কলকাতা, 13 অক্টোবর : বেলেঘাটায় বিস্ফোরণস্থানে যেতে লকেট চট্টোপাধ্যায়কে বাধা দিল পুলিশ । পুলিশকর্মীদের সঙ্গে BJP কর্মীদের ধস্তাধস্তিও হয় ৷ তাদের ঘটনাস্থানে যাওয়ার অনুমতি নেই বলে জানিয়েছে পুলিশ ৷
লকেট চট্টোপাধ্যায় বলেন, "বেলেঘাটা বিস্ফোরণে NIA তদন্তে করতে হবে । 2021-এর বিধানসভা নির্বাচনের আগে জঙ্গি কার্যকলাপের জন্য এরা পরিকল্পনা করে রেখেছে । কলকাতা পুলিশ বা CID দিয়ে কিছু হবে না । NIA-কে দিয়ে তদন্ত করতে হবে । তবেই আসল সত্য উৎঘাটন হবে । তাঁর অভিযোগ, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে বোমা তৈরি করতে টাকা দিয়েছে ৷ 2021-এর বিধানসভা নির্বাচনে সেগুলিকে কাজে লাগাতে বলেছে । কারণ মানুষের আশীর্বাদে তো তারা জিততে পারবে না । তাই মানুষকে মেরে জিততে হবে ।"
আজ সকালে বেলেঘাটা গান্ধিভবনের পাশে একটি ক্লাবের ছাদের একাংশ বিস্ফোরণে উড়ে যায় । ছাদের পাঁচিলের কিছু অংশ ভেঙে পড়ে । বিস্ফোরণের তীব্রতায় বহুদূর পর্যন্ত ছিটকে পড়ে ইট-সিমেন্ট-অ্যাসবেস্টসের টুকরো । বিস্ফোরণের জেরে আগুনও লেগে যায় । তবে স্থানীয়ভাবে তা নিভিয়ে ফেলা হয় ।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ওই ক্লাবের ছাদে বোমা মজুত করা ছিল । কিন্তু কারা, কেন এই বোমা মজুত করেছিল বা কী ধরনের বোমা মজুত রাখা হয়েছিল, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ । প্রয়োজনে ফরেনসিক দলকে ডাকা হবে বলে জানা গেছে ।