ETV Bharat / state

আমার ও মুখ্যসচিবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে : মমতা

কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ না দেওয়া নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ আজ নবান্নে সেই সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মমতা
মমতা
author img

By

Published : May 29, 2021, 3:33 PM IST

Updated : May 29, 2021, 5:11 PM IST

কলকাতা, 29 মে : কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকতে পারেননি ৷ তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ আজ নবান্নে সেই সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমার ও আমার মুখ্যসচিবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ৷’’

গতকাল কলাইকুণ্ডায় ঘূর্ণিঝড় যশের পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে শুরু হয় সমালোচনা ৷ অগ্রণী ভূমিকা নেয় বিজেপি তথা কেন্দ্রীয় সরকার ৷ প্রশ্ন তোলা হয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মমতার দায়বদ্ধতা নিয়েও ৷ আর এবার ঠিক এই ইস্যুতে কেন্দ্র তথা বিজেপি সরকারকে কটাক্ষ করলেন মমতা ৷ অভিযোগ করলেন, তাঁর ও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ৷

আজ নবান্নে সাংবাদিক বৈঠকের প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁকে অপমান করার চেষ্টা চলছে ৷ কেন্দ্র প্রতিহিংসা পরায়ণ মনোভাব দেখাচ্ছে ৷ এরপর মমতা জানান, তাঁর কর্মসূচি আগে থেকে ঠিক করা ছিল ৷ প্রধানমন্ত্রীর সফরসূচি হঠাৎ করে ঠিক করা হয়েছে ৷ তাছাড়া আবহাওয়া খারাপ থাকায় কপ্টার ওড়ার সমস্যা থাকায় দ্রুত কলাইকুণ্ডা ছেড়ে দিঘা পৌঁছানোর তাড়া ছিল তাঁর ৷ তাই বৈঠকে থাকতে পারেননি ৷

আজকের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, বৈঠকস্থল ত্যাগ করার আগে তিনি তিনবার প্রধানমন্ত্রীর অনুমতি নেন ৷ তারপরই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গী করে বৈঠক ছাড়েন মুখ্যমন্ত্রী ৷ এরপর তিনি উল্লেখ করেন, কেন্দ্রের ডাকা সমস্ত বৈঠকে রাজ্যের আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷

এছাড়া ঘূর্ণিঝড় যশে ক্ষয়ক্ষতির পর্যালোচনা বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতাকে আহ্বান করা নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, শুভেন্দু উপস্থিত থাকার কারণেই হয়ত প্রধানমন্ত্রীর বৈঠক এড়িয়ে যান মমতা ৷ আজ অবশ্য রাজ্যের বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ বলেন, ঘূর্ণিঝড় তখতের কারণে যখন গুজরাতে প্রধানমন্ত্রী বৈঠক করেন, সেখানে কেন বিরোধী দলনেতাদের ডাকা হয়নি ৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন বিরোধী দলনেতাকে ডাকা হল ৷

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বিরোধী দলনেতা, অন্য রাজ্যে নয় কেন ; প্রশ্ন গুজরাতের নেতার

এই বিষয়ে মমতা অবশ্য পাশে পেয়েছেন কংগ্রেস ও আরজেডিকে ৷ আগেই এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব এবং গুজরাতের কংগ্রেস নেতা ভরত সোলাঙ্কি ৷

কলকাতা, 29 মে : কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকতে পারেননি ৷ তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ আজ নবান্নে সেই সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমার ও আমার মুখ্যসচিবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ৷’’

গতকাল কলাইকুণ্ডায় ঘূর্ণিঝড় যশের পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে শুরু হয় সমালোচনা ৷ অগ্রণী ভূমিকা নেয় বিজেপি তথা কেন্দ্রীয় সরকার ৷ প্রশ্ন তোলা হয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মমতার দায়বদ্ধতা নিয়েও ৷ আর এবার ঠিক এই ইস্যুতে কেন্দ্র তথা বিজেপি সরকারকে কটাক্ষ করলেন মমতা ৷ অভিযোগ করলেন, তাঁর ও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ৷

আজ নবান্নে সাংবাদিক বৈঠকের প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁকে অপমান করার চেষ্টা চলছে ৷ কেন্দ্র প্রতিহিংসা পরায়ণ মনোভাব দেখাচ্ছে ৷ এরপর মমতা জানান, তাঁর কর্মসূচি আগে থেকে ঠিক করা ছিল ৷ প্রধানমন্ত্রীর সফরসূচি হঠাৎ করে ঠিক করা হয়েছে ৷ তাছাড়া আবহাওয়া খারাপ থাকায় কপ্টার ওড়ার সমস্যা থাকায় দ্রুত কলাইকুণ্ডা ছেড়ে দিঘা পৌঁছানোর তাড়া ছিল তাঁর ৷ তাই বৈঠকে থাকতে পারেননি ৷

আজকের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, বৈঠকস্থল ত্যাগ করার আগে তিনি তিনবার প্রধানমন্ত্রীর অনুমতি নেন ৷ তারপরই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গী করে বৈঠক ছাড়েন মুখ্যমন্ত্রী ৷ এরপর তিনি উল্লেখ করেন, কেন্দ্রের ডাকা সমস্ত বৈঠকে রাজ্যের আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷

এছাড়া ঘূর্ণিঝড় যশে ক্ষয়ক্ষতির পর্যালোচনা বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতাকে আহ্বান করা নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, শুভেন্দু উপস্থিত থাকার কারণেই হয়ত প্রধানমন্ত্রীর বৈঠক এড়িয়ে যান মমতা ৷ আজ অবশ্য রাজ্যের বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ বলেন, ঘূর্ণিঝড় তখতের কারণে যখন গুজরাতে প্রধানমন্ত্রী বৈঠক করেন, সেখানে কেন বিরোধী দলনেতাদের ডাকা হয়নি ৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন বিরোধী দলনেতাকে ডাকা হল ৷

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বিরোধী দলনেতা, অন্য রাজ্যে নয় কেন ; প্রশ্ন গুজরাতের নেতার

এই বিষয়ে মমতা অবশ্য পাশে পেয়েছেন কংগ্রেস ও আরজেডিকে ৷ আগেই এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব এবং গুজরাতের কংগ্রেস নেতা ভরত সোলাঙ্কি ৷

Last Updated : May 29, 2021, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.