ETV Bharat / state

Meeting on Heat Wave at Nabanna : একাধিক জেলায় টানা তাপপ্রবাহে চিন্তিত নবান্ন, কাল সচিবপর্যায়ের বৈঠক - তাপপ্রবাহে পুড়ছে বাংলা

তাপপ্রবাহের চরম অবস্থা নিয়ে উদ্বিগ্ন নবান্ন । অগামিকাল সচিব পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Meeting on Heat Wave at Nabanna)। সেই বৈঠকে রাজ্যের সমস্ত দফতরের সচিব ও জেলাশাসকদের সঙ্গে উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার পুলিশ সুপাররাও ।

Mamata Banerjee called a secretary level meeting tomorrow on Heat Wave
Nabanna
author img

By

Published : Apr 26, 2022, 3:34 PM IST

কলকাতা, 26 এপ্রিল: তাপপ্রবাহে পুড়ছে বাংলা । গরম হাওয়ার হলকায় অস্থির মানুষ । তাপপ্রবাহে মরুরাজ্য রাজস্থানের সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলার একাধিক জেলা । আজ বাঁকুড়া, পানাগড়ের তাপমাত্রা 43 ডিগ্রি পার করেছে । 40 ডিগ্রি পার হয়েছে দমদম, বারাকপুরও ।

গরমে পুড়ছে কলকাতাও । এই মুহূর্তে তাপপ্রবাহের এই চরম অবস্থা নিয়ে উদ্বিগ্ন নবান্ন । এই অবস্থায় অগামিকাল সচিব পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee called a secretary level meeting tomorrow on Heat Wave) । সেই বৈঠকে রাজ্যের সমস্ত দফতরের সচিব ও জেলাশাসকদের যেমন ডাকা হয়েছে, একইভাবে উপস্থিত থাকবেন সমস্ত জেলার পুলিশ সুপাররাও ।

প্রসঙ্গত, শুধু গরম নয় নবান্নের জন্য চিন্তার কারণ জলও । প্রায় দু'মাস হতে চলল বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে । এই পরিস্থিতির দক্ষিণবঙ্গের ন'টি জেলার 72টি ব্লকে জলস্তর নেমে যাওয়ায় চিন্তা বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের । ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 343টি ব্লকের মধ্যে 42টি ব্লক আশঙ্কাজনক অবস্থায় রয়েছে । এ ছাড়াও আরও 30টি ব্লককে আংশিক আশঙ্কাজনক বলা হচ্ছে । আগামীকাল সবকিছু নিয়েই আলোচনা হতে পারে বলে খবর পাওয়া গিয়েছে ।

মোটের ওপর তাপপ্রবাহ নিয়ে চিন্তিত রাজ্য । সাধারণ মানুষকে এই নিয়ে সতর্ক করতে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি হয়েছে । এই নির্দেশিকায় বলা হয়েছে, তৃষ্ণার্ত না হলেও নির্দিষ্ট সময় অন্তর জল খান । পানীয় জল সঙ্গে রাখুন । ঢিলেঢালা পোশাক পরুন । টুপি, কাপড়, তোয়ালে বা ছাতায় মাথা ঢাকুন । হালকা খাবার, জলীয় অংশ বেশি আছে এমন ফল, বাড়িতে তৈরি লেবুজল খান । ঘর ঠান্ডা রাখুন । অসুস্থ হলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ।

এ দিকে এই গরমে শিশুদের অবস্থা নিয়েও চিন্তিত রাজ্য । ইতিমধ্যেই জেলাশাসক, স্কুল পরিদর্শকদের কাছে চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর । তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে প্রয়োজনে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে যোগাযোগ রেখে চলার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার । নির্দেশিকায় জানানো হয়েছে, গরমের মোকাবিলা করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের গাইডলাইন বা নির্দেশিকা মেনে চলতে হবে ।

একই ভাবে লিফলেট তৈরি করে জেলা প্রশাসনকেও প্রচারের নির্দেশ দিল নবান্ন । বিশেষ করে সাধারণ মানুষকেও নিজেদের স্বার্থের কথা ভেবেই সতর্ক থাকতে বলা হয়েছে । প্রকৃতির উপর সাধারণত কারও হাত নেই । তবে একমাত্র সতর্কতাই মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে ।

