ETV Bharat / state

আজ থেকে বন্ধ মাঝেরহাট আন্ডারপাস, যানজটের আশঙ্কা - Majherhat bridge underpass closing

নতুন ব্রিজের কাজের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঝেরহাট আন্ডারপাস বন্ধ করা হচ্ছে । আজ থেকে তা কার্যকর করা হবে । এর প্রভাবে প্রবল যানজট তৈরি হতে পারে আলিপুর, নিউ আলিপুর, ডায়মন্ড হারবার রোডে ।

image
মাঝেরহাট ব্রিজ
author img

By

Published : Dec 18, 2019, 10:08 AM IST

কলকাতা, 18 ডিসেম্বর : মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর যানজটে জেরবার ওই চত্বর । তার উপর আজ থেকে বন্ধ থাকবে মাঝেরহাট আন্ডারপাস । নতুন ব্রিজের কাজের কারণে অনির্দিষ্টকালের জন্য আন্ডারপাস বন্ধ করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর । এর প্রভাবে প্রবল যানজট তৈরি হতে পারে আলিপুর, নিউ আলিপুর, ডায়মন্ড হারবার রোডে ।

4 সেপ্টেম্বর, 2018 র দুপুরবেলা । আচমকাই ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ । ঘটনায় মৃত্যু হয় তিনজনের । আহত হন 25 জন । এ ঘটনার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় পুরানো মাঝেরহাট ব্রিজ ভেঙে ফেলা হবে । তৈরি করা হবে নতুন ব্রিজ । সে সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এক বছরের মধ্যে নতুন ব্রিজ তৈরি হবে । কিন্তু এক বছর পার হয়ে গেলেও তা কার্যকর হয়নি । এ বিষয়ে রাজ্যের পূর্ত দপ্তরের দাবি, ব্রিজের যে অংশগুলি পূর্ত দপ্তরের অধীনে তার কাজ সঠিক সময়ে শেষ হয়েছে । অভিযোগ, রেলের অংশের জন্যই থমকে রয়েছে কাজ । এমনকি, গত নভেম্বর মাসেও রেলওয়ে সেফটি কমিশনের ছাড়পত্র আসেনি । বিষয়টি নিয়ে রেলমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী ।

পরে জানা যায় , রেল মন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয় নবান্নে । ব্রিজের নকশা নিয়ে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছিল । পাশাপাশি ব্রিজের ইরেকশন এবং মেইনটেনেন্স রুল নিয়েও জানতে চাওয়া হয়েছিল । অভিযোগ সেই সব তথ্য দিতে ঢিলেমি করেছে নবান্ন । তবে জানা যাচ্ছে জট কেটেছে । মাঝেরহাট ব্রিজের শেষ ধাপের কাজ শুরু হচ্ছে । আর তাই আজ থেকে বন্ধ থাকবে আন্ডারপাস । ফলে ডায়মন্ড হারবার রোড দিয়ে আসা যানবাহন রাজা সন্তোষ রোড ব্যবহার করতে পারবে না । একইভাবে রাজা সন্তোষ রোডের গাড়ি ডায়মন্ড হারবার রোড দিয়ে যেতে পারবে না । সেই সূত্রে কলকাতা পুলিশের তরফে আবেদন করা হয়েছে, ডায়মন্ড হারবার রোডে যাওয়ার জন্য আলিপুর-বর্ধমান রোড ব্যবহার করতে হবে ।

কলকাতা, 18 ডিসেম্বর : মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর যানজটে জেরবার ওই চত্বর । তার উপর আজ থেকে বন্ধ থাকবে মাঝেরহাট আন্ডারপাস । নতুন ব্রিজের কাজের কারণে অনির্দিষ্টকালের জন্য আন্ডারপাস বন্ধ করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর । এর প্রভাবে প্রবল যানজট তৈরি হতে পারে আলিপুর, নিউ আলিপুর, ডায়মন্ড হারবার রোডে ।

4 সেপ্টেম্বর, 2018 র দুপুরবেলা । আচমকাই ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ । ঘটনায় মৃত্যু হয় তিনজনের । আহত হন 25 জন । এ ঘটনার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় পুরানো মাঝেরহাট ব্রিজ ভেঙে ফেলা হবে । তৈরি করা হবে নতুন ব্রিজ । সে সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এক বছরের মধ্যে নতুন ব্রিজ তৈরি হবে । কিন্তু এক বছর পার হয়ে গেলেও তা কার্যকর হয়নি । এ বিষয়ে রাজ্যের পূর্ত দপ্তরের দাবি, ব্রিজের যে অংশগুলি পূর্ত দপ্তরের অধীনে তার কাজ সঠিক সময়ে শেষ হয়েছে । অভিযোগ, রেলের অংশের জন্যই থমকে রয়েছে কাজ । এমনকি, গত নভেম্বর মাসেও রেলওয়ে সেফটি কমিশনের ছাড়পত্র আসেনি । বিষয়টি নিয়ে রেলমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী ।

