কলকাতা, 29 জুন : জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য কলকাতায় সীমিত সংখ্যক মেট্রো চালানোর অনুমতি চেয়ে কেন্দ্রকে প্রস্তাব দিল কর্তৃপক্ষ ৷ মেট্রোর তরফে জানানো হয়েছে, কেন্দ্রের অনুমতি মিললেই কলকাতায় মেট্রো পরিষেবা চালু করা হবে ৷ যদিও আজ নবান্নে বৈঠক চলাকালীন রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিলেন, এখনই মেট্রো রেল পরিষেবা চালু করা সম্ভব নয় ৷
সামাজিক দূরত্ব বজায় রেখে মেট্রোরেল চালু সম্ভব কি না তা নিয়ে আজ রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠকে বসে মেট্রো কর্তৃপক্ষ ৷ এই বৈঠকে সমস্ত দিক বিবেচনা করে মেট্রোর আধিকারিকদের তরফে জানানো হয়, 12 অগাস্টের আগে মেট্রো পরিষেবা চালু করা সম্ভব নয় ৷
পরে অবশ্য মেট্রোর জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী মুখোপাধ্যায় জানান, জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য সীমিত সংখ্যক মেট্রো চালানো যেতে পারে ৷ ইতিমধ্যে সেই বিষয়ে কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হয়েছে ৷ কেন্দ্র এই প্রস্তাবে সম্মতি দিলেই মেট্রো পরিষেবা চালু করা যাবে ৷
আজ নবান্নে সাংবাদিক বৈঠকেও মমতা জানান, কেন্দ্রকে কলকাতায় মেট্রো পরিষেবা চালু করার জন্য অনুরোধ জানানো হয়েছে ৷ তাছাড়া রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে রেলবোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন ৷ মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, "আমরা চেয়েছিলাম সবার জন্যই মেট্রো পরিষেবা চালু করা হোক ৷ কিন্তু, ওরা বলেছে তা সম্ভব নয় ৷ জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য সীমিত সংখ্যক মেট্রো চালানো যেতে পারে ৷ আমার মনে হয়, যদি সেটাও হয় তাহলেও অনেকটা সুবিধা হবে ৷"