আরও পড়ুন : Centre over CM Air Turbulence : মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমানে এয়ার টার্বুলেন্স, কোনও ষড়যন্ত্র নেই জানাল কেন্দ্র

কলকাতা, 26 এপ্রিল: তাপপ্রবাহে পুড়ছে বাংলা । গরম হাওয়ার হলকায় অস্থির মানুষ । তাপপ্রবাহে মরুরাজ্য রাজস্থানের সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলার একাধিক জেলা । আজ বাঁকুড়া, পানাগড়ের তাপমাত্রা 43 ডিগ্রি পার করেছে । 40 ডিগ্রি পার হয়েছে দমদম, বারাকপুরও ।

গরমে পুড়ছে কলকাতাও । এই মুহূর্তে তাপপ্রবাহের এই চরম অবস্থা নিয়ে উদ্বিগ্ন নবান্ন । এই অবস্থায় অগামিকাল সচিব পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee called a secretary level meeting tomorrow on Heat Wave) । সেই বৈঠকে রাজ্যের সমস্ত দফতরের সচিব ও জেলাশাসকদের যেমন ডাকা হয়েছে, একইভাবে উপস্থিত থাকবেন সমস্ত জেলার পুলিশ সুপাররাও ।

প্রসঙ্গত, শুধু গরম নয় নবান্নের জন্য চিন্তার কারণ জলও । প্রায় দু'মাস হতে চলল বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে । এই পরিস্থিতির দক্ষিণবঙ্গের ন'টি জেলার 72টি ব্লকে জলস্তর নেমে যাওয়ায় চিন্তা বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের । ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 343টি ব্লকের মধ্যে 42টি ব্লক আশঙ্কাজনক অবস্থায় রয়েছে । এ ছাড়াও আরও 30টি ব্লককে আংশিক আশঙ্কাজনক বলা হচ্ছে । আগামীকাল সবকিছু নিয়েই আলোচনা হতে পারে বলে খবর পাওয়া গিয়েছে ।

মোটের ওপর তাপপ্রবাহ নিয়ে চিন্তিত রাজ্য । সাধারণ মানুষকে এই নিয়ে সতর্ক করতে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি হয়েছে । এই নির্দেশিকায় বলা হয়েছে, তৃষ্ণার্ত না হলেও নির্দিষ্ট সময় অন্তর জল খান । পানীয় জল সঙ্গে রাখুন । ঢিলেঢালা পোশাক পরুন । টুপি, কাপড়, তোয়ালে বা ছাতায় মাথা ঢাকুন । হালকা খাবার, জলীয় অংশ বেশি আছে এমন ফল, বাড়িতে তৈরি লেবুজল খান । ঘর ঠান্ডা রাখুন । অসুস্থ হলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ।

এ দিকে এই গরমে শিশুদের অবস্থা নিয়েও চিন্তিত রাজ্য । ইতিমধ্যেই জেলাশাসক, স্কুল পরিদর্শকদের কাছে চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর । তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে প্রয়োজনে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে যোগাযোগ রেখে চলার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার । নির্দেশিকায় জানানো হয়েছে, গরমের মোকাবিলা করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের গাইডলাইন বা নির্দেশিকা মেনে চলতে হবে ।

একই ভাবে লিফলেট তৈরি করে জেলা প্রশাসনকেও প্রচারের নির্দেশ দিল নবান্ন । বিশেষ করে সাধারণ মানুষকেও নিজেদের স্বার্থের কথা ভেবেই সতর্ক থাকতে বলা হয়েছে । প্রকৃতির উপর সাধারণত কারও হাত নেই । তবে একমাত্র সতর্কতাই মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে ।

আরও পড়ুন : Centre over CM Air Turbulence : মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমানে এয়ার টার্বুলেন্স, কোনও ষড়যন্ত্র নেই জানাল কেন্দ্র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.