ETV Bharat / state

Mamata Banerjee: বুদ্ধদেবের শারীরিক অবস্থা জানতে ফোন মুখ্যমন্ত্রীর, যেতে পারেন হাসপাতালে - হাসপাতালে রাজ্যপাল

Mamata inquires about Buddhadev's Health: শনিবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ মেডিক্যাল বোর্ড গড়ে চলছে চিকিৎসা ৷ তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata inquires about Buddhadev's Health
Mamata inquires about Buddhadev's Health
author img

By

Published : Jul 29, 2023, 8:21 PM IST

Updated : Jul 29, 2023, 11:00 PM IST

কলকাতা, 29 জুলাই: বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার দুপুরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয় ৷ আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন ৷ কেমন আছেন তিনি, কী ধরনের চিকিৎসা চলছে, তা জানতেই বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন বলে জানা গিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় হাসপাতালেও যেতে পারেন বলে খবর ৷

গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য: বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ ৷ এর আগে তাঁকে একাধিকবার হাসপাতালে ভরতি হতে হয়েছে শারীরিক অসুস্থতার কারণে ৷ শনিবারও তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে মেডিক্যাল বোর্ড গড়ে শুরু হয়েছে চিকিৎসা ৷ মেডিক্যাল বোর্ডে রয়েছেন 9 জন চিকিৎসক ৷ তাঁকে আপাতত নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ জানা গিয়েছে, তাঁর শ্বাসনালীতে সংক্রমণ হয়েছে ৷ তাঁর হার্টরেট ও রক্তচাপ এখন স্থিতিশীল৷ তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: নন-ইনভেসিভ ভেন্টিলেশনে বুদ্ধদেব, গঠিত 9 সদস্যের মেডিক্যাল বোর্ড

হাসপাতালে রাজ্যপাল: বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ হাসপাতালে গিয়ে বুদ্ধদেবের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি ৷ চিকিৎসকদের কাছ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন ৷ পরে বুদ্ধদেবের দ্রুত আরোগ্য কামনাও করেন ৷

বুদ্ধদেবের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী: এর আগে যতবার অসুস্থ হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, ততবারই পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ হাসপাতালে তো গিয়েছেন ৷ পাশাপাশি বুদ্ধদেবের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেও তিনি গিয়েছিলেন ৷ এবারও প্রাক্ত মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য়ের খোঁজ নিয়েছেন তিনি ৷ হাসপাতালেও যেতে পারেন বলে খবর ৷ তবে কখন তিনি হাসপাতালে যাবেন, সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন: বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে রাজ্যপাল, আরোগ্য কামনা করলেন আনন্দ বোস

কলকাতা, 29 জুলাই: বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার দুপুরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয় ৷ আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন ৷ কেমন আছেন তিনি, কী ধরনের চিকিৎসা চলছে, তা জানতেই বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন বলে জানা গিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় হাসপাতালেও যেতে পারেন বলে খবর ৷

গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য: বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ ৷ এর আগে তাঁকে একাধিকবার হাসপাতালে ভরতি হতে হয়েছে শারীরিক অসুস্থতার কারণে ৷ শনিবারও তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে মেডিক্যাল বোর্ড গড়ে শুরু হয়েছে চিকিৎসা ৷ মেডিক্যাল বোর্ডে রয়েছেন 9 জন চিকিৎসক ৷ তাঁকে আপাতত নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ জানা গিয়েছে, তাঁর শ্বাসনালীতে সংক্রমণ হয়েছে ৷ তাঁর হার্টরেট ও রক্তচাপ এখন স্থিতিশীল৷ তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: নন-ইনভেসিভ ভেন্টিলেশনে বুদ্ধদেব, গঠিত 9 সদস্যের মেডিক্যাল বোর্ড

হাসপাতালে রাজ্যপাল: বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ হাসপাতালে গিয়ে বুদ্ধদেবের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি ৷ চিকিৎসকদের কাছ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন ৷ পরে বুদ্ধদেবের দ্রুত আরোগ্য কামনাও করেন ৷

বুদ্ধদেবের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী: এর আগে যতবার অসুস্থ হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, ততবারই পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ হাসপাতালে তো গিয়েছেন ৷ পাশাপাশি বুদ্ধদেবের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেও তিনি গিয়েছিলেন ৷ এবারও প্রাক্ত মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য়ের খোঁজ নিয়েছেন তিনি ৷ হাসপাতালেও যেতে পারেন বলে খবর ৷ তবে কখন তিনি হাসপাতালে যাবেন, সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন: বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে রাজ্যপাল, আরোগ্য কামনা করলেন আনন্দ বোস

Last Updated : Jul 29, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.