ETV Bharat / state

Suvendu Adhikari Slams Mamata: 'মমতা আরও একটু লাফান আমার বিরুদ্ধে', সুপ্রিম কোর্টের রায়ের পর কটাক্ষ শুভেন্দুর - শুভেন্দু অধিকারী

সুপ্রিম কোর্টের রায়ের পর স্বস্তিতে শুভেন্দু অধিকারী ৷ একই সঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা ৷

Etv Bharat
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Aug 4, 2023, 3:36 PM IST

শুভেন্দু অধিকারী

কলকাতা, 4 অগস্ট: সুপ্রিম কোর্টের রায় তাঁকে স্বস্তি দিয়েছে । এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া তাই মমতাকে নিয়ে তাঁর পরিচিত কটাক্ষই । তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নির্দেশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আর তা নিয়েই পালটা মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং রাজ্যের শাসকদলকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু ৷ তিনি বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি আরও একটু লাফান আমার বিরুদ্ধে ভালো করে।" একই সঙ্গে, বেহেলায় দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়েও শুক্রবার পুলিশ এবং রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা ৷

এদিন সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে বিধানসভায় প্রবেশ করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, যে তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। তাঁর কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচাপতি আইপি মুখোপাধ্য়ায়ের অবজারভেশন ছিল, প্রয়োজনে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। তবে তাঁকে গ্রেফতার করতে হলে আগে হাইকোর্টকে অবগত করতে হবে বলেও নির্দেশে জানিয়েছিলেন বিচারপতি ৷

এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পশ্চিম মেদিনীপুরের মোহনা থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এফআইআরও করেছিল তাঁর বিরুদ্ধে। এর বিরোধিতা করেই তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ৷ কিছুক্ষণের মধ্যেই অর্ডার কপি আপলোড হবে বলেও জানান তিনি। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের নির্দেশকে যে খারিজ করেছে সুপ্রিম কোর্ট, তা সাফ জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি আরও একটু লাফান আমার বিরুদ্ধে ভালো করে।"

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর, আপাতত গ্রেফতার নয়

এর পাশাপাশি এদিন সকালে বেহালায় এক স্কুল পড়ুয়ার লরির ধাক্কায় মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বেহালায় স্কুল পড়ুয়ার মৃত্যু নিয়ে শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে পুলিশ-প্রশাসনিক ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ধ্বংস করে দিয়েছে। পুলিশের কাজ তৃণমূলের হয় ভোট লুঠ করা এবং টাকা তোলা। নিচু তলার কনস্টেবল, এসআই এবং নিচু তলার পুলিশ কর্মীরা একেবারেই দায়ী নয়। বরং আইপিএস এবং ইন্সপেক্টররাই এর জন্য দায়ী বলে অভিযোগ করেন তিনি। এদিন শুভেন্দু বলেন, "ধ্বংস করে দিয়েছে রাজ্যের পুলিশি ব্যবস্থা। একেবারে ধ্বংস করে দিয়েছে। রাতের পশ্চিমবঙ্গের কতটা ভয়ানক, এটা কেউ জানে না।"

শুভেন্দু অধিকারী

কলকাতা, 4 অগস্ট: সুপ্রিম কোর্টের রায় তাঁকে স্বস্তি দিয়েছে । এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া তাই মমতাকে নিয়ে তাঁর পরিচিত কটাক্ষই । তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নির্দেশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আর তা নিয়েই পালটা মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং রাজ্যের শাসকদলকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু ৷ তিনি বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি আরও একটু লাফান আমার বিরুদ্ধে ভালো করে।" একই সঙ্গে, বেহেলায় দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়েও শুক্রবার পুলিশ এবং রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা ৷

এদিন সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে বিধানসভায় প্রবেশ করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, যে তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। তাঁর কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচাপতি আইপি মুখোপাধ্য়ায়ের অবজারভেশন ছিল, প্রয়োজনে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। তবে তাঁকে গ্রেফতার করতে হলে আগে হাইকোর্টকে অবগত করতে হবে বলেও নির্দেশে জানিয়েছিলেন বিচারপতি ৷

এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পশ্চিম মেদিনীপুরের মোহনা থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এফআইআরও করেছিল তাঁর বিরুদ্ধে। এর বিরোধিতা করেই তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ৷ কিছুক্ষণের মধ্যেই অর্ডার কপি আপলোড হবে বলেও জানান তিনি। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের নির্দেশকে যে খারিজ করেছে সুপ্রিম কোর্ট, তা সাফ জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি আরও একটু লাফান আমার বিরুদ্ধে ভালো করে।"

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর, আপাতত গ্রেফতার নয়

এর পাশাপাশি এদিন সকালে বেহালায় এক স্কুল পড়ুয়ার লরির ধাক্কায় মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বেহালায় স্কুল পড়ুয়ার মৃত্যু নিয়ে শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে পুলিশ-প্রশাসনিক ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ধ্বংস করে দিয়েছে। পুলিশের কাজ তৃণমূলের হয় ভোট লুঠ করা এবং টাকা তোলা। নিচু তলার কনস্টেবল, এসআই এবং নিচু তলার পুলিশ কর্মীরা একেবারেই দায়ী নয়। বরং আইপিএস এবং ইন্সপেক্টররাই এর জন্য দায়ী বলে অভিযোগ করেন তিনি। এদিন শুভেন্দু বলেন, "ধ্বংস করে দিয়েছে রাজ্যের পুলিশি ব্যবস্থা। একেবারে ধ্বংস করে দিয়েছে। রাতের পশ্চিমবঙ্গের কতটা ভয়ানক, এটা কেউ জানে না।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.