ETV Bharat / state

সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা, সৌরভ-সাক্ষাতের পর বললেন মমতা

author img

By

Published : Jan 2, 2021, 7:16 PM IST

হাসপাতালে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিতে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ তিনি সৌরভের সঙ্গে কথা বলেন ৷

সৌরভকে দেখতে হাসপাতালে মমতা
সৌরভকে দেখতে হাসপাতালে মমতা

কলকাতা, 2 জানুয়ারি : অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি আছেন মহারাজ। সেখানে তাঁর সঙ্গে দেখা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷

সৌরভকে দেখার পর বাইরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ আমি যেটা দেখলাম ও ভালো আছে ৷ আমার সঙ্গে কথা হয়েছে ৷ বিছানায় শুয়ে আমাকে জিজ্ঞাসা করছে আপনি ভালো আছেন তো ? এত বড় মাপের ক্রিকেটার, এত অল্প বয়সে এই সমস্যা, আমরা ভাবতেই পারি না ৷ প্রত্যেক ক্রীড়া ব্যক্তিত্বের নিয়মিত শারীরিক পরীক্ষা দরকার ৷ তবে চিকিৎসকরা ভালো কাজ করেছেন ৷ সময়মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ৷ অযথা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেননি ৷’’

সৌরভকে দেখতে হাসপাতালে মমতা

এর আগে ওই বেসরকারি হাসপাতালে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিতে আসেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনিও সৌরভের সঙ্গে কথা বলেন ৷

আরও পড়ুন :- সৌরভের তিনটি আর্টারিতে ব্লক, বসানো হল স্টেন্ট

চিকিৎসকরা বলছেন, এই বয়সে তিনটি আর্টারি ব্লক হয়ে যাওয়া দুর্ভাগ্যজনক । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘‘ট্রিপিল ভেসেল ডিজ়িজ়ে ভুগছেন সৌরভ ।’’ শেষ খবর পাওয়া পর্যন্ত, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের হার্টের তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি আর্টারিতে প্রায় 100 শতাংশই ব্লক ছিল । এই আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছে । বাকি দুই আর্টারির ক্ষেত্রে ওষুধের মাধ্যমে চিকিৎসা চলছে ৷ এই দুটি আর্টারিতে স্টেন্ট বসানো হবে কি না, তা নিয়ে বৈঠকে বসেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ।

কলকাতা, 2 জানুয়ারি : অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি আছেন মহারাজ। সেখানে তাঁর সঙ্গে দেখা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷

সৌরভকে দেখার পর বাইরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ আমি যেটা দেখলাম ও ভালো আছে ৷ আমার সঙ্গে কথা হয়েছে ৷ বিছানায় শুয়ে আমাকে জিজ্ঞাসা করছে আপনি ভালো আছেন তো ? এত বড় মাপের ক্রিকেটার, এত অল্প বয়সে এই সমস্যা, আমরা ভাবতেই পারি না ৷ প্রত্যেক ক্রীড়া ব্যক্তিত্বের নিয়মিত শারীরিক পরীক্ষা দরকার ৷ তবে চিকিৎসকরা ভালো কাজ করেছেন ৷ সময়মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ৷ অযথা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেননি ৷’’

সৌরভকে দেখতে হাসপাতালে মমতা

এর আগে ওই বেসরকারি হাসপাতালে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিতে আসেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনিও সৌরভের সঙ্গে কথা বলেন ৷

আরও পড়ুন :- সৌরভের তিনটি আর্টারিতে ব্লক, বসানো হল স্টেন্ট

চিকিৎসকরা বলছেন, এই বয়সে তিনটি আর্টারি ব্লক হয়ে যাওয়া দুর্ভাগ্যজনক । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘‘ট্রিপিল ভেসেল ডিজ়িজ়ে ভুগছেন সৌরভ ।’’ শেষ খবর পাওয়া পর্যন্ত, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের হার্টের তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি আর্টারিতে প্রায় 100 শতাংশই ব্লক ছিল । এই আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছে । বাকি দুই আর্টারির ক্ষেত্রে ওষুধের মাধ্যমে চিকিৎসা চলছে ৷ এই দুটি আর্টারিতে স্টেন্ট বসানো হবে কি না, তা নিয়ে বৈঠকে বসেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.