ETV Bharat / state

Bengal Students Evacuation: মণিপুরে আটকে থাকা বাংলার 18 জন পড়ুয়াকে উদ্ধার, টুইটে জানালেন মুখ্যমন্ত্রী - Manipur Violence

গত কয়েকদিন ধরেই অশান্ত মণিপুর ৷ ওই রাজ্যেই আটকে পড়েছিলেন পশ্চিমবঙ্গের 18 জন পড়ুয়া ৷ তাঁদের বিশেষ বিমানে সোমবার সকালে উত্তর পূর্ব ভারতের ওই রাজ্য থেকে কলকাতায় ফেরানো হয়েছে ৷ এ দিন এই খবর জানিয়ে টুইট করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Bengal Students Evacuation
Bengal Students Evacuation
author img

By

Published : May 8, 2023, 1:06 PM IST

Updated : May 8, 2023, 1:28 PM IST

কলকাতা, 8 মে: অশান্ত মণিপুরে আটকে পড়া বাংলার 18 জন পড়ুয়াকে উদ্ধার করল রাজ্য সরকার ৷ সোমবার টুইট করে এই খবর জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি জানিয়েছেন, এ দিন সকাল 10টা 15 মিনিটে বিশেষ বিমানে ওই পড়ুয়ারা কলকাতা বিমানবন্দরে পৌঁছান ৷

ওই টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, মণিপুরের ইম্ফলে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে কৃষি মহাবিদ্যালয়ের 18 জন পড়ুয়া নবান্নের কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিলেন ৷ তাঁরা আটকে পড়েছিলেন অশান্ত মণিপুরে ৷ বিশেষ বিমানের ব্যবস্থা করে ওই পড়ুয়াদের সোমবার কলকাতায় ফিরিয়ে আনা হয় ৷ এ দিন সকাল 10টা 15 মিনিটে তাঁরা কলকাতা বিমানবন্দরে পৌঁছান ৷

ওই টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ওই পড়ুয়াদের কেউ বিএসসি পড়ছিলেন ৷ কেউ পাঠরত ছিলেন এমএসসি-তে ৷ আবার কেউ গবেষণা করছিলেন ৷ কলকাতা বিমানবন্দরে মণিপুর নিয়ে যে স্পেশাল ডেস্ক তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফে, সেখানে উপস্থিত থাকা আধিকারিকরা এ দিন সকালে ওই পড়ুয়াদের বিমানবন্দরে স্বাগত জানান ৷ তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থাও করে দেন ৷

  • Relieved to inform that, after receiving distress calls at the Nabanna Control Room, 18 Students of West Bengal studying at College of Agriculture, Central Agricultural University, Imphal have been specially evacuated by us at GOWB cost. They have been flown in to Kolkata by… pic.twitter.com/51UMy0402Q

    — Mamata Banerjee (@MamataOfficial) May 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও জানিয়েছেন, মণিপুরে আরও অনেকে আটকে রয়েছেন ৷ তাঁদেরও উদ্ধার করার চেষ্টা চলছে ৷ সেখানে সমস্যায় পড়া সকলের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে জানিয়েছেন যে এই পড়ুয়াদের উদ্ধারের খবর দিতে পেরে তিনি নিশ্চিন্ত বোধ করছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, দিনকয়েক আগে মণিপুরে উপজাতিদের গোলমালে অশান্তি ছড়ায় ৷ তার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ সেখানে সেনা ও আধাসেনার সংখ্যা বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে প্রশাসনের তরফে ৷ এমনকী, গোলমালের চরম পরিস্থিতিতে শুট অ্যাট সাইটের নির্দেশও দেওয়া হয় ৷

উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আগেই টুইট করেছেন এই নিয়ে ৷ কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবিও জানিয়েছিলেন ৷ তবে সোমবার তাঁর টুইট থেকে জানা গেল যে রাজ্য সরকারও সেখানে আটকে পড়াদের উদ্ধারে তৎপর রয়েছে ৷ আগামিদিনেও সেই কাজ চলবে ৷ তবে মণিপুরে বাংলার ঠিক কতজন এখনও আটকে রয়েছেন, সেই সংখ্যা এখনও পর্যন্ত মেলেনি ৷

