ETV Bharat / state

প্রাপ্যর দাবিতে মোদির কাছে সময় চেয়ে আবেদন, 17 ডিসেম্বর দিল্লিতে মমতা - পশ্চিমবঙ্গের বকেয়া টাকা

Mamata Banerjee to Meet PM Narendra Modi: প্রায় 2 বছর ধরে কেন্দ্রের নানান প্রকল্পের টাকা আটকে রয়েছে বলে অভিযোগ করেছে রাজ্য সরকার ৷ এবার সেই বকেয়া মেটানোর দাবিতে আগামী 17 ডিসেম্বর দিল্লি রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 2:31 PM IST

Updated : Dec 9, 2023, 4:04 PM IST

বকেয়া প্রাপ্যের দাবিতে 17 ডিসেম্বর দিল্লি মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ি, 9 ডিসেম্বর: আগামী 17 ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে 18-20 ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চেয়ে অনুরোধ করেছেন তিনি ৷ যে সাক্ষাতে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবিতে আলোচনা করবেন মমতা ৷ আজ শিলিগুড়ি থেকে কলকাতা রওনা দেওয়ার আগে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ৷ এমনকী তাঁর সঙ্গে রাজ্যের কয়েকজন সাংসদও থাকবেন বলে জানিয়েছেন মমতা ৷

কার্শিয়াং সফর শেষ করে আজ আলিপুরদুয়ারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে রওনা দেওয়ার আগে শিলিগুড়িতে মমতা বলেন, ‘‘আমি দিল্লি যাচ্ছি কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার জন্য ৷ 18, 19 ও 20 ডিসেম্বর যে কোনও সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে আমি চিঠি লিখেছি ৷ আমি জানিয়েছি যে, আমি আমার কয়েকজন সাংসদকে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চাই ৷ কারণ দীর্ঘদিন ধরে আমাদের একশোদিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না ৷ এমনকি একশোদিনের যে কাজ হয়ে গিয়েছে, সেই টাকাও দেওয়া হয়নি ৷ আমাদের 1 লক্ষ 15 হাজার কোটি টাকা আটকে রেখেছে ৷’’

তবে, প্রধানমন্ত্রী সাক্ষাতের জন্য সময় না-দিলে কী করবেন তিনি ? সেই নিয়ে মমতা জানিয়েছেন, 17 তারিখ সন্ধেয় তিনি দিল্লি যাচ্ছেন, তা নিশ্চিত ৷ 18, 19 ও 20 তারিখ পর্যন্ত তিনি দেখবেন ৷ প্রধানমন্ত্রী সময় দিলে তিনি দেখা করবেন ৷ মমতার হুঁশিয়ারি, ‘‘যদি প্রধানমন্ত্রী সময় দেন, তাহলে ঠিক আছে ৷ তা না হলে, আমার যা করার সেটা আমি করব ৷’’

তবে, শুধু একশোদিনের টাকা নয় ৷ মমতা এ দিন অভিযোগ করেছেন, স্বাস্থ্য ক্ষেত্রে, বাংলার বাড়ি প্রকল্প ও কেন্দ্রীয় সড়ক যোজনায় বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে ৷ তিনি বলেন, ‘‘স্বাস্থ্য, বাংলার বাড়ি ও রাস্তায় কাজে কেন্দ্রের তরফে যে টাকা দেওয়ার কথা, তা আমরা পাইনি ৷ সব রাজ্য সেই টাকা পেলে, আমরা কেন পাব না ? আমাদের অধিকার দিতে হবে ৷’’

উল্লেখ্য, 2021 সালের ডিসেম্বর মাস থেকে একশোদিনের টাকা আটকে রয়েছে বলে অভিযোগ করে আসছে রাজ্য সরকার ৷ যা নিয়ে একধিকবার প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষস্তরের নেতারা ৷ এমনকী মিড-ডে মিলের টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ যার পরে রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পাঠিয়েছিল কেন্দ্র ৷ সেখানেও রাজ্য সরকারে বিরুদ্ধে একাধিক গাফিলতির কথা রিপোর্ট উল্লেখ করা হয় ৷ এর পর থেকেই ধাপে ধাপে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ আটকে দেওয়া হয়েছে বলে লাগাতার অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী ৷ এবার সেই বকেয়া বরাদ্দের দাবিতে আগামী 17 নভেম্বর সন্ধেয় দিল্লি যাচ্ছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. পাহাড় থেকেই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ মমতার
  2. 'রংয়ের শর্ত তুলে নিয়ে রাজ্যকে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা দিন', মোদিকে চিঠি মমতার
  3. 100 দিনের শ্রমিকদের তৃণমূলের তরফে দেওয়া টাকার উৎস কী ? ব্যাখ্যা করলেন মমতা

