ETV Bharat / state

Mamata Slams Subhaprasanna: জলকে পানি, মাকে আম্মা বলে, এটা মানতে হবে; ভাষা দিবসে শুভাপ্রসন্নকে ভর্ৎসনা মমতার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে শিল্পী শুভাপ্রসন্নকে ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Slams Subhaprasanna) ৷ কারণ, শুভাপ্রসন্ন বলেছিলেন যে পানি-দাওয়াতের মতো সাম্প্রদায়িক শব্দ বাংলায় ঢুকে পড়ছে ৷ তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তাঁকে ভর্ৎসনা করেন ৷

Mamata Slams Subhaprasanna
Mamata Slams Subhaprasanna
author img

By

Published : Feb 21, 2023, 1:51 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: ভাষা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভর্ৎসনার মুখে পড়লেন শিল্পী শুভাপ্রসন্ন (Subhaprasanna) ৷ মঙ্গলবার তাঁকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘ওয়াটারকে (জল) কেউ পানি বলে এটা আপনাকে মেনে নিতে হবে ৷ মাকে আম্মা বলে, এটা মেনে নিতে হবে ৷’’

21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day 2023) ৷ এই দিনটিকে প্রতিবছরই যথাযোগ্য মর্যাদা দিয়ে পালন করে পশ্চিমবঙ্গ সরকার ৷ মূলবক্তা মুখ্যমন্ত্রী হলেও উপস্থিত থাকেন বাংলার সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত-সহ বিভিন্ন জগতের শিল্পীরা ৷ এদিনের অনুষ্ঠানেও অনেক বিশিষ্ট বাঙালি উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্যে ছিলেন শিল্পী শুভাপ্রসন্নও ৷

তিনি ভাষণ দিতে গিয়ে বাংলা ভাষার (Bengal Language) বিশুদ্ধতার পক্ষে সওয়াল করেন ৷ বলেন, ‘‘আমরা ক্রমশ বাংলার ভাষার উচ্চারণ, বাংলা ভাষার তাৎপর্য, বাংলা ভাষার বৈশিষ্ট্য - এর থেকে সরে আসছি ৷’’ তিনি স্বামী বিবেকানন্দের উদাহরণ টানেন ৷ স্বামীজি বাংলা ভাষা সম্পর্কে কী বলেছিলেন সেকথাও উল্লেখ করেন ৷ তাঁর কথায়, কলকাতার ভাষার সঙ্গে অন্যান্য জায়গার ভাষা মিশে যাওয়াকেই বাংলা ভাষা বলেছিলেন স্বামীজি ৷

এর পর তিনি বলেন, ‘‘কিন্তু আমরা দেখছি, বহু বহু কারণে নানা সাম্প্রদায়িকতার ছাপ বাংলা ভাষায় চলে এসেছে ৷ যে শব্দগুলো কখনও আমরা বাংলা বলি না, ভাবি না, সেই শব্দগুলো আজকে বাংলা ভাষায় ঢুকছে ৷ আমরা কোনোদিন কখনও বাংলা ভাষায় পানি ব্যবহার করি না ৷ আমরা কোনোদিন কখনও দাওয়াত দিই না ৷ সুতরাং ভাবতে হবে কোন ভাষা আমাদের ভাষা ৷ এই ভাষায় কোনও সাম্প্রদায়িকতা নেই ৷ সেটাই আমরা বজায় রাখব ৷’’

শুভাপ্রসন্ন যখন এই কথা বলছেন, তখন মঞ্চে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী ৷ পরে তিনি ভাষণ দিতে উঠে শুভাপ্রসন্নর বক্তব্যের প্রসঙ্গ টানেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, ওয়াটারকে (জল) কেউ পানি বলে এটা আপনাকে মেনে নিতে হবে ৷ মাকে আম্মা বলে, এটা মেনে নিতে হবে ৷ ওরা দাওয়াত বলে অতিথি সেবাকে ৷ মেনে নিতে হবে৷ আমি মাতৃভাষাকে তো বদলাতে পারি না ৷’’

এদিনের অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ৷ তাই তিনি নিজের বক্তব্য দীর্ঘায়িত করেননি ৷ তবে তিনি বাংলায় কথা বলার উপর জোর দিয়েছেন ৷ বাংলায় বসবাসকারী অবাঙালিদের যে তিনি ‘মোর দ্যান বেঙ্গলি’ বলে মনে করেন, সেই কথাও উল্লেখ করেছেন ৷ আর বলেছেন, ‘‘সব ভাষা মিলেই কিন্তু আমাদের দেশ ৷’’

আরও পড়ুন: কেন পালন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ? এবারের থিম কী ?

