ETV Bharat / state

নেতাজিনগরের বৃদ্ধ দম্পতি খুনে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, পুলিশকে বিশেষ নির্দেশ - Netaji nagar

মুখ্যমন্ত্রী বলেন, "যে বাড়িগুলিতে এই ধরনের ঘটনা ঘটছে, সেগুলিতে স্তম্ভ বসিয়ে দেওয়া হবে । স্তম্ভগুলিতে খুন হওয়া ব্যাক্তিদের নাম লেখা থাকবে । অসৎ প্রমোটাররা যাতে ওই ধরনের জমি বা বাড়িগুলি দখল করে নিতে না পারে, তার জন্য আরও কড়া নজর রাখা হবে ।"

ফাইল ফোটো
author img

By

Published : Jul 31, 2019, 8:21 PM IST

কলকাতা, 31 জুলাই : নেতাজিনগরের দম্পতি খুনের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী । আজ নবান্নে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি । তাঁর ইঙ্গিত, এই খুনের পিছনে থাকতে পারে প্রোমোটারের চোখ । তিনি বলেন, "যদি কেউ মনে করে থাকে, বৃদ্ধ দম্পতি খুন করে তাঁদের সম্পত্তি দখল করে রেহাই পেয়ে যাবে, তাহলে তারা ভুল করছে । কারও সম্পত্তি জোর করে দখল করে নেওয়া যাবে না ।"

নেতাজিনগরের অশোকা অ্যাভিনিউয়ের দিলীপ মুখোপাধ্যায়ের দোতলা বাড়িতে পৌঁছে, গতকাল সিঁড়ির মাঝের দরজার সামনে দিলীপবাবুর স্ত্রী স্বপ্নার দেহ উদ্ধার করে পুলিশ ৷ তাঁর নাকে রক্তের দাগ ছিল । হোমিসাইড শাখার দুঁদে গোয়েন্দাদের জহুরি চোখ বলছে পেছন থেকে তাঁর গলায় চাপ দেওয়া হয়েছে । সম্ভবত সেটাই মৃত্যুর কারণ । চাপের কারণেই তাঁর নাক দিয়ে রক্ত বেরিয়ে এসেছে । মাথার পিছন থেকে আঘাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ । ইতিমধ্যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারীরা । তবে সেই রিপোর্ট কী বলছে তা এখনই প্রকাশ্যে আনতে রাজি নয় লালবাজার । অন্যদিকে, ঘটনায় 10 জনকে আটক করেছে পুলিশ ।


এই ঘটনাই পুলিশকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করতে হবে ।" তিনি নেতাজিনগরের পাশাপাশি নরেন্দ্রপুরের জোড়া খুনের ঘটনার তদন্তের কাজ শেষ করার কথাও বলেন । পাশাপাশি, পৌরসভা এবং পঞ্চায়েতগুলিকেও নির্দেশ দেন, এলাকায় এই ধরনের দম্পতি থাকলে তাঁদের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে । পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, "যে বাড়িগুলিতে এই ধরনের ঘটনা ঘটছে, সেগুলিতে স্তম্ভ বসিয়ে দেওয়া হবে । স্তম্ভগুলিতে খুন হওয়া ব্যাক্তিদের নাম লেখা থাকবে । অসৎ প্রমোটাররা যাতে ওই ধরনের জমি বা বাড়িগুলি দখল করে নিতে না পারে, তার জন্য আরও কড়া নজর রাখা হবে ।"

