ETV Bharat / state

নুসরতকে পাশে নিয়ে রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর - নুসরত

রথযাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি প্রতিবারই এখানে আসি । আমাকে ওরা আমন্ত্রণ জানান । সেজন্য ওদের ধন্যবাদ । গোটা পৃথিবীতে আজ রথযাত্রা পালিত হচ্ছে । রাধাকৃষ্ণের পুজো হয় । সব ধর্মের মানুষ নিজের মতো করে দিনটি পালন করে থাকেন । আপনাদের সকলকে অভিনন্দন । জগন্নাথ জগতের পিতা । তিনি সবাইকে ভালো রাখুন ।"

ISKCON-এ মুখ্যমন্ত্রী ও সাংসদ নুসরত
author img

By

Published : Jul 4, 2019, 1:49 PM IST

কলকাতা, 4 জুলাই : বসিরহাটের সাংসদ নুসরতকে পাশে নিয়ে ISCKON-এ রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার ISCKON-এ রথযাত্রা 48 বছরে পড়ল । প্রতিবারই এখানে রথযাত্রার সূচনা করে থাকেন মুখ্যমন্ত্রী । এবারও করলেন । নুসরত ছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিনেতা সোহম ও ব্যবসায়ী তথা নুসরতের স্বামী নিখিল জৈন ।

রথযাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি প্রতিবারই এখানে আসি । আমাকে ওরা আমন্ত্রণ জানান । সেজন্য ওদের ধন্যবাদ । গোটা পৃথিবীতে আজ রথযাত্রা পালিত হচ্ছে । রাধাকৃষ্ণের পুজো হয় । সব ধর্মের মানুষ নিজের মতো করে দিনটি পালন করে থাকেন । আপনাদের সকলকে অভিনন্দন । জগন্নাথ জগতের পিতা । তিনি সবাইকে ভালো রাখুন । আমাদের একদিকে মা কালী আর একদিকে জয় জগন্নাথ । মা আমাদের রক্ষা করেন । ISCKON আন্তরিকতার সঙ্গে এই অনুষ্ঠান করে থাকে ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

ইসলাম ধর্মাবলম্বী হয়েও অন্যধর্মের ছেলেকে বিয়ে করায় অনেকের সমালোচনার মুখে পড়েছিলেন নুসরত । সিঁথিতে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র পরায় সোশাল মিডিয়ায় কটূ কথাও শুনতে হয়েছিল তাঁকে । তাঁর বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন দেওবন্দের ইমাম । তার কড়া জবাবও দিয়েছিলেন নুসরত । সেই নুসরতকেও আজ আমন্ত্রণ জানিয়েছিলেন ISCKON কর্তৃপক্ষ । আমন্ত্রণে সাড়া দিয়ে ISCKON-এ আসেন তিনি ।

কলকাতা, 4 জুলাই : বসিরহাটের সাংসদ নুসরতকে পাশে নিয়ে ISCKON-এ রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার ISCKON-এ রথযাত্রা 48 বছরে পড়ল । প্রতিবারই এখানে রথযাত্রার সূচনা করে থাকেন মুখ্যমন্ত্রী । এবারও করলেন । নুসরত ছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিনেতা সোহম ও ব্যবসায়ী তথা নুসরতের স্বামী নিখিল জৈন ।

রথযাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি প্রতিবারই এখানে আসি । আমাকে ওরা আমন্ত্রণ জানান । সেজন্য ওদের ধন্যবাদ । গোটা পৃথিবীতে আজ রথযাত্রা পালিত হচ্ছে । রাধাকৃষ্ণের পুজো হয় । সব ধর্মের মানুষ নিজের মতো করে দিনটি পালন করে থাকেন । আপনাদের সকলকে অভিনন্দন । জগন্নাথ জগতের পিতা । তিনি সবাইকে ভালো রাখুন । আমাদের একদিকে মা কালী আর একদিকে জয় জগন্নাথ । মা আমাদের রক্ষা করেন । ISCKON আন্তরিকতার সঙ্গে এই অনুষ্ঠান করে থাকে ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

ইসলাম ধর্মাবলম্বী হয়েও অন্যধর্মের ছেলেকে বিয়ে করায় অনেকের সমালোচনার মুখে পড়েছিলেন নুসরত । সিঁথিতে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র পরায় সোশাল মিডিয়ায় কটূ কথাও শুনতে হয়েছিল তাঁকে । তাঁর বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন দেওবন্দের ইমাম । তার কড়া জবাবও দিয়েছিলেন নুসরত । সেই নুসরতকেও আজ আমন্ত্রণ জানিয়েছিলেন ISCKON কর্তৃপক্ষ । আমন্ত্রণে সাড়া দিয়ে ISCKON-এ আসেন তিনি ।

Bhubaneswar (Odisha), June 29 (ANI): India Meteorological Department of Odisha's Bhubaneswar advised fisherman to not to venture in the sea till 2 July. IMD also issued 'Red Alert' for coming days due to heavy rain fall in the state. As a low pressure forming over the Bay of Bengal is intensifying and slowly moving towards the west. IMD director of Bhubaneswar, HR Biswas said, "Monsoon will be active once again due to low pressure, it was normal so far. Very to very heavy rainfall expected in most districts in next 72 hours, extremely heavy rainfall expected in Kalahandi, Kandhamal, Sambalpur, Deogarh, Jajpur, Bhadrak and Cuttack." "Those at the sea, have been asked to return back by Saturday night. The monsoon is expected to be normal this year," he further added.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.