কলকাতা, 28 জানুয়ারি : অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে বাইপাসের বেসরকারি হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকালই সৌরভকে দেখতে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ৷
সৌরভকে হাসপাতালে দেখে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান, ‘‘সুস্থ আছেন সৌরভ, চিকিৎসকের সঙ্গে আমি কথা বলেছি ৷ স্টেন্ট বসানোর পর ভালো আছেন সৌরভ ৷’’
গতকাল বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তড়িঘড়ি তাঁকে গ্রিন করিডর করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ আজ তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন হৃদরোগ বিষেশজ্ঞ দেবী শেটি ৷ পরীক্ষার পর সৌরভের হৃদযন্ত্রে আজ বসানো হয় দুটি স্টেন্ট ৷
প্রসঙ্গত 2 জানুয়ারি, বাড়ির জিমনেসিয়ামে ট্রেডমিলে দৌড়ানোর সময় বুকে ব্যথা অনুভব করেন ভারতের প্রাক্তন অধিনায়ক ৷ তখন তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ দেখা যায় সৌরভের হৃদযন্ত্রের তিনটি আর্টারিতে ব্লক আছে ৷ তখনই বসানো হয় একটি স্টেন্ট ৷
আরও পড়ুন :- সৌরভকে দেখতে হাসপাতালে দেবী শেটি
এরপর সুস্থ হয়ে বাড়ি ফেরেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ কিন্তু গতকাল ফের বুকে ব্য়থা অনুভব করেন সৌরভ ৷