কলকাতা, 7 জুন: বালাসোরে রেল দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে সিবিআই ৷ সেই নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, ট্রেন দুর্ঘটনার আসল সত্যি ধামাচাপা দিতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷
বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বালাসোর রেল দুর্ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য করা হয় রাজ্য সরকারের তরফে ৷ একই সঙ্গে ওই পরিবারগুলির হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেওয়া হয় ৷ আর্থিক সাহায্য ও চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পরই ওই দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি ৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি এখানে বিষয় নিয়ে কিছু বলবো না ভেবেছিলাম । কিন্তু যা ঘটছে তাতে না বলে উপায় নেই । এত বড় একটা ঘটনা, কী করে ধামাচাপা দেওয়া যায় তার প্রচেষ্টা চলছে ! এই দুর্ঘটনায় যাঁরা সবকিছু হারিয়েছেন, তাঁরা এদের কাছে কৈফিয়ৎ চান । সত্য তথ্য বের হোক । কেন দুর্ঘটনা হল ? কেন এতজন মারা গেল !’’
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই রেল দুর্ঘটনার সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । এ দিন নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিংশ শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা হল এটা । সিবিআই এখানে কী করবে ! ক্রিমিনাল কেস হলে তো সিবিআই করবে । পুলওয়ামা দেখেননি ! তখনকার রাজ্যপাল কী বলে দিয়েছেন ! আজকেও ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা চলছে । আসল দুর্ঘটনার তদন্ত হল না । তার আগেই সব সাফা হয়ে গেল । কোনও প্রমাণ নেই ! আমি চাই সত্যটা বের হোক ।’’
আরও পড়ুন: সত্য সামনে আসুক, যেন ধামাচাপা না দেওয়া হয়; কটকে বললেন মমতা
বাংলার মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ‘‘এসব করে এত বড় অ্যাক্সিডেন্ট ধামাচাপা দেওয়া যায় না । প্রত্যেকটা মৃতের আত্মীয়রা কাঁদছে । আত্মাগুলো কাঁদছে । মনে রাখবেন তাঁদের শান্তি ফিরিয়ে দিতে হবে । তাঁদের আপনজনকে আপনারা কেড়ে নিয়েছেন । তারা কোনোদিনও ফিরে আসবে না । তবে আমরা চাই সঠিক তদন্ত হোক । মিথ্যে কথা বলে কখনও আগুনকে ছাই চাপা দেওয়া যায় না ।’’
এদিন ক্ষতিপূরণ নিয়েও কেন্দ্রকে একহাত নিয়েছেন মমতা । এক্ষেত্রে তিনি বলেন, ‘‘ওরা টাকা দয়া করে দিচ্ছেন না । আমিও রেলমন্ত্রী ছিলাম । আমরা 15 লক্ষ টাকা করে দিতাম । আপনাদের দায়িত্ব এটা দেওয়া । বরং রাজ্য সরকার যেটা করছে সেটা অতিরিক্ত করছে । আমরা টাকা দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে চাকরিও দিচ্ছি ।’’
তিনি যে আহত ও নিহতদের পরিবারের পাশে আছেন, সেটাও বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কটক ও পশ্চিম মেদিনীপুরের হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ ৷ এমনকী এসএসকেএমে যাওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন ৷ একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমার এটুকুই বলার । শাস্তি হোক । যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চূড়ান্ত শাস্তি হোক । এজেন্সিকে দিয়ে আসল ঘটনা ধামাচাপা দিয়ে কর্পোরেশনে জল আর কল দেখতে গেলে মনে রাখবেন আগামিদিনটা ভয়ংকর । আত্মার আত্মীয়রাও জবাব চাইবে ।’’
আরও পড়ুন: এবার কি বাথরুমেও ঢুকবে নাকি সিবিআই, পৌর নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে কটাক্ষ মমতার