ETV Bharat / state

Mamata Invitation to Suman-Nachiketa: মমতার আমন্ত্রণ নচিকেতা-সুমনকে, একুশের মঞ্চে কি তাঁরা থাকবেন ? - একুশে জুলাই

কবীর সুমন ও নচিকেতাকে একুশে জুলাইয়ের মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁরা আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে খবর ৷

Mamata Invitation to Suman-Nachiketa
Mamata Invitation to Suman-Nachiketa
author img

By

Published : Jul 19, 2023, 6:13 PM IST

কলকাতা, 19 জুলাই: একুশে জুলাইয়ের মঞ্চে আসার জন্য কবীর সুমন ও নচিকেতাকে আমন্ত্রণ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি নিজে তাঁদের ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন ৷ দুজনেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে ৷

প্রস্তুতি তুঙ্গে: একুশে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি তুঙ্গে । আজ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা আসতে শুরু করছেন কলকাতায় । 21 জুলাই বাংলার শাসকের জন্য বরাবরই খুব আবেগের । কারণ এই দিনটি তাদের জন্য হল শহীদ তর্পণের । এই মঞ্চে নচিকেতা এবং কবীর সুমনকে আমন্ত্রণ জানাল তৃণমূল কংগ্রেস ।

নচিকেতা-সুমনকে আমন্ত্রণ মমতার: প্রায় প্রত্যেক বছরই একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যায় 'পরিবর্তন চাই'য়ের গুরুত্বপূর্ণ মুখ দলের প্রাক্তন সাংসদ কবীর সুমনকে । তবে গত বছর তিনি অনুপস্থিত ছিলেন । এ বার তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে ফোন করে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন । যতদূর জানা যাচ্ছে, এই প্রবীণ গায়ক নেত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন । একইভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছেন আরেক প্রতিবাদী গায়ক নচিকেতাকেও ।

আরও পড়ুন: ত্রিস্তরীয় নিরাপত্তা, মূল মঞ্চে 2 অতিরিক্ত নগরপাল; 21 জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে লালবাজারেও

একুশের মঞ্চে চেনা মুখ সুমন: প্রসঙ্গত, বাম আমল থেকেই প্রতিবাদী হিসাবে বারবার প্রকাশ্যে এসেছে কবীর সুমনের নাম । একাধারে সাংবাদিক, গায়ক, সুরকার, গীতিকার এই শিল্পী বারবার তাঁর প্রতিবাদী ভূমিকার জন্য শিরোনামে এসেছেন । কানোরিয়া জুটমিলের শ্রমিক আন্দোলনে তাঁর যোগদান বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলেছিল । সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে মমতার আন্দোলন মঞ্চে বারবার দেখা গিয়েছে তাঁকে । পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে যাদবপুরের সাংসদ হয়েছিলেন তিনি । আবার একটা সময় দলের প্রতি বিতশ্রদ্ধ হয়ে দলের বিরুদ্ধে মুখ খুলতেও দেখা গিয়েছে তাঁকে । তবে এরপরেও একুশের মঞ্চে কবীর সুমন যথেষ্ট চেনা মুখ ।

নচিকেতা থাকবেন বলে জানিয়েছেন: একইভাবে চেনা মুখ নচিকেতাও । সরাসরি তৃণমূলের রাজনীতিতে যুক্ত না হলেও, তৃণমূল ঘনিষ্ঠের তালিকায় অবশ্যই নচিকেতার নাম থাকবে । একুশের মঞ্চে তাঁকে বারবার দেখা গিয়েছে । খুব স্বাভাবিকভাবেই তাঁকে আমন্ত্রণের বিষয়টি প্রত্যাশিতই ছিল । এই অবস্থায় তাঁদের শেষ পর্যন্ত মঞ্চে দেখা যায় কি না সেটাই এখন দেখার । যতদূর জানা যাচ্ছে, নচিকেতা নিজে জানিয়েছেন তিনি থাকবেন । শারীরিক ভাবে কিছুটা অসুস্থ সুমন । এই অবস্থায় তিনি থাকেন কি না তা সময় বলবে ৷

কলকাতা, 19 জুলাই: একুশে জুলাইয়ের মঞ্চে আসার জন্য কবীর সুমন ও নচিকেতাকে আমন্ত্রণ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি নিজে তাঁদের ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন ৷ দুজনেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে ৷

প্রস্তুতি তুঙ্গে: একুশে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি তুঙ্গে । আজ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা আসতে শুরু করছেন কলকাতায় । 21 জুলাই বাংলার শাসকের জন্য বরাবরই খুব আবেগের । কারণ এই দিনটি তাদের জন্য হল শহীদ তর্পণের । এই মঞ্চে নচিকেতা এবং কবীর সুমনকে আমন্ত্রণ জানাল তৃণমূল কংগ্রেস ।

নচিকেতা-সুমনকে আমন্ত্রণ মমতার: প্রায় প্রত্যেক বছরই একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যায় 'পরিবর্তন চাই'য়ের গুরুত্বপূর্ণ মুখ দলের প্রাক্তন সাংসদ কবীর সুমনকে । তবে গত বছর তিনি অনুপস্থিত ছিলেন । এ বার তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে ফোন করে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন । যতদূর জানা যাচ্ছে, এই প্রবীণ গায়ক নেত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন । একইভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছেন আরেক প্রতিবাদী গায়ক নচিকেতাকেও ।

আরও পড়ুন: ত্রিস্তরীয় নিরাপত্তা, মূল মঞ্চে 2 অতিরিক্ত নগরপাল; 21 জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে লালবাজারেও

একুশের মঞ্চে চেনা মুখ সুমন: প্রসঙ্গত, বাম আমল থেকেই প্রতিবাদী হিসাবে বারবার প্রকাশ্যে এসেছে কবীর সুমনের নাম । একাধারে সাংবাদিক, গায়ক, সুরকার, গীতিকার এই শিল্পী বারবার তাঁর প্রতিবাদী ভূমিকার জন্য শিরোনামে এসেছেন । কানোরিয়া জুটমিলের শ্রমিক আন্দোলনে তাঁর যোগদান বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলেছিল । সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে মমতার আন্দোলন মঞ্চে বারবার দেখা গিয়েছে তাঁকে । পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে যাদবপুরের সাংসদ হয়েছিলেন তিনি । আবার একটা সময় দলের প্রতি বিতশ্রদ্ধ হয়ে দলের বিরুদ্ধে মুখ খুলতেও দেখা গিয়েছে তাঁকে । তবে এরপরেও একুশের মঞ্চে কবীর সুমন যথেষ্ট চেনা মুখ ।

নচিকেতা থাকবেন বলে জানিয়েছেন: একইভাবে চেনা মুখ নচিকেতাও । সরাসরি তৃণমূলের রাজনীতিতে যুক্ত না হলেও, তৃণমূল ঘনিষ্ঠের তালিকায় অবশ্যই নচিকেতার নাম থাকবে । একুশের মঞ্চে তাঁকে বারবার দেখা গিয়েছে । খুব স্বাভাবিকভাবেই তাঁকে আমন্ত্রণের বিষয়টি প্রত্যাশিতই ছিল । এই অবস্থায় তাঁদের শেষ পর্যন্ত মঞ্চে দেখা যায় কি না সেটাই এখন দেখার । যতদূর জানা যাচ্ছে, নচিকেতা নিজে জানিয়েছেন তিনি থাকবেন । শারীরিক ভাবে কিছুটা অসুস্থ সুমন । এই অবস্থায় তিনি থাকেন কি না তা সময় বলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.