কলকাতা, 21 ফেব্রুয়ারি: ভাষা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভর্ৎসনার মুখে পড়লেন শিল্পী শুভাপ্রসন্ন (Subhaprasanna) ৷ মঙ্গলবার তাঁকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘ওয়াটারকে (জল) কেউ পানি বলে এটা আপনাকে মেনে নিতে হবে ৷ মাকে আম্মা বলে, এটা মেনে নিতে হবে ৷’’

21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day 2023) ৷ এই দিনটিকে প্রতিবছরই যথাযোগ্য মর্যাদা দিয়ে পালন করে পশ্চিমবঙ্গ সরকার ৷ মূলবক্তা মুখ্যমন্ত্রী হলেও উপস্থিত থাকেন বাংলার সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত-সহ বিভিন্ন জগতের শিল্পীরা ৷ এদিনের অনুষ্ঠানেও অনেক বিশিষ্ট বাঙালি উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্যে ছিলেন শিল্পী শুভাপ্রসন্নও ৷

তিনি ভাষণ দিতে গিয়ে বাংলা ভাষার (Bengal Language) বিশুদ্ধতার পক্ষে সওয়াল করেন ৷ বলেন, ‘‘আমরা ক্রমশ বাংলার ভাষার উচ্চারণ, বাংলা ভাষার তাৎপর্য, বাংলা ভাষার বৈশিষ্ট্য - এর থেকে সরে আসছি ৷’’ তিনি স্বামী বিবেকানন্দের উদাহরণ টানেন ৷ স্বামীজি বাংলা ভাষা সম্পর্কে কী বলেছিলেন সেকথাও উল্লেখ করেন ৷ তাঁর কথায়, কলকাতার ভাষার সঙ্গে অন্যান্য জায়গার ভাষা মিশে যাওয়াকেই বাংলা ভাষা বলেছিলেন স্বামীজি ৷

এর পর তিনি বলেন, ‘‘কিন্তু আমরা দেখছি, বহু বহু কারণে নানা সাম্প্রদায়িকতার ছাপ বাংলা ভাষায় চলে এসেছে ৷ যে শব্দগুলো কখনও আমরা বাংলা বলি না, ভাবি না, সেই শব্দগুলো আজকে বাংলা ভাষায় ঢুকছে ৷ আমরা কোনোদিন কখনও বাংলা ভাষায় পানি ব্যবহার করি না ৷ আমরা কোনোদিন কখনও দাওয়াত দিই না ৷ সুতরাং ভাবতে হবে কোন ভাষা আমাদের ভাষা ৷ এই ভাষায় কোনও সাম্প্রদায়িকতা নেই ৷ সেটাই আমরা বজায় রাখব ৷’’

শুভাপ্রসন্ন যখন এই কথা বলছেন, তখন মঞ্চে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী ৷ পরে তিনি ভাষণ দিতে উঠে শুভাপ্রসন্নর বক্তব্যের প্রসঙ্গ টানেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, ওয়াটারকে (জল) কেউ পানি বলে এটা আপনাকে মেনে নিতে হবে ৷ মাকে আম্মা বলে, এটা মেনে নিতে হবে ৷ ওরা দাওয়াত বলে অতিথি সেবাকে ৷ মেনে নিতে হবে৷ আমি মাতৃভাষাকে তো বদলাতে পারি না ৷’’

এদিনের অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ৷ তাই তিনি নিজের বক্তব্য দীর্ঘায়িত করেননি ৷ তবে তিনি বাংলায় কথা বলার উপর জোর দিয়েছেন ৷ বাংলায় বসবাসকারী অবাঙালিদের যে তিনি ‘মোর দ্যান বেঙ্গলি’ বলে মনে করেন, সেই কথাও উল্লেখ করেছেন ৷ আর বলেছেন, ‘‘সব ভাষা মিলেই কিন্তু আমাদের দেশ ৷’’

আরও পড়ুন: কেন পালন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ? এবারের থিম কী ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.