বকেয়া প্রাপ্যের দাবিতে 17 ডিসেম্বর দিল্লি মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ি, 9 ডিসেম্বর: আগামী 17 ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে 18-20 ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চেয়ে অনুরোধ করেছেন তিনি ৷ যে সাক্ষাতে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবিতে আলোচনা করবেন মমতা ৷ আজ শিলিগুড়ি থেকে কলকাতা রওনা দেওয়ার আগে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ৷ এমনকী তাঁর সঙ্গে রাজ্যের কয়েকজন সাংসদও থাকবেন বলে জানিয়েছেন মমতা ৷

কার্শিয়াং সফর শেষ করে আজ আলিপুরদুয়ারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে রওনা দেওয়ার আগে শিলিগুড়িতে মমতা বলেন, ‘‘আমি দিল্লি যাচ্ছি কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার জন্য ৷ 18, 19 ও 20 ডিসেম্বর যে কোনও সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে আমি চিঠি লিখেছি ৷ আমি জানিয়েছি যে, আমি আমার কয়েকজন সাংসদকে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চাই ৷ কারণ দীর্ঘদিন ধরে আমাদের একশোদিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না ৷ এমনকি একশোদিনের যে কাজ হয়ে গিয়েছে, সেই টাকাও দেওয়া হয়নি ৷ আমাদের 1 লক্ষ 15 হাজার কোটি টাকা আটকে রেখেছে ৷’’

তবে, প্রধানমন্ত্রী সাক্ষাতের জন্য সময় না-দিলে কী করবেন তিনি ? সেই নিয়ে মমতা জানিয়েছেন, 17 তারিখ সন্ধেয় তিনি দিল্লি যাচ্ছেন, তা নিশ্চিত ৷ 18, 19 ও 20 তারিখ পর্যন্ত তিনি দেখবেন ৷ প্রধানমন্ত্রী সময় দিলে তিনি দেখা করবেন ৷ মমতার হুঁশিয়ারি, ‘‘যদি প্রধানমন্ত্রী সময় দেন, তাহলে ঠিক আছে ৷ তা না হলে, আমার যা করার সেটা আমি করব ৷’’

তবে, শুধু একশোদিনের টাকা নয় ৷ মমতা এ দিন অভিযোগ করেছেন, স্বাস্থ্য ক্ষেত্রে, বাংলার বাড়ি প্রকল্প ও কেন্দ্রীয় সড়ক যোজনায় বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে ৷ তিনি বলেন, ‘‘স্বাস্থ্য, বাংলার বাড়ি ও রাস্তায় কাজে কেন্দ্রের তরফে যে টাকা দেওয়ার কথা, তা আমরা পাইনি ৷ সব রাজ্য সেই টাকা পেলে, আমরা কেন পাব না ? আমাদের অধিকার দিতে হবে ৷’’

উল্লেখ্য, 2021 সালের ডিসেম্বর মাস থেকে একশোদিনের টাকা আটকে রয়েছে বলে অভিযোগ করে আসছে রাজ্য সরকার ৷ যা নিয়ে একধিকবার প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষস্তরের নেতারা ৷ এমনকী মিড-ডে মিলের টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ যার পরে রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পাঠিয়েছিল কেন্দ্র ৷ সেখানেও রাজ্য সরকারে বিরুদ্ধে একাধিক গাফিলতির কথা রিপোর্ট উল্লেখ করা হয় ৷ এর পর থেকেই ধাপে ধাপে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ আটকে দেওয়া হয়েছে বলে লাগাতার অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী ৷ এবার সেই বকেয়া বরাদ্দের দাবিতে আগামী 17 নভেম্বর সন্ধেয় দিল্লি যাচ্ছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. পাহাড় থেকেই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ মমতার
  2. 'রংয়ের শর্ত তুলে নিয়ে রাজ্যকে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা দিন', মোদিকে চিঠি মমতার
  3. 100 দিনের শ্রমিকদের তৃণমূলের তরফে দেওয়া টাকার উৎস কী ? ব্যাখ্যা করলেন মমতা
Last Updated : Dec 9, 2023, 4:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.