জানা গেছে, দিন চারেক আগে বাড়ির ছাদ সারাই ও ডাইনিং রুমের রঙের কাজ শেষ হয়েছে । মিস্ত্রিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল দিলীপবাবুর ৷ কারণ, একটা সময় দিলীপবাবু রুফ ট্রিটমেন্টের কাজ করতেন । ৪-৫ বছর আগে তাঁর ভারত ওয়াটার প্রুফিং কম্পানিটির বেশ রমরমা ছিল । সম্প্রতি এই কম্পানি বন্ধ হয়ে গেছে । কয়েকদিন আগেই স্ট্রোক হয় দিলীপবাবুর । তারপর তিনি সেভাবে হাঁটাচলা করতে পারতেন না । ছাদ সারাই এবং রংয়ের কাজের জন্য এক পরিচিত ব্যক্তিকে বরাত দিয়েছিলেন । তিনি এক এক দিন এক এক লেবার নিয়ে কাজ করতেন । বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই মিস্ত্রিদের সঙ্গে যথেষ্ট খোলামেলাভাবে মিশতেন দিলীপবাবু । তাদের সামনেই আলমারি থেকে বের করা হত টাকা । এদিকে সিঁড়ির তলায় থাকা কলিংবেল টিপলে দিলীপবাবু নিজে দেখতেন ৷ তবেই দরজার চাবি খুলতেন স্বপ্না । সেই সূত্রেই তদন্তকারীদের ধারণা, এই খুনে রয়েছে পরিচিত কেউ । গতকালই ঘর রং ও ছাদ সারাইয়ের কাজে যুক্ত থাকা এক ব্যক্তির নাম পায় পুলিশ । পাওয়া যায় একটি CCTV ফুটেজ় । সেই সূত্র ধরে আজ 10 জনকে আটক করেছে লালবাজার । পুলিশের ধারণা, এই খুনে দুই থেকে তিনজন সশরীরে উপস্থিত ছিল ।

কলকাতা, 31 জুলাই : নেতাজিনগরের দম্পতি খুনের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী । আজ নবান্নে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি । তাঁর ইঙ্গিত, এই খুনের পিছনে থাকতে পারে প্রোমোটারের চোখ । তিনি বলেন, "যদি কেউ মনে করে থাকে, বৃদ্ধ দম্পতি খুন করে তাঁদের সম্পত্তি দখল করে রেহাই পেয়ে যাবে, তাহলে তারা ভুল করছে । কারও সম্পত্তি জোর করে দখল করে নেওয়া যাবে না ।"

নেতাজিনগরের অশোকা অ্যাভিনিউয়ের দিলীপ মুখোপাধ্যায়ের দোতলা বাড়িতে পৌঁছে, গতকাল সিঁড়ির মাঝের দরজার সামনে দিলীপবাবুর স্ত্রী স্বপ্নার দেহ উদ্ধার করে পুলিশ ৷ তাঁর নাকে রক্তের দাগ ছিল । হোমিসাইড শাখার দুঁদে গোয়েন্দাদের জহুরি চোখ বলছে পেছন থেকে তাঁর গলায় চাপ দেওয়া হয়েছে । সম্ভবত সেটাই মৃত্যুর কারণ । চাপের কারণেই তাঁর নাক দিয়ে রক্ত বেরিয়ে এসেছে । মাথার পিছন থেকে আঘাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ । ইতিমধ্যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারীরা । তবে সেই রিপোর্ট কী বলছে তা এখনই প্রকাশ্যে আনতে রাজি নয় লালবাজার । অন্যদিকে, ঘটনায় 10 জনকে আটক করেছে পুলিশ ।


এই ঘটনাই পুলিশকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করতে হবে ।" তিনি নেতাজিনগরের পাশাপাশি নরেন্দ্রপুরের জোড়া খুনের ঘটনার তদন্তের কাজ শেষ করার কথাও বলেন । পাশাপাশি, পৌরসভা এবং পঞ্চায়েতগুলিকেও নির্দেশ দেন, এলাকায় এই ধরনের দম্পতি থাকলে তাঁদের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে । পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, "যে বাড়িগুলিতে এই ধরনের ঘটনা ঘটছে, সেগুলিতে স্তম্ভ বসিয়ে দেওয়া হবে । স্তম্ভগুলিতে খুন হওয়া ব্যাক্তিদের নাম লেখা থাকবে । অসৎ প্রমোটাররা যাতে ওই ধরনের জমি বা বাড়িগুলি দখল করে নিতে না পারে, তার জন্য আরও কড়া নজর রাখা হবে ।"

