ETV Bharat / state

Rose valley Chit Fund Case: রোজভ্যালি-কাণ্ডে আমানতকারীদের টাকা ফেরানোর দাবিতে এবার শাহকে চিঠি - অল ইন্ডিয়া রোজভ্যালি সাফারার্স অ্যাসোসিয়েশন

রোজভ্যালি-কাণ্ডে এ বার অমিত শাহকে চিঠি দিচ্ছে আমানতকারীরা ৷ 1 লক্ষ আমানতকারীদের সই সংগ্রহ করে শাহকে চিঠি পাঠানো হবে ৷ মূলত, আমানতকারীদের টাকা ফেরানোর দাবিতে এই চিঠি পাঠাবে অল ইন্ডিয়া রোজভ্যালি সাফারার্স অ্যাসোসিয়েশন ৷

Rosevalley Chit Fund Case ETV BHARAT
Rosevalley Chit Fund Case
author img

By

Published : May 23, 2023, 10:02 PM IST

কলকাতা, 23 মে: রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে ৷ এই দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানানো হবে ৷ তার জন্য এক লক্ষ আমানতকারীর সই সংগ্রহ করা শুরু করল অল ইন্ডিয়া রোজভ্যালি সাফারার্স অ্যাসোসিয়েশন ৷ উল্লেখ্য, সাহারা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির আমানতকারীদের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র ৷ একইভাবে রোজভ্যালিতে নিজেদের সর্বস্ব হারানো আমানতকারীদের টাকা ফেরাতে হবে বল দাবি তুলেছে ওই সংগঠন ৷

সংগঠনের সভাপতি তথা বিজেপি নেতা গোপাল সরকার দাবি করেছেন, 1 লক্ষ আমানতকারীর সই সংগ্রহের এই কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক ৷ পাশাপাশি, 26 মে অল ইন্ডিয়া রোজভ্যালি সাফারার্স অ্যাসোসিয়েশন একটি অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে ৷ ওইদিন অর্থাৎ, শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে রোজভ্যালির আমানতকারীরা অবস্থান-বিক্ষোভে সামিল হবেন ৷ সেখান থেকেই শুরু হবে সই সংগ্রহের কাজ ৷ অরাজনৈতিক কর্মসূচি বলা হলেও, ওইদিনের কর্মসূচিতে রাজ্যের প্রায় সব বিরোধী দলকেই ডাকা হয়েছে ৷

অল ইন্ডিয়া রোজভ্যালি সাফারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, যে কেউ এসে সই করে চলে যাবেন, তা হবে না ৷ রোজভ্যালি সংস্থার টাকা বিনিয়োগ করেছিলেন, সেই প্রমাণপত্র নিয়ে আসতে হবে 26 মে-র কর্মসূচিতে ৷ বৈধ নথি দেখিয়ে তার পরেই সই করা যাবে ৷ তবে, শুধু পশ্চিমবঙ্গ নয় ৷ ভারতের অন্যান্য যেসব রাজ্যে রোজভ্যালিতে সাধারণ মানুষ টাকা রেখেছিলেন ৷ সেই সব রাজ্যে সই সংগ্রহ হবে ৷

আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে শ্রেয়া পান্ডের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের

এই তালিকায় রয়েছে, অসম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, ওড়িশা, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা-সহ মোট 18টি রাজ্যে এই অবস্থান-বিক্ষোভ ও সই সংগ্রহ করা হবে ