ETV Bharat / state

মুখ্যমন্ত্রী ডাক্তারদের ধমকাতে পারেন কিন্তু সুরক্ষা দিতে পারেন না : দিলীপ ঘোষ

author img

By

Published : Jun 13, 2019, 4:50 PM IST

Updated : Jun 13, 2019, 5:01 PM IST

SSKM-এ গিয়ে হুঁশিয়ারির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন BJP সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, " "মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, এটা তার প্রমাণ।"

ফাইল ফোটো

কলকাতা, 13 জুন : "মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, এটা তার প্রমাণ। তিনি ডাক্তারদের ধমকাতে পারেন কিন্তু সুরক্ষা দিতে পারেন না । ডাক্তারদের চাকরি ছেড়ে দিতে বলছেন । হাসপাতাল ছেড়ে দিতে বলছেন । কিন্তু বারাবার যারা ডাক্তারদের উপর অত্যাচার করছে, তাদের গায়ে হাত দেওয়া যাচ্ছে না। কারণ তারা তাদের কমিটির ভোটার। ভোটারদের দেখতে গিয়ে ডাক্তার ও স্বাস্থ্য বিভাগের সর্বনাশ করছেন ।" SSKM হাসপাতালে গিয়ে হুঁশিয়ারির পর মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন BJP সাংসদ দিলীপ ঘোষ ।

তিনি বলেন, "ধর্মের ভিত্তিতে কে রাজনীতি শুরু করেছেন ? আলাদা হাসপাতাল করেছেন, আলাদা কলেজ, মাদ্রাসা গড়ে তোলা হয়েছে । এসব কে আলাদা করেছে ? নমাজে গিয়ে রাজনীতির কথা বলছেন । রাজনীতির জায়গায় গিয়ে ধর্মের কথা বলছেন । এটা তো উনি শুরু করেছেন ।"

দিলীপ ঘোষ আরও বলেন, "আজ সমাজবিরোধী কাজ হচ্ছে । রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস হচ্ছে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের হিম্মত নেই তাদের বিরুদ্ধে কথা বলার । তিনি ডাক্তারদের, IAS, IPS অফিসারদের ধমকাচ্ছেন । পশ্চিমবঙ্গে সর্বনাশের মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় । তার মতো সাম্প্রদায়িক রাজনীতি আজ পর্যন্ত কেউ করেনি ।"

কলকাতা, 13 জুন : "মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, এটা তার প্রমাণ। তিনি ডাক্তারদের ধমকাতে পারেন কিন্তু সুরক্ষা দিতে পারেন না । ডাক্তারদের চাকরি ছেড়ে দিতে বলছেন । হাসপাতাল ছেড়ে দিতে বলছেন । কিন্তু বারাবার যারা ডাক্তারদের উপর অত্যাচার করছে, তাদের গায়ে হাত দেওয়া যাচ্ছে না। কারণ তারা তাদের কমিটির ভোটার। ভোটারদের দেখতে গিয়ে ডাক্তার ও স্বাস্থ্য বিভাগের সর্বনাশ করছেন ।" SSKM হাসপাতালে গিয়ে হুঁশিয়ারির পর মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন BJP সাংসদ দিলীপ ঘোষ ।

তিনি বলেন, "ধর্মের ভিত্তিতে কে রাজনীতি শুরু করেছেন ? আলাদা হাসপাতাল করেছেন, আলাদা কলেজ, মাদ্রাসা গড়ে তোলা হয়েছে । এসব কে আলাদা করেছে ? নমাজে গিয়ে রাজনীতির কথা বলছেন । রাজনীতির জায়গায় গিয়ে ধর্মের কথা বলছেন । এটা তো উনি শুরু করেছেন ।"

দিলীপ ঘোষ আরও বলেন, "আজ সমাজবিরোধী কাজ হচ্ছে । রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস হচ্ছে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের হিম্মত নেই তাদের বিরুদ্ধে কথা বলার । তিনি ডাক্তারদের, IAS, IPS অফিসারদের ধমকাচ্ছেন । পশ্চিমবঙ্গে সর্বনাশের মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় । তার মতো সাম্প্রদায়িক রাজনীতি আজ পর্যন্ত কেউ করেনি ।"

Intro:দিলীপ ঘোষের বাইটBody:বাইটConclusion:
Last Updated : Jun 13, 2019, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.