কলকাতা, 26 ডিসেম্বর: 22 দিন পর হাসপাতাল থেকে ছুটি মিলল কামারহাটির বিধায়ক মদন মিত্রের। মঙ্গলবার দুপুর প্রায় 2:30 মিনিট এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় কামারহাটির বিধায়ককে। তবে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও বর্তমানে কড়া ডায়েটের মধ্যে বিধায়ককে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগের থেকে এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো। বাড়িতে নিয়মের মধ্যে থাকার পরামর্শ চিকিৎসকদের।
মঙ্গলবার শাল গায়ে হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বের হন তিনি। সাংবাদিকরা তাঁর কাছে এগিয়ে গেলে হালকা স্বরে তাঁকে বলতে শোনা যায়, "ভালো নেই"। জানা গিয়েছে, চিকিৎসকরা তাঁর একটি ডায়েট চার্ট তৈরি করে দিয়েছেন সেই মতোই খাওয়া দাওয়া চলবে বিধায়কের। পাশাপাশি, যেহেতু বিধায়ক নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাই শীতের মরশুমে একটু বেশি সাবধানতা অবলম্বন করার পরামর্শ চিকিৎসকদের ৷
গত 4 ডিসেম্বর শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন মদন মিত্র । চিকিৎসক অতনু পালের নেতৃত্বে চিকিৎসা হয় তাঁর। একাধিক শারীরিক পরীক্ষার পর জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত বিধায়ক । কিন্তু আসতে আসতে তাঁর কিডনির সমস্যাও দেখা যায়। একসময় তাঁর বাঁ কাঁধের একটি অংশ ভেঙে যায় । 13 ডিসেম্বর তাঁর কাঁধে অস্ত্রোপচার করে টাইটেনিয়াম প্লেট বসানো হয়। বেশ কিছুদিন তাঁকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। আসতে আসতে তাঁর সংক্রমণ কমে। ক্রিটিক্যাল কেয়ার থেকে স্থানান্তরিত করা হয় উডবার্ন ওয়ার্ডে।
হাসপাতালে ভর্তির পরেই দিনই বিধায়ক জানিয়েছিলেন, "হাসপাতালের সবাই চেষ্টা করছেন। আটটা ডিপার্টমেন্ট দেখছে আমায় কার্ডিয়াথোরাসিক, নেফ্রোলজি, মেডিসিন-সহ ইত্যাদি শারীরিক বিষয়। রাত থেকে ইনজেকশন শুরু হয়েছে। 30 মিনিট অন্তর তিনটে ইনজেকশন দেওয়া হচ্ছে। এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে যে অবস্থায় আমি হাসপাতালে এসেছি আর যে অসুখ হয়েছে তা সারতে সময় লাগবে। চিকিৎসকরা সবরকম সাহায্য করছেন।" অবশেষে 22 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷
আরও পড়ুন
1. বড়দিনে বাড়াবাড়ি ! আইন লঙ্ঘন করায় কেবল ট্রাফিক বিভাগেই দায়ের 532টি মামলা
2. দিল্লির দৃশ্যমানতা 'জিরো', ঘন কুয়াশায় ব্যাহত রাজধানীর ট্রেন ও বিমান পরিষেবা
3. খাদ্যভবনের ভিতরে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল