কলকাতা, 24 সেপ্টেম্বর: এশিয়ান গেমসের শুরু থেকেই পদক আসছে ভারতের ঝুলিতে ৷ শুটিং, রোয়িং এছাড়া আরও অন্যান্য বিভাগে পদক এসেছে ৷ মহিলাদের দলগত 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রুপো এসেছে বাংলার মেয়ে মেহুলির হাত ধরে ৷ এটাই এবারের এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক ছিল ৷ বাংলার মেহুলি থেকে শুরু করে অন্য পদকজয়ীদের অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখলেন, "চিনের হ্যাংঝাউতে চলতি 19তম এশিয়ান গেমসের প্রথম দিনে ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত ৷ ইতিমধ্যেই 5টি পদক চলে এসছে ভারতের ঝুলিতে ! আমাদের বাংলার মেহুলি ঘোষ, আশি চৌকসে এবং রমিতা জিন্দালকে 10 মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে মহিলা দলের রুপো জয়ের জন্য আমার আন্তরিক অভিনন্দন ৷"
এরপর তিনি লেখেন, "রোয়িংয়ে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টে রুপো জয়ের জন্য সেনা সদস্য অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিংকেও অভিনন্দন জানাই ৷" আরও অন্যান্য় পদকজয়ীদের উদ্দেশে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, "মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনালে রমিতাকে তার ব্রোঞ্জ পদক এবং রোয়িং পুরুষদের জোড়া বিভাগে ব্রোঞ্জ জেতার জন্য বাবু লাল যাদব এবং লেখ রামকে আমার শুভেচ্ছা জানাই। এছাড়াও রোয়িংয়ে ভারতের পুরুষদের আট দলকে ভারতের জন্য রৌপ্য পদক আনার জন্য অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতা আমাদের হৃদয়কে সীমাহীন গর্বে পূর্ণ করেছে।"
-
Historic Moments for India on the very first day of ongoing 19th Asian Games at Hangzhou, China with medal tally of 5 already!
— Mamata Banerjee (@MamataOfficial) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
My heartfelt congratulations to Mehuli Ghosh from our Bengal, Ashi Chouksey and Ramita Jindal for securing women's team silver in the 10m Air Rifle…
">Historic Moments for India on the very first day of ongoing 19th Asian Games at Hangzhou, China with medal tally of 5 already!
— Mamata Banerjee (@MamataOfficial) September 24, 2023
My heartfelt congratulations to Mehuli Ghosh from our Bengal, Ashi Chouksey and Ramita Jindal for securing women's team silver in the 10m Air Rifle…Historic Moments for India on the very first day of ongoing 19th Asian Games at Hangzhou, China with medal tally of 5 already!
— Mamata Banerjee (@MamataOfficial) September 24, 2023
My heartfelt congratulations to Mehuli Ghosh from our Bengal, Ashi Chouksey and Ramita Jindal for securing women's team silver in the 10m Air Rifle…
এদিকে ভারতের ক্রিকেট মহিলা দল ইতিমধ্যেই ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছে ৷ বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে হরমনপ্রীতরা ফাইনালে পৌঁছন ৷ পাশাপাশি এশিয়ান গেমসে হকিতেও দুরন্ত শুরু করেছে ভারতীয় হকি দল। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে 16-0 ব্যবধানে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। পুরো ম্যাচে উজবেকিস্তানকে কোনও জায়গাই দেয়নি ভারত। 26 তারিখ পরবর্তী ম্যাচে ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর।
আরও পড়ুন: মহিলাদের দলগত 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রুপো জয় মেহুলিদের