ETV Bharat / state

Mamata Banerjee জেল ভরো আন্দোলন হবে, হুঁশিয়ারি মমতার - mamata banerjee slams bjp

আরও তৃণমূল নেতা-নেত্রীকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ বলেছেন, প্রয়োজনে জেল ভরো আন্দোলন হবে ৷

Mamata Banerjee
জেল ভরো আন্দোলনের হুঁশিয়ারি মমতার
author img

By

Published : Aug 14, 2022, 10:31 PM IST

কলকাতা, 14 অগস্ট: পাখির চোখ 2024 লোকসভা নির্বাচন । বিরোধীদের অভিযোগ, তার আগে বিরোধী কণ্ঠ রোধ করতে ময়দানে নেমেছে বিজেপি । আর এক্ষেত্রে তাদের অস্ত্র ইডি এবং সিবিআই । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ইতিমধ্যেই বাংলায় সেই জোড়া ফলা কাজ করতে শুরু করেছে । রাজনৈতিক মহলের মতে, এই দুই কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তায় ব্যাকফুটে রাজ্যের শাসক দল ।

এই যখন পরিস্থিতি তখন দলের আরও নেতা-নেত্রীকে কেন্দ্রীয় সংস্থাগুলি গ্রেফতার করতে পারে বলে রবিবার আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেছেন, "ওদের পরিকল্পনা কী আমি জানি । বলছে, ববিকে গ্রেফতার করো । অরূপকে গ্রেফতার করো । মালাকে গ্রেফতার করো । অভিষেককে গ্রেফতার করো । কবে করবে বলো ? আমার সব কর্মীকে নিয়ে আমি জেল ভরো আন্দোলন করব । আগামী 2024 এর নির্বাচনে মোদি জিতবেন না । জিতবে না বিজেপি । ঝাড়খণ্ড, রাজস্থানে বিজেপির লক্ষ্য সরকার ভাঙা । আর বাংলায় সরকার ভাঙতে পারবে না জেনে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে । যাতে কেউ তৃণমূল কংগ্রেস দল না করে । কিন্তু বাংলা দখল করার আগে বিজেপিকে জানতে হবে, বাংলা পাহারা দিচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ।"

আরও পড়ুন: পার্থর কেন্দ্রে গিয়ে অনুব্রতর পাশে দাঁড়ালেন মমতা

তবে এদিন পালটা আক্রমণকেই নিজের ঘর সামলানোর অস্ত্র করেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Attacks BJP)। তাঁর এই আক্রমণে বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন পেতে ঝাড়খণ্ড প্রসঙ্গও টেনে এনেছেন তিনি । হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারে রাজ্য পুলিশের সাফল্যকে এবার রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার বেহালায় দাঁড়িয়ে একদিকে মহারাষ্ট্রের বিধায়ক কেনাবেচা, অসমে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে হোটেলে রাখা প্রসঙ্গে সরব হন মমতা ৷ অন্যদিকে, ঝাড়খণ্ডের সরকার ভাঙতে বিজেপি টাকা খরচ করছে বলেও এদিন আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷

আরও পড়ুন: কালীঘাটে সিবিআই হানার আশঙ্কা, কর্মীদের পাশে থাকতে অনুরোধ মমতার

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ঝাড়খণ্ড সরকার ভাঙতে বিধায়ক প্রতি 10 কোটি টাকা করে খরচ করছে । আমরা হাতেনাতে ধরেছি । কটা ইডি করেছ, কটা সিবিআই করেছ । যে তিনজন এমএলএ গ্রেফতার হয়েছে তারাই তো বলেছে পুলিশকে । কোর্টে কেস চলছে, তাই বিস্তারিত বলছি না । মহারাষ্ট্রে এইভাবে সরকার ভেঙেছে । উড়িয়ে নিয়ে গিয়েছো অসমে । ঝাড়খণ্ড থেকেও নিয়ে যাচ্ছিল । আমাদের কাছে খবর আসে আমরা সঙ্গে সঙ্গে তৎপর হই । সেগুলো তো টিভিতে তোমরা দেখাও না । সেগুলো দেখালে বিজেপি রাগ করবে!" তিনি আরও বলেন, "একটা দেশে আমরা জানতাম গণতন্ত্রের তিনটে শক্তিশালী পিলার আছে । একটা মিডিয়া, একটা বিচার বিভাগ আর সংসদ । আজকে দেখুন যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । মহারাষ্ট্রে একটা সরকারকে ভেঙে দেওয়া হল টাকা দিয়ে । এত টাকা কোথায় পাচ্ছ বিজেপি! তোমার কেন সিবিআই হবে না ! তোমার কেন ইডি হবে না? কাউকে দিচ্ছ 50 কোটি, কাউকে দিচ্ছ 10 কোটি । কাউকে নিয়ে যাচ্ছ অসম কাউকে নিয়ে যাচ্ছে ঝাড়খণ্ড । তুমি সাধু পুরুষ । তুমি মহারাজ । আমি আজ চোর হলাম ! কি সুন্দর ! মুখে চন্দন মাখিয়ে দি !"