পরে জানা যায় , রেল মন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয় নবান্নে । ব্রিজের নকশা নিয়ে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছিল । পাশাপাশি ব্রিজের ইরেকশন এবং মেইনটেনেন্স রুল নিয়েও জানতে চাওয়া হয়েছিল । অভিযোগ সেই সব তথ্য দিতে ঢিলেমি করেছে নবান্ন । তবে জানা যাচ্ছে জট কেটেছে । মাঝেরহাট ব্রিজের শেষ ধাপের কাজ শুরু হচ্ছে । আর তাই আজ থেকে বন্ধ থাকবে আন্ডারপাস । ফলে ডায়মন্ড হারবার রোড দিয়ে আসা যানবাহন রাজা সন্তোষ রোড ব্যবহার করতে পারবে না । একইভাবে রাজা সন্তোষ রোডের গাড়ি ডায়মন্ড হারবার রোড দিয়ে যেতে পারবে না । সেই সূত্রে কলকাতা পুলিশের তরফে আবেদন করা হয়েছে, ডায়মন্ড হারবার রোডে যাওয়ার জন্য আলিপুর-বর্ধমান রোড ব্যবহার করতে হবে ।

Intro:কলকাতা,18 ডিসেম্বর: গোদের উপর বিষফোঁড়া। মাজেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর এমনিতেই যানজটে জেরবার ওই চত্ত্বর। তারপর কাল থেকে বন্ধ থাকবে মাঝেরহাট আন্ডারপাস। তার জেরে প্রবল যানজট তৈরি হতে পারে আলিপুর, নিউ আলিপুর, ডায়মন্ড হারবার রোডে প্রবল যানজটের সম্ভবনা। নতুন মাঝেরহাট ব্রিজের কাজের জন্যই আন্ডারপাস বন্ধ করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।


Body:4 সেপ্টেম্বর, 2018। দুপুরে হঠাৎ এই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাজেরহাট ব্রিজ। ঘটনায় মৃত্যু হয় তিনজনের। আহত হন 25 জন। ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। সেই ঘটনার পর রাজ্য সরকার সিদ্ধান্ত দেয় ভেঙে ফেলা হবে পুরনো মাঝেরহাট সেতু। সে সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এক বছরের মধ্যে তৈরি হবে নতুন সেতু। এক বছর পার হয়ে গেলেও সেই সেতু এখনো তৈরি হয়নি। কিন্তু কেন? রাজ্যের পূর্ত দপ্তরের দাবি, ব্রিজের যে অংশগুলি পূর্ত দপ্তরের অধীনে তার কাজ হয়েছে স্বাভাবিক সময়ে। অভিযোগ, রেলের অংশের জন্যই থমকে রয়েছে কাজের ভবিষ্যৎ। রেলওয়ে সেফটি কমিশনের ছাড়পত্র গত নভেম্বর মাসেও আসেনি বলে অভিযোগ ছিল রাজ্য সরকারের। বিষয়টিকে নিয়ে রেলমন্ত্রী কে চিঠি লিখেন মুখ্যমন্ত্রী।


Conclusion:পরে রেল মন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয় নবান্নে। ডেলি তরফে অভিযোগ করা হয়, বারবার বেশকিছু তথ্য চেয়েও পাওয়া যায়নি। তথ্য দিতে ঢিলেমি করেছে নবান্ন। সূত্র জানাচ্ছে রেলের তরফে, ব্রিজের ডিজাইন নিয়ে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছিল। পাশাপাশি জানতে চাওয়া হয়েছিল ব্রিজের ইরেকশন এবং মেইনটেনেন্স রুল নিয়েও। কিন্তু সেই সব তথ্য দিতে ঢিলেমি করেছে নবান্ন। তবে সূত্র জানাচ্ছে জট কেটেছে। সেই সূত্রে মাজেরহাট ব্রিজ এর শেষ ধাপের কাজ শুরু হচ্ছে। আর তাই আজ থেকে বন্ধ থাকবে আন্ডারপাস। তার জেরে ডায়মন্ড হারবার রোড দিয়ে আশা যানবাহন রাজা সন্তোষ রোড ধরতে পারবে না। একিভাবে রাজা সন্তোষ রোডের গাড়ি ডায়মন হারবার রোড ধরতে পারবে না। সেই সূত্রে কলকাতা পুলিশের তরফে আবেদন করা হয়েছে, ডায়মন্ড হারবার রোডে যাওয়ার জন্য আলিপুর রোড -বর্ধমান রোড ব্যবহার করতে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.