেন ৷ একটা বিল পাশ করলে...’’
সম্প্রতি পঞ্জাব সরকারের একটি মামলায় বিল পাশ নিয়ে বিভিন্ন রাজ্য়ের রাজ্যপালদের ভূমিকার সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট ৷ বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেই প্রসঙ্গও তোলেন মমতা ৷ তিনি বলেন, ‘‘এমনকী সুপ্রিম কোর্টের কথা পর্যন্ত শুনছে না ৷ সুপ্রিম কোর্ট বলে দিল মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল বসে যদি তালিকা তৈরি করে, তাহলে আমাদের কোনও আপত্তি নেই ৷ আমি তো গিয়েছিলাম কথা বলতে ৷ তার পরই আপনি নোট পাঠিয়ে দিলেন সব বিচারাধীন ৷ কোর্টের নামেও আপনি মিথ্যে কথা বলছেন ৷’’
এর পর আরও একধাপ এগিয়ে চড়া সুরে রাজ্যপালকে আক্রমণ করেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কে আপনারা ? বিজেপির মনোনীত ব্যক্তি ছাড়া আর কিছু নয় ৷ সরকারি টাকায় খাবেন, সরকারি টাকায় ঘুরবেন, সরকারি টাকায় পুরস্কার দেবেন, সরকারি টাকায় আরও কিছু করে বেড়াবেন, কালারফুল লাইফ লিড করবেন ৷ আর একটা বিল আমরা পাশ করতে পারি না ৷...একটা বিল পাশ করে না ৷’’
একই সঙ্গে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে সুযোগ পেলে বিধানসভার অধিবেশন বসার অনুমতিও না দিতে পারেন রাজ্যপাল ৷ এ দিন দলের বিশেষ অধিবেশনের মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘আমরা বিধানসভা বন্ধ করতে পারি না একটাই কারণে, করলে যদি আবার অনুমতি না দেয় ৷ যেন মনে হচ্ছে সব ডিক্টেটররা বসে আছে ৷ হিটলারের প্রেতাত্মা ৷’’
উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস এ দিনই কলকাতার রাজভবনে তাঁর কার্যকালের এক বছর পূর্ণ করলেন ৷ তাঁর এই কার্যকালের শুরুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালোই ছিল ৷ বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রশংসাও শোনা গিয়েছে রাজ্যপালের মুখে ৷ কিন্তু সময় যত এগিয়েছে, ততই সম্পর্ক খারাপ হয়েছে ৷ পঞ্চায়েত ভোটে হিংসা থেকে একাধিক বিল নিয়ে টানাপোড়েন হয়েছে ৷ সেই টানাপোড়েনই এ দিন উঠেছে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ৷
আরও পড়ুন: