ETV Bharat / state

বেলেঘাটায় বিস্ফোরণস্থলে যেতে লকেটকে বাধা, পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি BJP কর্মীদের

author img

By

Published : Oct 13, 2020, 6:45 PM IST

Updated : Oct 13, 2020, 7:29 PM IST

বেলেঘাটায় পুলিশকর্মীদের সঙ্গে BJP কর্মীদের ধস্তাধস্তি । ঢুকতে বাধা লকেট চট্টোপাধ্যায়কে ।

বেলেঘাটা বিস্ফোরণ স্থলে লকেট চট্টোপাধ্যায় কে ঢুকতে বাধা।  কলকাতা পুলিশের সঙ্গে বিজেপি  কর্মীদের ধস্তাধস্তি। বচসা। পুলিশ ঘটনাস্থালে যাওয়ার অনুমতি নেই বলে জানায়।
বেলেঘাটা বিস্ফোরণ স্থলে লকেট চট্টোপাধ্যায় কে ঢুকতে বাধা। কলকাতা পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। বচসা। পুলিশ ঘটনাস্থালে যাওয়ার অনুমতি নেই বলে জানায়।

কলকাতা, 13 অক্টোবর : বেলেঘাটায় বিস্ফোরণস্থানে যেতে লকেট চট্টোপাধ্যায়কে বাধা দিল পুলিশ । পুলিশকর্মীদের সঙ্গে BJP কর্মীদের ধস্তাধস্তিও হয় ৷ তাদের ঘটনাস্থানে যাওয়ার অনুমতি নেই বলে জানিয়েছে পুলিশ ৷

লকেট চট্টোপাধ্যায় বলেন, "বেলেঘাটা বিস্ফোরণে NIA তদন্তে করতে হবে । 2021-এর বিধানসভা নির্বাচনের আগে জঙ্গি কার্যকলাপের জন্য এরা পরিকল্পনা করে রেখেছে । কলকাতা পুলিশ বা CID দিয়ে কিছু হবে না । NIA-কে দিয়ে তদন্ত করতে হবে । তবেই আসল সত্য উৎঘাটন হবে । তাঁর অভিযোগ, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে বোমা তৈরি করতে টাকা দিয়েছে ৷ 2021-এর বিধানসভা নির্বাচনে সেগুলিকে কাজে লাগাতে বলেছে । কারণ মানুষের আশীর্বাদে তো তারা জিততে পারবে না । তাই মানুষকে মেরে জিততে হবে ।"

বেলেঘাটায় বিস্ফোরণস্থলে যেতে লকেটকে বাধা

আজ সকালে বেলেঘাটা গান্ধিভবনের পাশে একটি ক্লাবের ছাদের একাংশ বিস্ফোরণে উড়ে যায় । ছাদের পাঁচিলের কিছু অংশ ভেঙে পড়ে । বিস্ফোরণের তীব্রতায় বহুদূর পর্যন্ত ছিটকে পড়ে ইট-সিমেন্ট-অ্যাসবেস্টসের টুকরো । বিস্ফোরণের জেরে আগুনও লেগে যায় । তবে স্থানীয়ভাবে তা নিভিয়ে ফেলা হয় ।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ওই ক্লাবের ছাদে বোমা মজুত করা ছিল । কিন্তু কারা, কেন এই বোমা মজুত করেছিল বা কী ধরনের বোমা মজুত রাখা হয়েছিল, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ । প্রয়োজনে ফরেনসিক দলকে ডাকা হবে বলে জানা গেছে ।

কলকাতা, 13 অক্টোবর : বেলেঘাটায় বিস্ফোরণস্থানে যেতে লকেট চট্টোপাধ্যায়কে বাধা দিল পুলিশ । পুলিশকর্মীদের সঙ্গে BJP কর্মীদের ধস্তাধস্তিও হয় ৷ তাদের ঘটনাস্থানে যাওয়ার অনুমতি নেই বলে জানিয়েছে পুলিশ ৷

লকেট চট্টোপাধ্যায় বলেন, "বেলেঘাটা বিস্ফোরণে NIA তদন্তে করতে হবে । 2021-এর বিধানসভা নির্বাচনের আগে জঙ্গি কার্যকলাপের জন্য এরা পরিকল্পনা করে রেখেছে । কলকাতা পুলিশ বা CID দিয়ে কিছু হবে না । NIA-কে দিয়ে তদন্ত করতে হবে । তবেই আসল সত্য উৎঘাটন হবে । তাঁর অভিযোগ, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে বোমা তৈরি করতে টাকা দিয়েছে ৷ 2021-এর বিধানসভা নির্বাচনে সেগুলিকে কাজে লাগাতে বলেছে । কারণ মানুষের আশীর্বাদে তো তারা জিততে পারবে না । তাই মানুষকে মেরে জিততে হবে ।"

বেলেঘাটায় বিস্ফোরণস্থলে যেতে লকেটকে বাধা

আজ সকালে বেলেঘাটা গান্ধিভবনের পাশে একটি ক্লাবের ছাদের একাংশ বিস্ফোরণে উড়ে যায় । ছাদের পাঁচিলের কিছু অংশ ভেঙে পড়ে । বিস্ফোরণের তীব্রতায় বহুদূর পর্যন্ত ছিটকে পড়ে ইট-সিমেন্ট-অ্যাসবেস্টসের টুকরো । বিস্ফোরণের জেরে আগুনও লেগে যায় । তবে স্থানীয়ভাবে তা নিভিয়ে ফেলা হয় ।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ওই ক্লাবের ছাদে বোমা মজুত করা ছিল । কিন্তু কারা, কেন এই বোমা মজুত করেছিল বা কী ধরনের বোমা মজুত রাখা হয়েছিল, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ । প্রয়োজনে ফরেনসিক দলকে ডাকা হবে বলে জানা গেছে ।

Last Updated : Oct 13, 2020, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.