ETV Bharat / state

Odisha Train Accident: চারশোর টিকিট বিকোচ্ছে আড়াই হাজারে ! বালাসোর বিপর্যয়ের সুযোগ নিয়ে বাবুঘাটে দূরপাল্লার বাসে দেদার কালোবাজারি

যার যেমন ইচ্ছে, তেমন দর হাঁকছেন বাস কাউন্টারের কর্মী ৷ কেউ 2 হাজার তো কেউ 3 হাজার ৷ বাবুঘাটে ওড়িশা ও আশেপাশের রাজ্যে যাওয়ার দূরপাল্লার বাসের টিকিটের দাম এভাবেই বাড়িয়েছে বেসরকারি সংস্থাগুলি ৷

Odisha Train Accident ETV BHARAT
Odisha Train Accident ETV BHARAT
author img

By

Published : Jun 3, 2023, 6:24 PM IST

বাবুঘাটে দূরপাল্লার বাসের টিকিট নিয়ে কালোবাজারি

কলকাতা, 3 জুন: কারও পৌষ মাস কারও সর্বনাশ ৷ বাংলা এই প্রবাদ বাক্যটির ব্যবহারিক ক্ষেত্র খানিকটা বদলে দিলেই বর্তমান পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মিলে যাবে ৷ কী পরিস্থিতি ? বালাসোরে জোড়া ট্রেন দুর্ঘটনায় হাওড়া থেকে দক্ষিণ ভারতের প্রায় সব ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে ৷ ঘুর পথে চলছে অধিকাংশ ট্রেন ৷ অভিযোগ এই পরিস্থিতিতে মানুষের অসহয়তার সুযোগ নিচ্ছে বাবুঘাট তথা ধর্মতলা সংলগ্ন বেসরকারি দুরপাল্লার বাস পরিষেবা দেওয়া সংস্থাগুলি ৷ সাধারণ সময়ের তুলনায় তিন থেকে পাঁচগুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

আর টাকা দিলেই যে টিকিট পাওয়া যাবে তা নয় ৷ অপেক্ষায় থাকতে হবে ৷ লাইন এলে তবেই মিলবে টিকিট ৷ তবে, কেন এত বেশি দাম নেওয়া হচ্ছে টিকিটের ? যাত্রীদের অভিযোগ তাঁদের বলা হচ্ছে বাসে এসি চালানো হবে ৷ কিন্তু, কোথায় এসি ৷ নন-এসি বাসে করেই নিয়ে যাওয়া হচ্ছে যাত্রীদের ৷ আর এভাবেই বিপদে পড়া মানুষজনের সঙ্গে 'দিনেদুপুরে ডাকাতি' চলছে বলে অভিযোগ ৷

উল্লেখ্য, রথের আগে আগামিকাল পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা ৷ সেই উপলক্ষে বহু মানুষ পুরী, কটক, ভুবনেশ্বর ও ভদ্রকের ট্রেনের টিকিট কেটেছিলেন ৷ বিশেষত, পুরী যাওয়ার ট্রেন যাত্রী সবচেয়ে বেশি ছিল ৷ কিন্তু, বালাসোরে জোড়া রেল দুর্ঘটনার জেরে ট্রেন বাতিল ৷ তাই বাধ্য হয়ে বেসরকারি বাসের উপরেই ভরসা করতে হচ্ছে ৷ আর সেই সুযোগটাই নিচ্ছে দূরপাল্লার এই বাস সংস্থাগুলি ৷ 400 টাকার টিকিটের দাম দেওয়া হচ্ছে 1000 বা 1200 টাকা, 500 টাকার টিকিট বিকোচ্ছে 1500 টাকায় ৷ আবার কোনও কোনও বেসরকারি বাসের কাউন্টারে 400 টাকার টিকিট 2 থেকে আড়াই হাজার টাকাতেও বিক্রি হচ্ছে ৷

আরও পড়ুন: বালাসোরে রেল বিপর্যয়, মর্মান্তিক দুর্ঘটনায় শোকজ্ঞাপন পুতিন-সহ অন্যান্য রাষ্ট্রনেতাদের

অভিযোগ এভাবেই মানুষের অসহয়তার সুযোগের সদ্বব্যবহার করতে নেমে পড়েছে বেসরকারি দূরপাল্লার বাস সংস্থা ৷ কয়েকজন যাত্রী অভিযোগও করলেন এ নিয়ে ৷ এমনই এক যাত্রী এসকে নিয়াদ কাদরি ওড়িশার ভদ্রকের বাসিন্দা ৷ তিনি বলেন, ‘‘গতকাল 400 টাকা ভাড়া বলেছিল ৷ এখন বলছে সেই টিকিটের দাম 2000 টাকা ৷ আবার কেউ 2500 টাকাও দাম চাইছে ৷ আমার কাছে 1 হাজার টাকা আছে ৷ কী করে দেব ! টিকিটও পাচ্ছি না ৷’’

আরও পড়ুন: 'যাকে ফোন করছেন তিনি মারা গিয়েছেন', ওপার থেকে জানাল অচেনা কেউ; উৎকণ্ঠায় বামনগোলার পরিবার

যশোবন্ত বিকাশ আবার প্রতারণার অভিযোগ তুলেছেন ৷ তিনি জানান, ট্রেনের টিকিট কাটা ছিল ৷ দুর্ঘটনার জেরে তো বাতিল হয়েছে ৷ কিন্তু, বাসে 400 টাকার টিকিট 1200 টাকা নিচ্ছে ৷ তিন গুণ বেশি দাম ! কেন এত দাম জিজ্ঞেস করায় নাকি, তাঁকে বলা হয়েছিল গরমে এসি চালানো হবে ৷ কিন্তু, কোথায় এসি ? তীব্র গরমে নন-এসি বাসে তুলে দিয়েই পাঠিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের ৷

আরও পড়ুন: বায়ুসেনার বিশেষ চপারে বালাসোেরের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি

তাপস কুমার রাউতের কথায়, ‘‘আমরা কাজে এসেছিলাম কলকাতায় ৷ গতকালের এমন দুর্ঘটনা পর বাসের টিকিটের দাম ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে ৷ দু’জন ফিরব বাড়িতে ৷ এখন এক একজনের টিকের দাম বলছে 2000-2500 টাকা ৷ তাতেও টিকিট পেতে অসুবিধা হচ্ছে ৷ ওড়িশা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ৷ এখনও টিকিট কিনতে পারিনি ৷ আমি এখন ভাবছি কি করে বাড়ি ফিরব ৷’’

আরও পড়ুন: এই প্রথমবার নয়, আগেও ভয়ানক বিপর্যয়ের সাক্ষী থেকেছে করমণ্ডল এক্সপ্রেস

আর এ নিয়ে বেসরকারি বাস সংস্থার টিকিট কাউন্টারের কর্মী আবিদ হুসেনের দাবি, পরিস্থিতি স্বাভাবিক আছে ৷ আর টিকিটের দাম নিয়ে প্রশ্ন করা হলে, মুখে কুলুপ এঁটে বসে আছেন তিনি ৷ দাম কেন বাড়ানো হল ? এর কোনও জবাব তাঁরা দিচ্ছেন না ৷ তবে, সর্বনাশটা হচ্ছে বিপদে পড়া সাধারণ মানুষের ৷ যাদের যে করেই হোক ওড়িশায় ফিরতেই হবে ৷ তবে, এত কিছুর মধ্যেও পুলিশ প্রশাসনকে টিকিও দেখা যায়নি ধর্মতলায় ৷

বাবুঘাটে দূরপাল্লার বাসের টিকিট নিয়ে কালোবাজারি

কলকাতা, 3 জুন: কারও পৌষ মাস কারও সর্বনাশ ৷ বাংলা এই প্রবাদ বাক্যটির ব্যবহারিক ক্ষেত্র খানিকটা বদলে দিলেই বর্তমান পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মিলে যাবে ৷ কী পরিস্থিতি ? বালাসোরে জোড়া ট্রেন দুর্ঘটনায় হাওড়া থেকে দক্ষিণ ভারতের প্রায় সব ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে ৷ ঘুর পথে চলছে অধিকাংশ ট্রেন ৷ অভিযোগ এই পরিস্থিতিতে মানুষের অসহয়তার সুযোগ নিচ্ছে বাবুঘাট তথা ধর্মতলা সংলগ্ন বেসরকারি দুরপাল্লার বাস পরিষেবা দেওয়া সংস্থাগুলি ৷ সাধারণ সময়ের তুলনায় তিন থেকে পাঁচগুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

আর টাকা দিলেই যে টিকিট পাওয়া যাবে তা নয় ৷ অপেক্ষায় থাকতে হবে ৷ লাইন এলে তবেই মিলবে টিকিট ৷ তবে, কেন এত বেশি দাম নেওয়া হচ্ছে টিকিটের ? যাত্রীদের অভিযোগ তাঁদের বলা হচ্ছে বাসে এসি চালানো হবে ৷ কিন্তু, কোথায় এসি ৷ নন-এসি বাসে করেই নিয়ে যাওয়া হচ্ছে যাত্রীদের ৷ আর এভাবেই বিপদে পড়া মানুষজনের সঙ্গে 'দিনেদুপুরে ডাকাতি' চলছে বলে অভিযোগ ৷

উল্লেখ্য, রথের আগে আগামিকাল পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা ৷ সেই উপলক্ষে বহু মানুষ পুরী, কটক, ভুবনেশ্বর ও ভদ্রকের ট্রেনের টিকিট কেটেছিলেন ৷ বিশেষত, পুরী যাওয়ার ট্রেন যাত্রী সবচেয়ে বেশি ছিল ৷ কিন্তু, বালাসোরে জোড়া রেল দুর্ঘটনার জেরে ট্রেন বাতিল ৷ তাই বাধ্য হয়ে বেসরকারি বাসের উপরেই ভরসা করতে হচ্ছে ৷ আর সেই সুযোগটাই নিচ্ছে দূরপাল্লার এই বাস সংস্থাগুলি ৷ 400 টাকার টিকিটের দাম দেওয়া হচ্ছে 1000 বা 1200 টাকা, 500 টাকার টিকিট বিকোচ্ছে 1500 টাকায় ৷ আবার কোনও কোনও বেসরকারি বাসের কাউন্টারে 400 টাকার টিকিট 2 থেকে আড়াই হাজার টাকাতেও বিক্রি হচ্ছে ৷

আরও পড়ুন: বালাসোরে রেল বিপর্যয়, মর্মান্তিক দুর্ঘটনায় শোকজ্ঞাপন পুতিন-সহ অন্যান্য রাষ্ট্রনেতাদের

অভিযোগ এভাবেই মানুষের অসহয়তার সুযোগের সদ্বব্যবহার করতে নেমে পড়েছে বেসরকারি দূরপাল্লার বাস সংস্থা ৷ কয়েকজন যাত্রী অভিযোগও করলেন এ নিয়ে ৷ এমনই এক যাত্রী এসকে নিয়াদ কাদরি ওড়িশার ভদ্রকের বাসিন্দা ৷ তিনি বলেন, ‘‘গতকাল 400 টাকা ভাড়া বলেছিল ৷ এখন বলছে সেই টিকিটের দাম 2000 টাকা ৷ আবার কেউ 2500 টাকাও দাম চাইছে ৷ আমার কাছে 1 হাজার টাকা আছে ৷ কী করে দেব ! টিকিটও পাচ্ছি না ৷’’

আরও পড়ুন: 'যাকে ফোন করছেন তিনি মারা গিয়েছেন', ওপার থেকে জানাল অচেনা কেউ; উৎকণ্ঠায় বামনগোলার পরিবার

যশোবন্ত বিকাশ আবার প্রতারণার অভিযোগ তুলেছেন ৷ তিনি জানান, ট্রেনের টিকিট কাটা ছিল ৷ দুর্ঘটনার জেরে তো বাতিল হয়েছে ৷ কিন্তু, বাসে 400 টাকার টিকিট 1200 টাকা নিচ্ছে ৷ তিন গুণ বেশি দাম ! কেন এত দাম জিজ্ঞেস করায় নাকি, তাঁকে বলা হয়েছিল গরমে এসি চালানো হবে ৷ কিন্তু, কোথায় এসি ? তীব্র গরমে নন-এসি বাসে তুলে দিয়েই পাঠিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের ৷

আরও পড়ুন: বায়ুসেনার বিশেষ চপারে বালাসোেরের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি

তাপস কুমার রাউতের কথায়, ‘‘আমরা কাজে এসেছিলাম কলকাতায় ৷ গতকালের এমন দুর্ঘটনা পর বাসের টিকিটের দাম ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে ৷ দু’জন ফিরব বাড়িতে ৷ এখন এক একজনের টিকের দাম বলছে 2000-2500 টাকা ৷ তাতেও টিকিট পেতে অসুবিধা হচ্ছে ৷ ওড়িশা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ৷ এখনও টিকিট কিনতে পারিনি ৷ আমি এখন ভাবছি কি করে বাড়ি ফিরব ৷’’

আরও পড়ুন: এই প্রথমবার নয়, আগেও ভয়ানক বিপর্যয়ের সাক্ষী থেকেছে করমণ্ডল এক্সপ্রেস

আর এ নিয়ে বেসরকারি বাস সংস্থার টিকিট কাউন্টারের কর্মী আবিদ হুসেনের দাবি, পরিস্থিতি স্বাভাবিক আছে ৷ আর টিকিটের দাম নিয়ে প্রশ্ন করা হলে, মুখে কুলুপ এঁটে বসে আছেন তিনি ৷ দাম কেন বাড়ানো হল ? এর কোনও জবাব তাঁরা দিচ্ছেন না ৷ তবে, সর্বনাশটা হচ্ছে বিপদে পড়া সাধারণ মানুষের ৷ যাদের যে করেই হোক ওড়িশায় ফিরতেই হবে ৷ তবে, এত কিছুর মধ্যেও পুলিশ প্রশাসনকে টিকিও দেখা যায়নি ধর্মতলায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.