ETV Bharat / state

Literary Festival: এবার 11-15 জানুয়ারি সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা

author img

By

Published : Jan 10, 2023, 9:01 PM IST

এই বছর জানুয়ারি মাসের 11 থেকে 15 তারিখ পর্যন্ত চলবে সাহিত্য উৎসব (Literary Festival) এবং লিটিল ম্যাগাজিন মেলা (Little Magazine Mela) । মঙ্গলবার এই ঘোষণা করেছেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bengal Education Minister Bratya Basu) ।

Literary Festival
Literary Festival

কলকাতা, 10 জানুয়ারি: শুরু হতে চলেছে সাহিত্য উৎসব (Literary Festival) এবং লিটল ম্যাগাজিন মেলা (Little Magazine Mela) । চলতি জানুয়ারি মাসের 11 থেকে 15 তারিখ পর্যন্ত চলবে এই মেলা । আগের বছরের তুলনায় এবার 550 জন কবি, সাহিত্যিক, লেখক অংশগ্রহণ করছেন এই মেলায় । মঙ্গলবার এই নিয়ে এক সাংবাদিক বৈঠক হয় ৷ সেখানেই এই কথা জানান বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bengal Education Minister Bratya Basu) ।

তিনি জানিয়েছেন, এই মেলায় এবার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট 350টি ক্ষুদ্র পত্রপত্রিকা অংশগ্রহণ করছে । এই সাহিত্য উৎসব মেলা উপলক্ষে 396 জন কবিতা পাঠের আসরে অংশগ্রহণ করবেন । 110 জন গল্পের জন্মকথা বিষয়ে আলোচনায় অংশ নেবেন ।

এছাড়া মেলা চলাকালীন সাতটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে । সেখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি- সাহিত্যিকরা । এবারে সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 2023 উপলক্ষে শীর্ষ পংক্তি করা হয়েছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার লাইন, 'একটু পা চালিয়ে ভাই' ।

পাশাপাশি মেলা উপলক্ষে মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবর্ষ ৷ তার প্রাক্কালে তাঁর স্মরণে বিশেষ স্মারক গ্রন্থ 'মাইকেল: মধুসূদন দত্ত - ফিরে দেখা' প্রকাশ করা হচ্ছে । 11 জানুয়ারি বিকেল চারটে এই উৎসবের উদ্বোধন করবেন কথাকার অমর মিত্র ও কবি দেবদাস দাস আচার্য ।

গতবছর এই মেলা শুরু হয়েছিল 23 ফেব্রুয়ারি থেকে । প্রায় 340টি লিটিল ম্যাগাজিন সংস্থা, 332 জন কবি ও 78 জন কথকার সেখানে অংশ নিয়েছিলেন । গতবারের থিম ছিল কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে ৷ তাঁরই কবিতার লাইন 'আমার জন্মের কোনও শেষ নেই' কে শীর্ষ পংক্তি করা হয়েছিল ।

এদিনের সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও অনেকে উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্যে অন্যতম শ্রীজাত, সুবোধ সরকার, আবুল বাশার প্রমুখ ৷

আরও পড়ুন: আধুনিক প্রজন্মের কাছে বাংলাভাষাকে তুলে ধরতেই সাহিত্য উৎসব

কলকাতা, 10 জানুয়ারি: শুরু হতে চলেছে সাহিত্য উৎসব (Literary Festival) এবং লিটল ম্যাগাজিন মেলা (Little Magazine Mela) । চলতি জানুয়ারি মাসের 11 থেকে 15 তারিখ পর্যন্ত চলবে এই মেলা । আগের বছরের তুলনায় এবার 550 জন কবি, সাহিত্যিক, লেখক অংশগ্রহণ করছেন এই মেলায় । মঙ্গলবার এই নিয়ে এক সাংবাদিক বৈঠক হয় ৷ সেখানেই এই কথা জানান বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bengal Education Minister Bratya Basu) ।

তিনি জানিয়েছেন, এই মেলায় এবার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট 350টি ক্ষুদ্র পত্রপত্রিকা অংশগ্রহণ করছে । এই সাহিত্য উৎসব মেলা উপলক্ষে 396 জন কবিতা পাঠের আসরে অংশগ্রহণ করবেন । 110 জন গল্পের জন্মকথা বিষয়ে আলোচনায় অংশ নেবেন ।

এছাড়া মেলা চলাকালীন সাতটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে । সেখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি- সাহিত্যিকরা । এবারে সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 2023 উপলক্ষে শীর্ষ পংক্তি করা হয়েছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার লাইন, 'একটু পা চালিয়ে ভাই' ।

পাশাপাশি মেলা উপলক্ষে মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবর্ষ ৷ তার প্রাক্কালে তাঁর স্মরণে বিশেষ স্মারক গ্রন্থ 'মাইকেল: মধুসূদন দত্ত - ফিরে দেখা' প্রকাশ করা হচ্ছে । 11 জানুয়ারি বিকেল চারটে এই উৎসবের উদ্বোধন করবেন কথাকার অমর মিত্র ও কবি দেবদাস দাস আচার্য ।

গতবছর এই মেলা শুরু হয়েছিল 23 ফেব্রুয়ারি থেকে । প্রায় 340টি লিটিল ম্যাগাজিন সংস্থা, 332 জন কবি ও 78 জন কথকার সেখানে অংশ নিয়েছিলেন । গতবারের থিম ছিল কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে ৷ তাঁরই কবিতার লাইন 'আমার জন্মের কোনও শেষ নেই' কে শীর্ষ পংক্তি করা হয়েছিল ।

এদিনের সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও অনেকে উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্যে অন্যতম শ্রীজাত, সুবোধ সরকার, আবুল বাশার প্রমুখ ৷

আরও পড়ুন: আধুনিক প্রজন্মের কাছে বাংলাভাষাকে তুলে ধরতেই সাহিত্য উৎসব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.