ETV Bharat / state

Mamata Banerjee: মালদায় আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢুকে পড়ার ঘটনায় পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী - মালদায় আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢোকার ঘটনা

বুধবার মালদার একটি স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তি ৷ এই ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By

Published : Apr 26, 2023, 6:14 PM IST

Updated : Apr 26, 2023, 6:39 PM IST

কলকাতা, 26 এপ্রিল: মালদায় আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢোকার ঘটনায় পুলিশের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পাগল মানতে রাজি নন তিনি । বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই বিষয়ে চক্রান্ত রয়েছে বলে মনে করছেন তিনি ।

প্রসঙ্গত, বুধবার হঠাৎই সকলকে অবাক করে দিয়ে মালদার একটি বাচ্চাদের স্কুলে বন্দুকবাজকে স্কুলে ঢুকে পড়তে দেখা যায় । সপ্তম শ্রেণির ক্লাসে ঢুকে শিক্ষিকা ও পড়ুয়াদের দিকে বন্দুক উঁচিয়ে ধরে তাঁর হুমকি দেওয়ার ছবি এই মুহূর্তে ভাইরাল । এই বিষয়টি নিয়েই এদিন নিজের প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিন মমতা বলেন, ‘‘এই ধরনের ঘটনা ঘটলে যারা ঘটায় তাদের মানসিক ভারসাম্যহীন বলে সাজিয়ে দেওয়া হয় । কিন্তু সব ব্যাপার এত সহজভাবে দেখা ঠিক নয় । এক্ষেত্রে তাহলে 'হস্টেজ' কথাটা শিখল কীভাবে ? বাচ্চাদের এভাবে বন্ধক বানানো যায় এই বুদ্ধিটা তাকে কে দিল ?’’ একই সঙ্গে সকলকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী । ভবিষ্যতে এধরনের ঘটনা আবার ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ।

একই সঙ্গে পুলিশের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন তিনি । পাশাপাশি স্কুলের শিক্ষক ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁর কথায়, তাদের সকলের উপস্থিত বুদ্ধির জন্য কোনও বড় ঘটনা ঘটেনি । এতগুলো বাচ্চা রক্ষা পেয়ে গিয়েছে । ভগবানকে অসংখ্য ধন্যবাদ সকলেই সুস্থ আছেন । পাশাপাশি মুখ্যমন্ত্রী জানতে চান, ‘‘পরিচয়পত্র ছাড়া একজন স্কুলে ঢুকল কী করে ? গ্রামের মানুষজন সহজ সরল হয় । তাঁরা হয়তো ভেবেছে কোনও অভিভাবক এসেছেন ।’’

ভবিষ্যতে এধরনের ঘটনা আটকাতে স্কুলে বাইরে পাহারাদার বসানোর পরামর্শ দিয়েছেন তিনি । একই সঙ্গে এদিন এই ঘটনার পেছনে একটা চক্রান্তের তত্ত্ব নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও আলাদা করে চক্রান্তের নেপথ্যে কে বা কারা রয়েছেন, সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেননি ।

আরও পড়ুন: হাড়হিম করা ঘটনা মালদার স্কুলে, পিস্তল দেখিয়ে পড়ুয়াদের পণবন্দির চেষ্টা যুবকের !

কলকাতা, 26 এপ্রিল: মালদায় আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢোকার ঘটনায় পুলিশের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পাগল মানতে রাজি নন তিনি । বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই বিষয়ে চক্রান্ত রয়েছে বলে মনে করছেন তিনি ।

প্রসঙ্গত, বুধবার হঠাৎই সকলকে অবাক করে দিয়ে মালদার একটি বাচ্চাদের স্কুলে বন্দুকবাজকে স্কুলে ঢুকে পড়তে দেখা যায় । সপ্তম শ্রেণির ক্লাসে ঢুকে শিক্ষিকা ও পড়ুয়াদের দিকে বন্দুক উঁচিয়ে ধরে তাঁর হুমকি দেওয়ার ছবি এই মুহূর্তে ভাইরাল । এই বিষয়টি নিয়েই এদিন নিজের প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিন মমতা বলেন, ‘‘এই ধরনের ঘটনা ঘটলে যারা ঘটায় তাদের মানসিক ভারসাম্যহীন বলে সাজিয়ে দেওয়া হয় । কিন্তু সব ব্যাপার এত সহজভাবে দেখা ঠিক নয় । এক্ষেত্রে তাহলে 'হস্টেজ' কথাটা শিখল কীভাবে ? বাচ্চাদের এভাবে বন্ধক বানানো যায় এই বুদ্ধিটা তাকে কে দিল ?’’ একই সঙ্গে সকলকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী । ভবিষ্যতে এধরনের ঘটনা আবার ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ।

একই সঙ্গে পুলিশের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন তিনি । পাশাপাশি স্কুলের শিক্ষক ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁর কথায়, তাদের সকলের উপস্থিত বুদ্ধির জন্য কোনও বড় ঘটনা ঘটেনি । এতগুলো বাচ্চা রক্ষা পেয়ে গিয়েছে । ভগবানকে অসংখ্য ধন্যবাদ সকলেই সুস্থ আছেন । পাশাপাশি মুখ্যমন্ত্রী জানতে চান, ‘‘পরিচয়পত্র ছাড়া একজন স্কুলে ঢুকল কী করে ? গ্রামের মানুষজন সহজ সরল হয় । তাঁরা হয়তো ভেবেছে কোনও অভিভাবক এসেছেন ।’’

ভবিষ্যতে এধরনের ঘটনা আটকাতে স্কুলে বাইরে পাহারাদার বসানোর পরামর্শ দিয়েছেন তিনি । একই সঙ্গে এদিন এই ঘটনার পেছনে একটা চক্রান্তের তত্ত্ব নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও আলাদা করে চক্রান্তের নেপথ্যে কে বা কারা রয়েছেন, সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেননি ।

আরও পড়ুন: হাড়হিম করা ঘটনা মালদার স্কুলে, পিস্তল দেখিয়ে পড়ুয়াদের পণবন্দির চেষ্টা যুবকের !

Last Updated : Apr 26, 2023, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.