কলকাতা, 8 নভেম্বর: আগেও রাজ্যে রেশন বণ্টন দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও সেই জ্যোতিপ্রিয়তেই আস্থা রাখলেন মমতা। গত কয়েকদিন জ্যোতিপ্রিয় মল্লিকের গলায় যে কথা শোনা যাচ্ছিল, এদিন মন্ত্রিসভার বৈঠকেও সে কথাই শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। এমনকী মন্ত্রিসভাতেও রয়ে গেলেন 'বালু' ৷
সূত্রের খবর, এদিনের মন্ত্রিসভার বৈঠকে জ্যোতিপ্রিয়র অনুপস্থিতিতে মমতা বন্দ্য়োপাধ্যায় জানান, ফাঁসানো হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। উত্তর 24 পরগনা জেলায় তৃণমূলের সাংগঠনিক গুরুদায়িত্ব পালন করতেন জ্যোতিপ্রিয়। মন্ত্রিসভার বৈঠকে উত্তর 24 পরগনার মন্ত্রীদের উদ্দেশ্যে এদিন মমতার বার্তা, বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) অনুপস্থিতিতে তারা যেন সংগঠনের দিকে নজর দেন। কোনওভাবেই যেন সাংগঠনিক কাজে ঢিলে না-দেওয়া হয় ।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গত মাসে ইডি'র হাতে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে তার পাশে দাঁড়িয়েছিলেন । দাবি করেছিলেন, তাঁর মন্ত্রিসভার মন্ত্রীকে গ্রেফতার করে সরকারকে বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে। রেশন দুর্নীতির অভিযোগে যাঁকে গ্রেফতার করা হয়েছে, তাঁর সময়েই এক কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে রেশনে বণ্টনের প্রক্রিয়া তাঁর সময়েই শুরু হয়েছিল। এমনকী রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ডিজিটাইজেশনের কাজও শুরু হয়েছিল তাঁর সময় থেকেই।
আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রীকে খুশি করতে গিয়ে বিপদে পড়বেন'; এসএসকেএমের চিকিৎসকদের সতর্কবার্তা শুভেন্দুর
স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট হয়েছিল দলের অন্যতম নির্ভরযোগ্য মন্ত্রীর উপর আস্থা রাখছেন তিনি। এত কিছুর পরেও আজ সকলের নজর ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকের দিকে । মন্ত্রিসভা থেকে তাঁকে সরানো হয় কি না, তা নিয়ে জল্পনাও চলছিল ৷ কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয়কে সরানোর বিষয়ে কোনও কথাই বলেননি।