কলকাতা, 14 অগস্ট: পাখির চোখ 2024 লোকসভা নির্বাচন । বিরোধীদের অভিযোগ, তার আগে বিরোধী কণ্ঠ রোধ করতে ময়দানে নেমেছে বিজেপি । আর এক্ষেত্রে তাদের অস্ত্র ইডি এবং সিবিআই । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ইতিমধ্যেই বাংলায় সেই জোড়া ফলা কাজ করতে শুরু করেছে । রাজনৈতিক মহলের মতে, এই দুই কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তায় ব্যাকফুটে রাজ্যের শাসক দল ।

এই যখন পরিস্থিতি তখন দলের আরও নেতা-নেত্রীকে কেন্দ্রীয় সংস্থাগুলি গ্রেফতার করতে পারে বলে রবিবার আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেছেন, "ওদের পরিকল্পনা কী আমি জানি । বলছে, ববিকে গ্রেফতার করো । অরূপকে গ্রেফতার করো । মালাকে গ্রেফতার করো । অভিষেককে গ্রেফতার করো । কবে করবে বলো ? আমার সব কর্মীকে নিয়ে আমি জেল ভরো আন্দোলন করব । আগামী 2024 এর নির্বাচনে মোদি জিতবেন না । জিতবে না বিজেপি । ঝাড়খণ্ড, রাজস্থানে বিজেপির লক্ষ্য সরকার ভাঙা । আর বাংলায় সরকার ভাঙতে পারবে না জেনে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে । যাতে কেউ তৃণমূল কংগ্রেস দল না করে । কিন্তু বাংলা দখল করার আগে বিজেপিকে জানতে হবে, বাংলা পাহারা দিচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ।"

আরও পড়ুন: পার্থর কেন্দ্রে গিয়ে অনুব্রতর পাশে দাঁড়ালেন মমতা

তবে এদিন পালটা আক্রমণকেই নিজের ঘর সামলানোর অস্ত্র করেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Attacks BJP)। তাঁর এই আক্রমণে বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন পেতে ঝাড়খণ্ড প্রসঙ্গও টেনে এনেছেন তিনি । হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারে রাজ্য পুলিশের সাফল্যকে এবার রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার বেহালায় দাঁড়িয়ে একদিকে মহারাষ্ট্রের বিধায়ক কেনাবেচা, অসমে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে হোটেলে রাখা প্রসঙ্গে সরব হন মমতা ৷ অন্যদিকে, ঝাড়খণ্ডের সরকার ভাঙতে বিজেপি টাকা খরচ করছে বলেও এদিন আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷

আরও পড়ুন: কালীঘাটে সিবিআই হানার আশঙ্কা, কর্মীদের পাশে থাকতে অনুরোধ মমতার

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ঝাড়খণ্ড সরকার ভাঙতে বিধায়ক প্রতি 10 কোটি টাকা করে খরচ করছে । আমরা হাতেনাতে ধরেছি । কটা ইডি করেছ, কটা সিবিআই করেছ । যে তিনজন এমএলএ গ্রেফতার হয়েছে তারাই তো বলেছে পুলিশকে । কোর্টে কেস চলছে, তাই বিস্তারিত বলছি না । মহারাষ্ট্রে এইভাবে সরকার ভেঙেছে । উড়িয়ে নিয়ে গিয়েছো অসমে । ঝাড়খণ্ড থেকেও নিয়ে যাচ্ছিল । আমাদের কাছে খবর আসে আমরা সঙ্গে সঙ্গে তৎপর হই । সেগুলো তো টিভিতে তোমরা দেখাও না । সেগুলো দেখালে বিজেপি রাগ করবে!" তিনি আরও বলেন, "একটা দেশে আমরা জানতাম গণতন্ত্রের তিনটে শক্তিশালী পিলার আছে । একটা মিডিয়া, একটা বিচার বিভাগ আর সংসদ । আজকে দেখুন যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । মহারাষ্ট্রে একটা সরকারকে ভেঙে দেওয়া হল টাকা দিয়ে । এত টাকা কোথায় পাচ্ছ বিজেপি! তোমার কেন সিবিআই হবে না ! তোমার কেন ইডি হবে না? কাউকে দিচ্ছ 50 কোটি, কাউকে দিচ্ছ 10 কোটি । কাউকে নিয়ে যাচ্ছ অসম কাউকে নিয়ে যাচ্ছে ঝাড়খণ্ড । তুমি সাধু পুরুষ । তুমি মহারাজ । আমি আজ চোর হলাম ! কি সুন্দর ! মুখে চন্দন মাখিয়ে দি !"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.