দুবাই, 21 সেপ্টেম্বর: 'সফল' স্পেন সফরের পর এ বার সংযুক্ত আরব আমিরশাহীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার সকালে তিনি দুবাই পৌঁছলেন ৷ সেখানে মুখ্যমন্ত্রী একটি বাণিজ্য সম্মেলন-সহ একাধিক বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন রাজ্য সরকারের এক আধিকারিক ৷
সফরসূচি অনুযায়ী, দুবাইতে দুদিন কাটিয়ে আগামী 23 সেপ্টেম্বর কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তার আগে দুবাইতে একটি বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন তিনি ৷ সেখানে মুখ্যমন্ত্রী একদল অনাবাসী ভারতীয়দের সঙ্গে দেখাও করবেন বলে জানিয়েছেন ওই সরকারি আধিকারিক ।
ওই আধিকারিকের কথায়, "মুখ্যমন্ত্রী আজ সকালেই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেছেন । তিনি আগামী দুই দিন সেখানে থাকবেন এবং একটি বাণিজ্য সম্মেলন-সহ একাধিক বৈঠকে অংশ নেবেন । তিনি এনআরআইদের একটি দলের সঙ্গেও দেখা করবেন ৷"
রাজ্যে বিনিয়োগ টানতে বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুবাইতে এক রাতের যাত্রাবিরতির পর 12 সেপ্টেম্বর তিনি স্পেনের উদ্দেশে রওনা হন । স্পেনের মাদ্রিদ এবং বার্সেলোনায় সফর করেন মুখ্যমন্ত্রী । ইউরোপীয় দেশে থাকাকালীন মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে দেখা করেন এবং এনআরআইদের সঙ্গে বৈঠক করেন বলে জানিয়েছেন সরকারি আধিকারিক ৷
আরও পড়ুন: বাংলা নবজাগরণের পথিকৃৎ, শিল্পক্ষেত্রে গেমচেঞ্জার; আসুন এখানে বিনিয়োগ করুন: মমতা
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সঙ্গে রাজ্য সরকার একটি মউ স্বাক্ষর করেছে ৷ চুক্তিতে বলা হয়েছে, তরুণ প্রতিভাদের গড়ে তোলার জন্য রাজ্যে একটি অ্যাকাডেমি স্থাপন করা হবে । মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সফরে গিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা । রয়েছে সাংবাদিকদের একটি দলও ৷ লন্ডন থেকে মাদ্রিদে গিয়ে রাজ্য সরকারের প্রতিনিধি দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি মাদ্রিদ থেকে ঘোষণা করেন যে, মেদিনীপুরে তিনি একটি ইস্পাত কারখানা তৈরি করছেন ৷ (সংবাদসংস্থা পিটিআই)