শিলিগুড়ি, 9 ডিসেম্বর: আগামী 17 ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে 18-20 ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চেয়ে অনুরোধ করেছেন তিনি ৷ যে সাক্ষাতে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবিতে আলোচনা করবেন মমতা ৷ আজ শিলিগুড়ি থেকে কলকাতা রওনা দেওয়ার আগে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ৷ এমনকী তাঁর সঙ্গে রাজ্যের কয়েকজন সাংসদও থাকবেন বলে জানিয়েছেন মমতা ৷
কার্শিয়াং সফর শেষ করে আজ আলিপুরদুয়ারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে রওনা দেওয়ার আগে শিলিগুড়িতে মমতা বলেন, ‘‘আমি দিল্লি যাচ্ছি কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার জন্য ৷ 18, 19 ও 20 ডিসেম্বর যে কোনও সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে আমি চিঠি লিখেছি ৷ আমি জানিয়েছি যে, আমি আমার কয়েকজন সাংসদকে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চাই ৷ কারণ দীর্ঘদিন ধরে আমাদের একশোদিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না ৷ এমনকি একশোদিনের যে কাজ হয়ে গিয়েছে, সেই টাকাও দেওয়া হয়নি ৷ আমাদের 1 লক্ষ 15 হাজার কোটি টাকা আটকে রেখেছে ৷’’
তবে, প্রধানমন্ত্রী সাক্ষাতের জন্য সময় না-দিলে কী করবেন তিনি ? সেই নিয়ে মমতা জানিয়েছেন, 17 তারিখ সন্ধেয় তিনি দিল্লি যাচ্ছেন, তা নিশ্চিত ৷ 18, 19 ও 20 তারিখ পর্যন্ত তিনি দেখবেন ৷ প্রধানমন্ত্রী সময় দিলে তিনি দেখা করবেন ৷ মমতার হুঁশিয়ারি, ‘‘যদি প্রধানমন্ত্রী সময় দেন, তাহলে ঠিক আছে ৷ তা না হলে, আমার যা করার সেটা আমি করব ৷’’
তবে, শুধু একশোদিনের টাকা নয় ৷ মমতা এ দিন অভিযোগ করেছেন, স্বাস্থ্য ক্ষেত্রে, বাংলার বাড়ি প্রকল্প ও কেন্দ্রীয় সড়ক যোজনায় বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে ৷ তিনি বলেন, ‘‘স্বাস্থ্য, বাংলার বাড়ি ও রাস্তায় কাজে কেন্দ্রের তরফে যে টাকা দেওয়ার কথা, তা আমরা পাইনি ৷ সব রাজ্য সেই টাকা পেলে, আমরা কেন পাব না ? আমাদের অধিকার দিতে হবে ৷’’
উল্লেখ্য, 2021 সালের ডিসেম্বর মাস থেকে একশোদিনের টাকা আটকে রয়েছে বলে অভিযোগ করে আসছে রাজ্য সরকার ৷ যা নিয়ে একধিকবার প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষস্তরের নেতারা ৷ এমনকী মিড-ডে মিলের টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ যার পরে রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পাঠিয়েছিল কেন্দ্র ৷ সেখানেও রাজ্য সরকারে বিরুদ্ধে একাধিক গাফিলতির কথা রিপোর্ট উল্লেখ করা হয় ৷ এর পর থেকেই ধাপে ধাপে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ আটকে দেওয়া হয়েছে বলে লাগাতার অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী ৷ এবার সেই বকেয়া বরাদ্দের দাবিতে আগামী 17 নভেম্বর সন্ধেয় দিল্লি যাচ্ছেন তিনি ৷
আরও পড়ুন: