ETV Bharat / state

রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যজুড়ে সম্প্রীতি মিছিলের ডাক মমতার - তৃণমূল কংগ্রেস

TMCs Rally for Harmony: আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে ৷ সেই উদ্বোধনের দিন কলকাতায় সম্প্রীতি মিছিল আয়োজন করবে তৃণমূল কংগ্রেস ৷ মঙ্গলবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 4:18 PM IST

Updated : Jan 16, 2024, 8:47 PM IST

কলকাতা, 16 জানুয়ারি: অযোধ্যায় যেদিন রামমন্দিরের উদ্বোধন হবে, সেদিনই কলকাতায় সম্প্রীতি মিছিল করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ মঙ্গলবার তিনি এই ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, আগামী 22 জানুয়ারি হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত ওই সম্প্রীতি মিছিল করবে তৃণমূল কংগ্রেস ৷ মিছিল হাজরা থেকে শুরু হওয়ার আগে কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি ৷ সর্বধর্মের মানুষ ওই মিছিলে থাকবেন ৷ পাশাপাশি জেলায় জেলায় ওই দিন দুপুর 3টেয় এই মিছিল আয়োজন করার কথাও বলেছেন তিনি ৷ সেদিন পার্ক সার্কাসে একটি সভাও করেন তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘মন্দির মসজিদ গুরুদ্বারা সবাইকেই ছুঁয়ে যাবে এই মিছিল ।’’ তিনি আরও বলেন, ‘‘আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন আমি বারবারই বলেছি ধর্ম যার যার নিজের উৎসব সবার । আমরা সব ধর্মকে নিয়ে চলার কথা বলি । এই কারণেই এই মিছিল মূলত সব ধর্মের ধর্মীয় স্থানকে ছুঁয়ে যাবে ।’’ এ দিন এই মিছিলে তিনি রাজ্যের সাধারণ মানুষকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন । কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও সংহতি মিছিল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

এ দিন বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন বিষয়টিকে যেন রাম মন্দিরের পালটা হিসেবে না দেখা হয় । কারণ, তিনি রাম মন্দিরের পালটা মিছিল করছেন না । মমতা বলেন, ‘‘কোনও পালটা মিছিল করছি না । আমি কোনও প্রতিবাদ করছি না । আমি সাধু সন্তদের মানি । আমি তাদের কথা শুনছি । ফলে আমার একটাই মন্তব্য ধর্ম যার যার নিজের । উৎসব সবার ৷ সর্বধর্ম সমন্বয়ের মিছিল করছি এই কারণে, কারণ তার পরের দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ।’’

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না, মোদি সরকারকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
  2. শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গেরুয়া রং করার কেন্দ্রীয় নির্দেশ মানবে না রাজ্য, মোদিকে জানালেন মমতা
  3. 'এক দেশ এক ভোট' নীতির সঙ্গে সহমত নন মমতা, কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

কলকাতা, 16 জানুয়ারি: অযোধ্যায় যেদিন রামমন্দিরের উদ্বোধন হবে, সেদিনই কলকাতায় সম্প্রীতি মিছিল করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ মঙ্গলবার তিনি এই ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, আগামী 22 জানুয়ারি হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত ওই সম্প্রীতি মিছিল করবে তৃণমূল কংগ্রেস ৷ মিছিল হাজরা থেকে শুরু হওয়ার আগে কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি ৷ সর্বধর্মের মানুষ ওই মিছিলে থাকবেন ৷ পাশাপাশি জেলায় জেলায় ওই দিন দুপুর 3টেয় এই মিছিল আয়োজন করার কথাও বলেছেন তিনি ৷ সেদিন পার্ক সার্কাসে একটি সভাও করেন তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘মন্দির মসজিদ গুরুদ্বারা সবাইকেই ছুঁয়ে যাবে এই মিছিল ।’’ তিনি আরও বলেন, ‘‘আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন আমি বারবারই বলেছি ধর্ম যার যার নিজের উৎসব সবার । আমরা সব ধর্মকে নিয়ে চলার কথা বলি । এই কারণেই এই মিছিল মূলত সব ধর্মের ধর্মীয় স্থানকে ছুঁয়ে যাবে ।’’ এ দিন এই মিছিলে তিনি রাজ্যের সাধারণ মানুষকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন । কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও সংহতি মিছিল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

এ দিন বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন বিষয়টিকে যেন রাম মন্দিরের পালটা হিসেবে না দেখা হয় । কারণ, তিনি রাম মন্দিরের পালটা মিছিল করছেন না । মমতা বলেন, ‘‘কোনও পালটা মিছিল করছি না । আমি কোনও প্রতিবাদ করছি না । আমি সাধু সন্তদের মানি । আমি তাদের কথা শুনছি । ফলে আমার একটাই মন্তব্য ধর্ম যার যার নিজের । উৎসব সবার ৷ সর্বধর্ম সমন্বয়ের মিছিল করছি এই কারণে, কারণ তার পরের দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ।’’

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না, মোদি সরকারকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
  2. শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গেরুয়া রং করার কেন্দ্রীয় নির্দেশ মানবে না রাজ্য, মোদিকে জানালেন মমতা
  3. 'এক দেশ এক ভোট' নীতির সঙ্গে সহমত নন মমতা, কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
Last Updated : Jan 16, 2024, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.