কলকাতা, 29 অগস্ট: কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার রান্নার গ্যাসের দাম কমাতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেল ৷ বিজেপি নেতারা যখন কেন্দ্রের এই সিদ্ধান্তকে রাখি পূর্ণিমার উপহার বলে ব্যাখ্যা করছেন, ঠিক সেই সময় এই নিয়ে পালটা তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, বিরোধীদের ইন্ডিয়া জোটের চাপেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
এ দিন কেন্দ্রের এই ঘোষণার বিষয়টি সামনে আসার পর সোশাল মিডিয়ায় পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখানে তিনি লেখেন, ‘‘এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের দ্বারা গত দুই মাসে মাত্র দু’টি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আজ আমরা দেখতে পাচ্ছি যে এলপিজির দাম 200 টাকা কমেছে৷’’ এর পর তিনি লিখেছেন, ‘‘এটাই হল ইন্ডিয়ার শক্তি ৷’’
-
Till now, only TWO meetings have been held in the past TWO months by the INDIA alliance and today, we see that LPG prices have gone down by Rs. 200.
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
ये है #INDIA का दम!
">Till now, only TWO meetings have been held in the past TWO months by the INDIA alliance and today, we see that LPG prices have gone down by Rs. 200.
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2023
ये है #INDIA का दम!Till now, only TWO meetings have been held in the past TWO months by the INDIA alliance and today, we see that LPG prices have gone down by Rs. 200.
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2023
ये है #INDIA का दम!
কিন্তু মমতার এই পোস্টকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ৷ পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, ‘‘নরেন্দ্র মোদি অন্তর্যামী । সাধারণ মানুষের কষ্টের কথা তিনি অনুভব করেছিলেন ।’’ আর এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই 33 কোটি এলপিজি গ্রাহকদের জন্য এলপিজি সিলিন্ডারের দাম 200 টাকা প্রতি সিলিন্ডার সিলিন্ডার কমানোর জন্য ।’’
-
I would like to express my gratitude to Hon’ble Prime Minister; Shri @narendramodi Ji, for reducing the LPG Cylinder price by Rs 200/cylinder for all the 33 crore LPG consumers.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Those consumers who are covered by the PM Ujjwala Yojana will continue to receive the additional…
">I would like to express my gratitude to Hon’ble Prime Minister; Shri @narendramodi Ji, for reducing the LPG Cylinder price by Rs 200/cylinder for all the 33 crore LPG consumers.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 29, 2023
Those consumers who are covered by the PM Ujjwala Yojana will continue to receive the additional…I would like to express my gratitude to Hon’ble Prime Minister; Shri @narendramodi Ji, for reducing the LPG Cylinder price by Rs 200/cylinder for all the 33 crore LPG consumers.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 29, 2023
Those consumers who are covered by the PM Ujjwala Yojana will continue to receive the additional…
ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘‘যে সমস্ত গ্রাহকরা প্রধান উজ্জ্বলা যোজনার আওতায়, তাঁরা তাঁদের অ্যাকাউন্টে 200 টাকা প্রতি সিলিন্ডারে অতিরিক্ত ভর্তুকি পেতে থাকবেন ৷ রাখিবন্ধনের উৎসবকে সামনে রেখে দেশের সকল বোনদের জন্য এটি প্রধানমন্ত্রীর উপহার ।’’
আর মমতার অভিযোগের জবাব দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ তিনি বলেন, ‘‘ইন্ডিয়া আবার কোনও জোট নাকি ? সেই জোটকে আবার ভয় পাবেন প্রধানমন্ত্রী । এই ধরনের বৈঠক প্রতিবার নির্বাচনের সময় হয় । এইসব বৈঠকে খাওয়া দাওয়া চলে মোদি হটানোর প্রতিজ্ঞা চলে । আর নির্বাচন শেষ হলে আবার সেই আগের মতো অবস্থা কেউ কারও মুখ পর্যন্ত দেখে না । অতএব এবারও তেমনটাই হতে চলেছে ।’’
আরও পড়ুন: অনেকটাই সস্তা রান্নার গ্যাস, জেনে নিন সিলিন্ডারপিছু দাম
তিনি আরও বলেন, ‘‘ইউপিএ জোটের কোনও মূল্যই নেই । যাদের কোনও নেতা নেই, এটা কি আবার কোনও জোট হল ? আর সেই জোটকে আবার ভয় পেতে হবে ? কোনও প্রশ্নই ওঠে না । রাখির মধ্যে বোনেদের দাদার উপহার এটা । আর এই উপহারকে খাটো করার জন্য মুখ্যমন্ত্রীর এইসব ষড়যন্ত্র ।’’