জানা গেছে, দিন চারেক আগে বাড়ির ছাদ সারাই ও ডাইনিং রুমের রঙের কাজ শেষ হয়েছে । মিস্ত্রিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল দিলীপবাবুর ৷ কারণ, একটা সময় দিলীপবাবু রুফ ট্রিটমেন্টের কাজ করতেন । ৪-৫ বছর আগে তাঁর ভারত ওয়াটার প্রুফিং কম্পানিটির বেশ রমরমা ছিল । সম্প্রতি এই কম্পানি বন্ধ হয়ে গেছে । কয়েকদিন আগেই স্ট্রোক হয় দিলীপবাবুর । তারপর তিনি সেভাবে হাঁটাচলা করতে পারতেন না । ছাদ সারাই এবং রংয়ের কাজের জন্য এক পরিচিত ব্যক্তিকে বরাত দিয়েছিলেন । তিনি এক এক দিন এক এক লেবার নিয়ে কাজ করতেন । বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই মিস্ত্রিদের সঙ্গে যথেষ্ট খোলামেলাভাবে মিশতেন দিলীপবাবু । তাদের সামনেই আলমারি থেকে বের করা হত টাকা । এদিকে সিঁড়ির তলায় থাকা কলিংবেল টিপলে দিলীপবাবু নিজে দেখতেন ৷ তবেই দরজার চাবি খুলতেন স্বপ্না । সেই সূত্রেই তদন্তকারীদের ধারণা, এই খুনে রয়েছে পরিচিত কেউ । গতকালই ঘর রং ও ছাদ সারাইয়ের কাজে যুক্ত থাকা এক ব্যক্তির নাম পায় পুলিশ । পাওয়া যায় একটি CCTV ফুটেজ় । সেই সূত্র ধরে আজ 10 জনকে আটক করেছে লালবাজার । পুলিশের ধারণা, এই খুনে দুই থেকে তিনজন সশরীরে উপস্থিত ছিল ।

Intro:কলকাতা, 31 জুলাই: নেতাজিনগরের দম্পতি খুনের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। আজ নবান্নে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। তাঁর ইঙ্গিত, এই খুনের পিছনে থাকতে পারে প্রোমোটার চোখ। বলেন, “কারোর সম্পত্তি জোর করে দখল করে নেওয়া যাবে না। যদি কেউ মনে করে থাকে, একাকী বৃদ্ধ দম্পতি খুন করে তাঁদের সম্পত্তি দখল করে রেহাই পেয়ে যাবে, তাহলে তারা ভুল করছে।"
Body:নেতাজিনগরের অশোকা অ্যাভিনিউয়ের দিলীপ মুখোপাধ্যায়ের দোতলা বাড়িতে পৌঁছে, গতকাল সিঁড়ির মাঝের দরজার সামনে দিলীপবাবুর স্ত্রী স্বপ্নার দেহ উদ্ধার করে পুলিশ ৷ তার নাকে রক্তের দাগ ছিল । হোমিসাইড শাখার দুঁদে গোয়েন্দাদের জহুরি চোখ বলছে পেছন থেকে তাঁর গলায় চাপ দেওয়া হয়েছে । সম্ভবত সেটাই মৃত্যুর কারণ । চাপের কারণেই তাঁর নাক দিয়ে রক্ত বেরিয়ে এসেছে । মাথার পিছন থেকে আঘাত করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ । ইতিমধ্যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারীরা । তবে সেই রিপোর্ট কী বলছে তা এখনই প্রকাশ্যে আনতে রাজি নয় লালবাজার । ঘটনায় ইতিমধ্যেই 10 জনকে আটক করেছে পুলিশ।
Conclusion:ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে নির্দেশ দিয়েছেন, দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করতে। তিনি নেতাজি নগরের পাশাপাশি নরেন্দ্রপুরের জোড়া খুনের ঘটনার তদন্তের কাজ শেষ করতে বলেছেন দ্রুত। পাশাপাশি, পুরসভা, এবং পঞ্চায়েতগুলিকেও নির্দেশ দিয়েছেন, এলাকায় এই ধরনের একাকী দম্পতি থাকলে, তাঁদের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে। তাঁর ঘোষণা,“ যে বাড়িগুলিতে এই ধরনের ঘটনা ঘটছে, সেগুলিতে স্তম্ভ  বসিয়ে দেওয়া হবে। স্তম্ভগুলিতে খুন হওয়া ব্যাক্তিদের নাম লেখা থাকবে। অসৎ প্রমোটাররা যাতে ওই ধরনের জমি বা বাড়িগুলি দখল করে নিতে না পারে, তার জন্য আরও কড়া নজর রাখা হবে।" 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.