ETV Bharat / state

Odisha Train Accident: বালাসোর ট্রেন দুর্ঘটনা নিয়ে আহত যাত্রীদের সাহায্য করার চেষ্টা করছি, কটকে বললেন মুখ্যমন্ত্রী - চন্দ্রিমা ভট্টাচার্য

মঙ্গলবার ওড়িশার কটকে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ পরে তিনি জানান, রেল দুর্ঘটনার আসল সত্যি সামনে আসা উচিত ৷

Odisha Train Accident
Odisha Train Accident
author img

By

Published : Jun 6, 2023, 5:18 PM IST

Updated : Jun 6, 2023, 5:32 PM IST

বালাসোর ট্রেন দুর্ঘটনা নিয়ে সত্যি বেরিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ, কটকে বললেন মুখ্যমন্ত্রী

কটক, 6 জুন: ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনার আসল সত্যি সামনে আসুক, এমনটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার ওড়িশার কটকে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন তিনি ৷ তাঁর কথায়, “আমি জনগণের সঙ্গে থাকতে চাই । অনেক প্রাণ হারিয়েছেন এবং সত্যি বেরিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ ।”

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনা হয় ৷ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় করমণ্ডল এক্সপ্রেস ৷ সেই এক্সপ্রেসের বহু যাত্রী মারা গিয়েছেন ৷ অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁদের মধ্যে অনেকে কটকের একাধিক হাসপাতালে ভরতি রয়েছেন ৷ সেই আহতদের দেখতেই মঙ্গলবার কটকে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা ৷

সেখানে তিনি যান এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চক্ষু ও অস্ত্রোপচার বিভাগে ৷ সেখানে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দেন ৷ পরে সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, "আমরা সম্ভাব্য সব উপায়ে আহত যাত্রীদের সাহায্য করার চেষ্টা করছি এবং 2 জুন দুর্ঘটনার রাতে আহত যাত্রীদের যত্ন নেওয়ার জন্য ইতিমধ্যেই ডাক্তার, নার্স এবং অফিসারদের টিম পাঠিয়েছি ।"

মুখ্যমন্ত্রী আরও জানান, ওই হাসপাতালে আহত যাত্রীদের মধ্যে 57 জন ভরতি রয়েছেন ৷ কেউ অঙ্গ হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন । মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথায়, ‘‘এটি এমন একটি ট্র্যাজেডি, যা ভাষায় বর্ণনা করা যায় না ।” একই সঙ্গে তাঁর দাবি, পশ্চিমবঙ্গের 103 জন যাত্রীর মৃতদেহ এখনও পর্যন্ত শনাক্ত করা হয়েছে ৷ 30 জন এখনও নিখোঁজ রয়েছেন ।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে যে আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ইতিমধ্যেই মৃতের নিকট আত্মীয়দের জন্য 5 লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য 1 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছি ।’’ প্রায় 900 জন যাঁরা ট্রেনে ভ্রমণ করছিলেন, এখন মানসিক ও শারীরিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তাঁদের 10 হাজার টাকা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা কত ? রেলের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ মমতার

বালাসোর ট্রেন দুর্ঘটনা নিয়ে সত্যি বেরিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ, কটকে বললেন মুখ্যমন্ত্রী

কটক, 6 জুন: ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনার আসল সত্যি সামনে আসুক, এমনটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার ওড়িশার কটকে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন তিনি ৷ তাঁর কথায়, “আমি জনগণের সঙ্গে থাকতে চাই । অনেক প্রাণ হারিয়েছেন এবং সত্যি বেরিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ ।”

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনা হয় ৷ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় করমণ্ডল এক্সপ্রেস ৷ সেই এক্সপ্রেসের বহু যাত্রী মারা গিয়েছেন ৷ অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁদের মধ্যে অনেকে কটকের একাধিক হাসপাতালে ভরতি রয়েছেন ৷ সেই আহতদের দেখতেই মঙ্গলবার কটকে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা ৷

সেখানে তিনি যান এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চক্ষু ও অস্ত্রোপচার বিভাগে ৷ সেখানে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দেন ৷ পরে সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, "আমরা সম্ভাব্য সব উপায়ে আহত যাত্রীদের সাহায্য করার চেষ্টা করছি এবং 2 জুন দুর্ঘটনার রাতে আহত যাত্রীদের যত্ন নেওয়ার জন্য ইতিমধ্যেই ডাক্তার, নার্স এবং অফিসারদের টিম পাঠিয়েছি ।"

মুখ্যমন্ত্রী আরও জানান, ওই হাসপাতালে আহত যাত্রীদের মধ্যে 57 জন ভরতি রয়েছেন ৷ কেউ অঙ্গ হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন । মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথায়, ‘‘এটি এমন একটি ট্র্যাজেডি, যা ভাষায় বর্ণনা করা যায় না ।” একই সঙ্গে তাঁর দাবি, পশ্চিমবঙ্গের 103 জন যাত্রীর মৃতদেহ এখনও পর্যন্ত শনাক্ত করা হয়েছে ৷ 30 জন এখনও নিখোঁজ রয়েছেন ।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে যে আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ইতিমধ্যেই মৃতের নিকট আত্মীয়দের জন্য 5 লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য 1 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছি ।’’ প্রায় 900 জন যাঁরা ট্রেনে ভ্রমণ করছিলেন, এখন মানসিক ও শারীরিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তাঁদের 10 হাজার টাকা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা কত ? রেলের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ মমতার

Last Updated : Jun 6, 2023, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.