ETV Bharat / state

প্রধানমন্ত্রীর যশ বৈঠক বয়কটের ইঙ্গিত আগেই দিয়েছিল মমতা, টুইটে দাবি ধনকড়ের

ফের মুখ্যমন্ত্রীকে টুইট খোঁচা রাজ্যাপালের ৷ গত 28 মে প্রধানমন্ত্রীর যশ নিয়ে বৈঠকে না যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ লিখলেন, সদলবলে আগে থেকেই ঠিক করেছিলেন মমতা যে তিনি বৈঠকে যাবেন না ৷ এখন তা নিয়ে মিথ্যা প্রচার হচ্ছে ৷ তাই তিনি টুইট করে সত্যিটা জানালেন ৷

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে টুইট ধনকরের
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে টুইট ধনকরের
author img

By

Published : Jun 1, 2021, 8:18 AM IST

কলকাতা, 1 জুন : ফের টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সোমবার মধ্যরাতে মোট তিনটি টুইট করেন তিনি ৷ প্রসঙ্গ ঘূর্ণিঝড় যশের পর প্রধানমন্ত্রীর ডাকা 28 মে'র বৈঠক বয়কট ৷

  • Constrained by false narrative to put record straight: On May 27 at 2316 hrs CM @MamataOfficial messaged “may i talk? urgent”.

    Thereafter on phone indicated boycott by her & officials of PM Review Meet #CycloneYaas if LOP @SuvenduWB attends it.

    Ego prevailed over Public service

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যপালের দাবি, ঘূর্ণিঝড় যশের পর প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক সদলবলে বয়কট করার পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সোমবার রাত 11টা 46 মিনিটে টুইট করেন তিনি ৷ লেখেন, এনিয়ে মিথ্যা প্রচার হচ্ছে ৷ মুখ্যমন্ত্রীর বৈঠক বয়কটের ইঙ্গিত তিনি তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একটি মেসেজের মধ্যেই পান ৷ বৈঠকের আগের দিন অর্থাৎ 27 মে রাত 11টা 16মিনিটে তাঁকে ওই মেসেজ করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, জরুরি বিষয়ে কথা বলতে চান ৷ তারপরই তিনি ফোনে জানান, শুভেন্দু অধিকারী বৈঠকে থাকলে তিনি যাবেন না ৷ কিন্তু এখন তিনি এনিয়ে মিথ্যা কথা বলছেন ৷ তাই সত্য উদঘাটনের উদ্দেশ্যে এই টুইট করেছেন বলে জানিয়েছেন রাজ্যপাল ৷ মুখ্যমন্ত্রীর অহমিকা জনসেবার প্রয়োজনকেও ছাপিয়ে গিয়েছে বলেও কটাক্ষ করেন রাজ্যপাল ৷

  • With unparalleled trampling of constitutional values & affront to the office of PM, May 28 will go down as ‘a dark day’ in India’s long-standing ethos of cooperative federalism.

    At PM Review Meet #CycloneYaas democracy was shredded @MamataOfficial and Chief Secy @IASassociation.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পর মুহূর্তেই এই টুইটের থ্রেডে রাজ্যপাল 28 মে অর্থাৎ ওই বৈঠকের দিনটিকে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ইতিহাসে 'একটি কালো দিন' বলেও উল্লেখ করেন ৷ লেখেন, দেশের সমস্ত সাংবিধানিক নীতি ছিন্ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • All constitutional principles were torn asunder by CM @MamataOfficial and functionaries @IASassociation at PM Review Meet #CycloneYaas

    Democracy imperilled by such unconstitutional stance.

    Time #Media to introspectively check fear quotient in WB that threatens rule of law.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আলাপন ইস্যুতেও মোদির সঙ্গে লড়াইয়ে বাজিমাত মমতার

কলকাতা, 1 জুন : ফের টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সোমবার মধ্যরাতে মোট তিনটি টুইট করেন তিনি ৷ প্রসঙ্গ ঘূর্ণিঝড় যশের পর প্রধানমন্ত্রীর ডাকা 28 মে'র বৈঠক বয়কট ৷

  • Constrained by false narrative to put record straight: On May 27 at 2316 hrs CM @MamataOfficial messaged “may i talk? urgent”.

    Thereafter on phone indicated boycott by her & officials of PM Review Meet #CycloneYaas if LOP @SuvenduWB attends it.

    Ego prevailed over Public service

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যপালের দাবি, ঘূর্ণিঝড় যশের পর প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক সদলবলে বয়কট করার পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সোমবার রাত 11টা 46 মিনিটে টুইট করেন তিনি ৷ লেখেন, এনিয়ে মিথ্যা প্রচার হচ্ছে ৷ মুখ্যমন্ত্রীর বৈঠক বয়কটের ইঙ্গিত তিনি তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একটি মেসেজের মধ্যেই পান ৷ বৈঠকের আগের দিন অর্থাৎ 27 মে রাত 11টা 16মিনিটে তাঁকে ওই মেসেজ করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, জরুরি বিষয়ে কথা বলতে চান ৷ তারপরই তিনি ফোনে জানান, শুভেন্দু অধিকারী বৈঠকে থাকলে তিনি যাবেন না ৷ কিন্তু এখন তিনি এনিয়ে মিথ্যা কথা বলছেন ৷ তাই সত্য উদঘাটনের উদ্দেশ্যে এই টুইট করেছেন বলে জানিয়েছেন রাজ্যপাল ৷ মুখ্যমন্ত্রীর অহমিকা জনসেবার প্রয়োজনকেও ছাপিয়ে গিয়েছে বলেও কটাক্ষ করেন রাজ্যপাল ৷

  • With unparalleled trampling of constitutional values & affront to the office of PM, May 28 will go down as ‘a dark day’ in India’s long-standing ethos of cooperative federalism.

    At PM Review Meet #CycloneYaas democracy was shredded @MamataOfficial and Chief Secy @IASassociation.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পর মুহূর্তেই এই টুইটের থ্রেডে রাজ্যপাল 28 মে অর্থাৎ ওই বৈঠকের দিনটিকে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ইতিহাসে 'একটি কালো দিন' বলেও উল্লেখ করেন ৷ লেখেন, দেশের সমস্ত সাংবিধানিক নীতি ছিন্ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • All constitutional principles were torn asunder by CM @MamataOfficial and functionaries @IASassociation at PM Review Meet #CycloneYaas

    Democracy imperilled by such unconstitutional stance.

    Time #Media to introspectively check fear quotient in WB that threatens rule of law.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আলাপন ইস্যুতেও মোদির সঙ্গে লড়াইয়ে বাজিমাত মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.