ETV Bharat / state

রাস্তা নয় মরণফাঁদ! ঠাকুরপুকুরে বেপরোয়া গতির বলি - রাস্তা

Thakurpukur Accident: ঠাকুরপুকুরে বেপরোয়া গতির বলি এক ব্যক্তি ৷ দ্রুত বাম্পার তৈরির দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ৷

protest
বিক্ষোভ স্থানীয়দের
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 4:44 PM IST

রাস্তায় বাম্পারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

ঠাকুরপুকুর, 30 ডিসেম্বর: রাস্তায় বাম্পার নেই ৷ এদিকে বেপরোয়া গতির গাড়ি আসায় মৃত্যু ব্যক্তির ৷ ঘটনা কলকাতা পৌরনিগমের 144 নম্বর ওয়ার্ডে ঠাকুরপুকুর থানার খাল পোল এলাকায় ৷ দুর্ঘটনা রুখতে বাম্পারের দাবিতে শনিবার পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা ৷ এলাকাবাসীদের দাবি, একে সরু রাস্তা ৷ এই রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলাচল করে ৷ চালকদের আস্তে গাড়ি চালাতে বললেও তারা কোনও কর্ণপাত করে না । এর জেরে গতকাল ভোরে নাড়ু গোপাল পাল নামে 50 বছরের এক ব্যক্তির দুর্ঘটনায় মৃত্যু হয় ৷ তাঁকে ধাক্কা মারে একটি বেপরোয়া লরি । ঘটনাস্থলেই চার টুকরো হয়ে যান ব্যক্তি ৷ তাঁর উপর দিয়ে এরপর একাধিক গাড়ি চলে যায় বলে অভিযোগ স্থানীয়দের ৷

এই ঘটনার পরই এ দিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী ৷ চন্দনা দাস ও হালিমা বিবিদের দাবি, এই রাস্তার ধারে বেশ কিছু বস্তি রয়েছে এবং সেখানে প্রচুর বাচ্চারা থাকে ৷ প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও এখানে বাম্পার তৈরি করা হয়নি ৷ কোনও বাম্পার না থাকায় তাই চালকরা ইচ্ছে মতো গতিতে গাড়ি চালায় ৷ যার ফলে এখানে মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনা ঘটে যায় । অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে জানানো হলেও এ বিষয়ে তিনি কোনও পদক্ষেপ নেন না ৷ ভোটের আগেই তাঁকে কেবল এলাকায় দেখা যায় ৷ কিন্তু অন্যসময়ে তাঁকে পাওয়া যায় না ।

স্থানীয় ঠাকুরপুকুর থানাকেও এলাকার মানুষজন বিষয়টি জানিয়েছে ৷ কিন্তু পুলিশের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ । স্থানীয়দের বক্তব্য, আগামী দু-তিন দিনের মধ্যে যদি বাম্পার তৈরি না হয় তারা তাহলে আবারও রাস্তা অবরোধ করবে । এলাকার মানুষজন রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে ।

আরও পড়ুন:

  1. বেহালায় জনরোষ থামাতে কেন ব্যর্থ পুলিশ ? লালবাজারে জমা পড়ল প্রাথমিক রিপোর্ট
  2. সাঁতরাগাছিতে আটক বেহালার ঘাতক লরি, প্রশ্ন কর্তব্যরত পুলিশের ভূমিকায়
  3. ডাম্পারের সঙ্গে সংঘর্ষে আগুনে পুড়ল বাস, জীবন্ত দগ্ধ হয়ে মৃত কমপক্ষে 12 ; আহত 14

রাস্তায় বাম্পারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

ঠাকুরপুকুর, 30 ডিসেম্বর: রাস্তায় বাম্পার নেই ৷ এদিকে বেপরোয়া গতির গাড়ি আসায় মৃত্যু ব্যক্তির ৷ ঘটনা কলকাতা পৌরনিগমের 144 নম্বর ওয়ার্ডে ঠাকুরপুকুর থানার খাল পোল এলাকায় ৷ দুর্ঘটনা রুখতে বাম্পারের দাবিতে শনিবার পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা ৷ এলাকাবাসীদের দাবি, একে সরু রাস্তা ৷ এই রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলাচল করে ৷ চালকদের আস্তে গাড়ি চালাতে বললেও তারা কোনও কর্ণপাত করে না । এর জেরে গতকাল ভোরে নাড়ু গোপাল পাল নামে 50 বছরের এক ব্যক্তির দুর্ঘটনায় মৃত্যু হয় ৷ তাঁকে ধাক্কা মারে একটি বেপরোয়া লরি । ঘটনাস্থলেই চার টুকরো হয়ে যান ব্যক্তি ৷ তাঁর উপর দিয়ে এরপর একাধিক গাড়ি চলে যায় বলে অভিযোগ স্থানীয়দের ৷

এই ঘটনার পরই এ দিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী ৷ চন্দনা দাস ও হালিমা বিবিদের দাবি, এই রাস্তার ধারে বেশ কিছু বস্তি রয়েছে এবং সেখানে প্রচুর বাচ্চারা থাকে ৷ প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও এখানে বাম্পার তৈরি করা হয়নি ৷ কোনও বাম্পার না থাকায় তাই চালকরা ইচ্ছে মতো গতিতে গাড়ি চালায় ৷ যার ফলে এখানে মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনা ঘটে যায় । অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে জানানো হলেও এ বিষয়ে তিনি কোনও পদক্ষেপ নেন না ৷ ভোটের আগেই তাঁকে কেবল এলাকায় দেখা যায় ৷ কিন্তু অন্যসময়ে তাঁকে পাওয়া যায় না ।

স্থানীয় ঠাকুরপুকুর থানাকেও এলাকার মানুষজন বিষয়টি জানিয়েছে ৷ কিন্তু পুলিশের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ । স্থানীয়দের বক্তব্য, আগামী দু-তিন দিনের মধ্যে যদি বাম্পার তৈরি না হয় তারা তাহলে আবারও রাস্তা অবরোধ করবে । এলাকার মানুষজন রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে ।

আরও পড়ুন:

  1. বেহালায় জনরোষ থামাতে কেন ব্যর্থ পুলিশ ? লালবাজারে জমা পড়ল প্রাথমিক রিপোর্ট
  2. সাঁতরাগাছিতে আটক বেহালার ঘাতক লরি, প্রশ্ন কর্তব্যরত পুলিশের ভূমিকায়
  3. ডাম্পারের সঙ্গে সংঘর্ষে আগুনে পুড়ল বাস, জীবন্ত দগ্ধ হয়ে মৃত কমপক্ষে 12 ; আহত 14
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.