ETV Bharat / state

Mamata Sop to Puja Committees: আরও বাড়ল ক্লাবগুলির পুজোর অনুদান, বিদ্যুতের বিলে বাড়তি স্বস্তি দিলেন মমতা

Mamata Hikes Durga Puja Committee Grant: দুর্গা পুজো কমিটিগুলির পুজোর অনুদান আরও বাড়ল ৷ প্রতি কমিটিকে 70 হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Sop to Puja Committees
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 6:02 PM IST

Updated : Aug 22, 2023, 7:54 PM IST

আরও বাড়ল ক্লাবগুলির পুজোর অনুদান

কলকাতা, 22 অগস্ট: দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদান আরও বাড়াল রাজ্য সরকার ৷ আজ নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, এ বছর পুজো কমিটিগুলিকে 70 হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ৷ এখানেই শেষ নয় ৷ এতদিন বিদ্যুতের বিলের দুই-তৃতীয়াংশ বহন করতে হত পুজো কমিটিগুলিকে ৷ এ বার তাদের বিদ্যুতের বিলের এক-চতুর্থাংশ খরচ দিতে হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ এ ব্যাপারে সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদের সঙ্গে তাঁর কথাও হয়ে গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷

2020 ও 2021 সালে রাজ্যের পুজো কমিটিগুলিকে 50 হাজার টাকা করে অনুদান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত বছর সেই টাকা বাড়িয়ে ক্লাবগুলিকে 60 হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল । এ বছর এক ধাক্কায় তা বাড়িয়ে 70 হাজার টাকা করা হল । একইসঙ্গে, এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন গত বছরের মতো পৌরসভা ও দমকলকে কোনও অর্থ দিতে হবে না পুজো কমিটিগুলিকে ।

এ দিন মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির জন্য অনুদানের টাকা ঘোষণার পর বলেন, এই নিয়ে তো আবার কেউ কেউ কোর্ট কেসে চলে যাবেন । কেন ক্লাবগুলো বা পুজো কমিটিগুলো টাকা পাবে ! মুখ্যমন্ত্রী বলেন, এই জন্যই তারা টাকা পাবে, কারণ সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি প্রচার করে এরা । টাকাগুলো এই কারণেই দেওয়া হয় ৷ তারা এই অর্থ দিয়ে মানুষের সচেতনতা বাড়ায় । মানুষকে সজাগ করে ।

মুখ্যমন্ত্রীর কথায়, "কিছু কিছু আরশোলা বাইরে বসে আছে । তারা কালকে গিয়ে একটা পিআইএল ঠুকবে । এটা এমন নয় যে, আমরা ক্লাব কিনছি টাকা দিয়ে । আমাদের টাকা কম । টাকা নেই । প্রথমে শুরু করেছিলাম 25 হাজার দিয়ে । তারপর কোভিড হল পরপর দু'বছর । আপনারাও চাঁদা পত্র ঠিকঠাক পাননি । বিজ্ঞাপনও পাননি । খুব কষ্ট করে পুজো করতে হয়েছিল । তাই করোনাকালে তা 50 হাজার করা হয়েছিল । গত বছর তা 60 হাজার টাকা করা হয় । এ বার সেটাই 10,000 টাকা বাড়িয়ে 70 হাজার করা হল ।"

এ দিন বিভিন্ন ধর্মগুরুদের সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো-সহ সমস্ত উৎসবের মরশুমে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন । তাঁর সাফ কথা, ধর্ম যার যার নিজের, উৎসব সবার । তাই উৎসবের মরশুমে সবাইকে মিলেমিশেই থাকতে হবে ।

আরও পড়ুন: ব়্যাগিং রুখতে 24 ঘণ্টার টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করলেন মমতা

এ দিন শান্তিপূর্ণভাবে দুর্গাপুজোর বিসর্জন সম্পন্ন করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, 14 অক্টোবর মহালয়া । এ বার বিসর্জন সম্পন্ন হবে 24, 25 এবং 26 অক্টোবর । আর যে সমস্ত পুজো কার্নিভালে অংশগ্রহণ করবে, তাদের বিসর্জন হবে 27 অক্টোবর । এ বারও প্রতি বছরের মতো দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে রেড রোডে । আগামী 27 অক্টোবর এই কার্নিভালের সাক্ষী থাকবে গোটা বাংলা ।

এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট 40 হাজারের মতো দুর্গাপুজো হয় বাংলায় । তার মধ্যে 3000 এর মতো পুজো হয় শহর কলকাতায় । এ ক্ষেত্রে সকলকেই পুজো অনুদান দেওয়া হচ্ছে ।

আরও বাড়ল ক্লাবগুলির পুজোর অনুদান

কলকাতা, 22 অগস্ট: দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদান আরও বাড়াল রাজ্য সরকার ৷ আজ নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, এ বছর পুজো কমিটিগুলিকে 70 হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ৷ এখানেই শেষ নয় ৷ এতদিন বিদ্যুতের বিলের দুই-তৃতীয়াংশ বহন করতে হত পুজো কমিটিগুলিকে ৷ এ বার তাদের বিদ্যুতের বিলের এক-চতুর্থাংশ খরচ দিতে হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ এ ব্যাপারে সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদের সঙ্গে তাঁর কথাও হয়ে গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷

2020 ও 2021 সালে রাজ্যের পুজো কমিটিগুলিকে 50 হাজার টাকা করে অনুদান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত বছর সেই টাকা বাড়িয়ে ক্লাবগুলিকে 60 হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল । এ বছর এক ধাক্কায় তা বাড়িয়ে 70 হাজার টাকা করা হল । একইসঙ্গে, এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন গত বছরের মতো পৌরসভা ও দমকলকে কোনও অর্থ দিতে হবে না পুজো কমিটিগুলিকে ।

এ দিন মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির জন্য অনুদানের টাকা ঘোষণার পর বলেন, এই নিয়ে তো আবার কেউ কেউ কোর্ট কেসে চলে যাবেন । কেন ক্লাবগুলো বা পুজো কমিটিগুলো টাকা পাবে ! মুখ্যমন্ত্রী বলেন, এই জন্যই তারা টাকা পাবে, কারণ সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি প্রচার করে এরা । টাকাগুলো এই কারণেই দেওয়া হয় ৷ তারা এই অর্থ দিয়ে মানুষের সচেতনতা বাড়ায় । মানুষকে সজাগ করে ।

মুখ্যমন্ত্রীর কথায়, "কিছু কিছু আরশোলা বাইরে বসে আছে । তারা কালকে গিয়ে একটা পিআইএল ঠুকবে । এটা এমন নয় যে, আমরা ক্লাব কিনছি টাকা দিয়ে । আমাদের টাকা কম । টাকা নেই । প্রথমে শুরু করেছিলাম 25 হাজার দিয়ে । তারপর কোভিড হল পরপর দু'বছর । আপনারাও চাঁদা পত্র ঠিকঠাক পাননি । বিজ্ঞাপনও পাননি । খুব কষ্ট করে পুজো করতে হয়েছিল । তাই করোনাকালে তা 50 হাজার করা হয়েছিল । গত বছর তা 60 হাজার টাকা করা হয় । এ বার সেটাই 10,000 টাকা বাড়িয়ে 70 হাজার করা হল ।"

এ দিন বিভিন্ন ধর্মগুরুদের সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো-সহ সমস্ত উৎসবের মরশুমে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন । তাঁর সাফ কথা, ধর্ম যার যার নিজের, উৎসব সবার । তাই উৎসবের মরশুমে সবাইকে মিলেমিশেই থাকতে হবে ।

আরও পড়ুন: ব়্যাগিং রুখতে 24 ঘণ্টার টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করলেন মমতা

এ দিন শান্তিপূর্ণভাবে দুর্গাপুজোর বিসর্জন সম্পন্ন করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, 14 অক্টোবর মহালয়া । এ বার বিসর্জন সম্পন্ন হবে 24, 25 এবং 26 অক্টোবর । আর যে সমস্ত পুজো কার্নিভালে অংশগ্রহণ করবে, তাদের বিসর্জন হবে 27 অক্টোবর । এ বারও প্রতি বছরের মতো দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে রেড রোডে । আগামী 27 অক্টোবর এই কার্নিভালের সাক্ষী থাকবে গোটা বাংলা ।

এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট 40 হাজারের মতো দুর্গাপুজো হয় বাংলায় । তার মধ্যে 3000 এর মতো পুজো হয় শহর কলকাতায় । এ ক্ষেত্রে সকলকেই পুজো অনুদান দেওয়া হচ্ছে ।

Last Updated : Aug 22, 2023, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.