কলকাতা, 4 জুলাই : বসিরহাটের সাংসদ নুসরতকে পাশে নিয়ে ISCKON-এ রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার ISCKON-এ রথযাত্রা 48 বছরে পড়ল । প্রতিবারই এখানে রথযাত্রার সূচনা করে থাকেন মুখ্যমন্ত্রী । এবারও করলেন । নুসরত ছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিনেতা সোহম ও ব্যবসায়ী তথা নুসরতের স্বামী নিখিল জৈন ।
রথযাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি প্রতিবারই এখানে আসি । আমাকে ওরা আমন্ত্রণ জানান । সেজন্য ওদের ধন্যবাদ । গোটা পৃথিবীতে আজ রথযাত্রা পালিত হচ্ছে । রাধাকৃষ্ণের পুজো হয় । সব ধর্মের মানুষ নিজের মতো করে দিনটি পালন করে থাকেন । আপনাদের সকলকে অভিনন্দন । জগন্নাথ জগতের পিতা । তিনি সবাইকে ভালো রাখুন । আমাদের একদিকে মা কালী আর একদিকে জয় জগন্নাথ । মা আমাদের রক্ষা করেন । ISCKON আন্তরিকতার সঙ্গে এই অনুষ্ঠান করে থাকে ।"
ইসলাম ধর্মাবলম্বী হয়েও অন্যধর্মের ছেলেকে বিয়ে করায় অনেকের সমালোচনার মুখে পড়েছিলেন নুসরত । সিঁথিতে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র পরায় সোশাল মিডিয়ায় কটূ কথাও শুনতে হয়েছিল তাঁকে । তাঁর বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন দেওবন্দের ইমাম । তার কড়া জবাবও দিয়েছিলেন নুসরত । সেই নুসরতকেও আজ আমন্ত্রণ জানিয়েছিলেন ISCKON কর্তৃপক্ষ । আমন্ত্রণে সাড়া দিয়ে ISCKON-এ আসেন তিনি ।