আরও পড়ুন: মণিপুরে 23 হাজার নাগরিককে উদ্ধার করল সেনা, চূড়াচাঁদপুরে শিথিল কারফিউ

কলকাতা, 8 মে: অশান্ত মণিপুরে আটকে পড়া বাংলার 18 জন পড়ুয়াকে উদ্ধার করল রাজ্য সরকার ৷ সোমবার টুইট করে এই খবর জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি জানিয়েছেন, এ দিন সকাল 10টা 15 মিনিটে বিশেষ বিমানে ওই পড়ুয়ারা কলকাতা বিমানবন্দরে পৌঁছান ৷

ওই টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, মণিপুরের ইম্ফলে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে কৃষি মহাবিদ্যালয়ের 18 জন পড়ুয়া নবান্নের কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিলেন ৷ তাঁরা আটকে পড়েছিলেন অশান্ত মণিপুরে ৷ বিশেষ বিমানের ব্যবস্থা করে ওই পড়ুয়াদের সোমবার কলকাতায় ফিরিয়ে আনা হয় ৷ এ দিন সকাল 10টা 15 মিনিটে তাঁরা কলকাতা বিমানবন্দরে পৌঁছান ৷

ওই টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ওই পড়ুয়াদের কেউ বিএসসি পড়ছিলেন ৷ কেউ পাঠরত ছিলেন এমএসসি-তে ৷ আবার কেউ গবেষণা করছিলেন ৷ কলকাতা বিমানবন্দরে মণিপুর নিয়ে যে স্পেশাল ডেস্ক তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফে, সেখানে উপস্থিত থাকা আধিকারিকরা এ দিন সকালে ওই পড়ুয়াদের বিমানবন্দরে স্বাগত জানান ৷ তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থাও করে দেন ৷

  • Relieved to inform that, after receiving distress calls at the Nabanna Control Room, 18 Students of West Bengal studying at College of Agriculture, Central Agricultural University, Imphal have been specially evacuated by us at GOWB cost. They have been flown in to Kolkata by… pic.twitter.com/51UMy0402Q

    — Mamata Banerjee (@MamataOfficial) May 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও জানিয়েছেন, মণিপুরে আরও অনেকে আটকে রয়েছেন ৷ তাঁদেরও উদ্ধার করার চেষ্টা চলছে ৷ সেখানে সমস্যায় পড়া সকলের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে জানিয়েছেন যে এই পড়ুয়াদের উদ্ধারের খবর দিতে পেরে তিনি নিশ্চিন্ত বোধ করছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, দিনকয়েক আগে মণিপুরে উপজাতিদের গোলমালে অশান্তি ছড়ায় ৷ তার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ সেখানে সেনা ও আধাসেনার সংখ্যা বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে প্রশাসনের তরফে ৷ এমনকী, গোলমালের চরম পরিস্থিতিতে শুট অ্যাট সাইটের নির্দেশও দেওয়া হয় ৷

উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আগেই টুইট করেছেন এই নিয়ে ৷ কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবিও জানিয়েছিলেন ৷ তবে সোমবার তাঁর টুইট থেকে জানা গেল যে রাজ্য সরকারও সেখানে আটকে পড়াদের উদ্ধারে তৎপর রয়েছে ৷ আগামিদিনেও সেই কাজ চলবে ৷ তবে মণিপুরে বাংলার ঠিক কতজন এখনও আটকে রয়েছেন, সেই সংখ্যা এখনও পর্যন্ত মেলেনি ৷

আরও পড়ুন: মণিপুরে 23 হাজার নাগরিককে উদ্ধার করল সেনা, চূড়াচাঁদপুরে শিথিল কারফিউ

Last Updated : May 8, 2023, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.