ETV Bharat / state

Local Train Service Disrupted: বালিগঞ্জে ছিঁড়ল ওভারহেডের তার, দিনের ব্যস্ত সময়ে নাকাল নিত্যযাত্রীরা - ওভারহেডের তার

Train Service Disrupted in Sealdah South Section: শনিবার সকালে দিনের ব্যস্ত সময়ে ব্যাহত হল লোকাল ট্রেন চলাচল ৷ বালিগঞ্জ স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ৷ সাময়িকভাবে বিঘ্নিত হল শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ৷

Local Train
বালিগঞ্জে ছিঁড়ল ওভারহেডের তার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 10:56 AM IST

Updated : Nov 4, 2023, 11:57 AM IST

কলকাতা, 4 নভেম্বর: দিনের ব্যস্ত সময়ে বিপত্তি ৷ ওভারহেডের তার ছিঁড়ে শিয়ালদা দক্ষিণ শাখায় বিঘ্নিত হল ট্রেন চলাচল ৷ শনিবার সকাল 8.50 মিনিট নাগাদ এই ঘটনা ঘটে ৷ সকাল সকাল বালিগঞ্জ স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে যায় । এর জেরে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের । আধঘণ্টারও বেশি সময় বন্ধ রইল শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দেরিতে চলছে ট্রেন ৷

জানা গিয়েছে, শনিবার সকালে বালিগঞ্জ স্টেশনে যে লাইন দিয়ে মালগাড়ি যাতায়াত করে, সেই ওভারহেডের তার ছিঁড়ে যায় । আর সেই তারই ঠিক করতে গিয়ে বাকি লাইনগুলোরও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় । ফলে সমস্ত ট্রেন দাঁড়িয়ে পড়ে । সকাল 8.50 মিনিট নাগাদ বজবজ, সোনারপুর, ক্যানিং-সহ শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় । ওডারহেডের তার মেরামত করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রেলকর্মীরা । তার জন্য বেশ খানিকটা সময় লেগে যায় । রেলের তরফে খবর, সকাল 9টা 25 মিনিট নাগাদ আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তা পুরোপুরি স্বাভাবিক হয়নি । অর্থাৎ লোকাল ট্রেনগুলি নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে চলছে । আর তাতেই ক্ষুব্ধ যাত্রীরা ।

আরও পড়ুন: ওভারহেড তার ছিঁড়ে শিয়ালদা দক্ষিণ শাখায় বিপত্তি, 3 ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

মাসের প্রথম শনিবার আজ ৷ এ দিন সরকারি অফিস ছুটি থাকলেও ট্রেনে এত ভিড় যে পা রাখার জায়গা নেই ৷ কারণ বিভিন্ন কাজে জেলা থেকে লক্ষাধিক মানুষ রোজ কলকাতায় আসেন ৷ আর তাঁদের যাতায়াতের একমাত্র ভরসা লোকাল ট্রেন ৷ নিত্যদিনের মতো সেরকমই আজ সকালে কাজে বেরিয়ে নাকাল হন যাত্রীদের ৷ বালিগঞ্জ স্টেশনে ট্রেন থেকে নেমে দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখাতে থাকেন অনেকে। এমনিতেই নানা কাজের জন্য হাওড়া-শিয়ালদা ডিভিশনে বর্তমানে প্রায়ই লোকাল ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। তার মধ্যে ওভারহেডের তার ছিঁড়ে শনিবার বিপত্তি ঘটায় বিরক্ত যাত্রীরা । কর্মক্ষেত্রে ঠিক সময়ে পৌঁছতে না পারায় রেলের উপর ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা ৷

কলকাতা, 4 নভেম্বর: দিনের ব্যস্ত সময়ে বিপত্তি ৷ ওভারহেডের তার ছিঁড়ে শিয়ালদা দক্ষিণ শাখায় বিঘ্নিত হল ট্রেন চলাচল ৷ শনিবার সকাল 8.50 মিনিট নাগাদ এই ঘটনা ঘটে ৷ সকাল সকাল বালিগঞ্জ স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে যায় । এর জেরে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের । আধঘণ্টারও বেশি সময় বন্ধ রইল শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দেরিতে চলছে ট্রেন ৷

জানা গিয়েছে, শনিবার সকালে বালিগঞ্জ স্টেশনে যে লাইন দিয়ে মালগাড়ি যাতায়াত করে, সেই ওভারহেডের তার ছিঁড়ে যায় । আর সেই তারই ঠিক করতে গিয়ে বাকি লাইনগুলোরও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় । ফলে সমস্ত ট্রেন দাঁড়িয়ে পড়ে । সকাল 8.50 মিনিট নাগাদ বজবজ, সোনারপুর, ক্যানিং-সহ শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় । ওডারহেডের তার মেরামত করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রেলকর্মীরা । তার জন্য বেশ খানিকটা সময় লেগে যায় । রেলের তরফে খবর, সকাল 9টা 25 মিনিট নাগাদ আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তা পুরোপুরি স্বাভাবিক হয়নি । অর্থাৎ লোকাল ট্রেনগুলি নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে চলছে । আর তাতেই ক্ষুব্ধ যাত্রীরা ।

আরও পড়ুন: ওভারহেড তার ছিঁড়ে শিয়ালদা দক্ষিণ শাখায় বিপত্তি, 3 ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

মাসের প্রথম শনিবার আজ ৷ এ দিন সরকারি অফিস ছুটি থাকলেও ট্রেনে এত ভিড় যে পা রাখার জায়গা নেই ৷ কারণ বিভিন্ন কাজে জেলা থেকে লক্ষাধিক মানুষ রোজ কলকাতায় আসেন ৷ আর তাঁদের যাতায়াতের একমাত্র ভরসা লোকাল ট্রেন ৷ নিত্যদিনের মতো সেরকমই আজ সকালে কাজে বেরিয়ে নাকাল হন যাত্রীদের ৷ বালিগঞ্জ স্টেশনে ট্রেন থেকে নেমে দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখাতে থাকেন অনেকে। এমনিতেই নানা কাজের জন্য হাওড়া-শিয়ালদা ডিভিশনে বর্তমানে প্রায়ই লোকাল ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। তার মধ্যে ওভারহেডের তার ছিঁড়ে শনিবার বিপত্তি ঘটায় বিরক্ত যাত্রীরা । কর্মক্ষেত্রে ঠিক সময়ে পৌঁছতে না পারায় রেলের উপর ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা ৷

Last Updated : Nov 4, 2023, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.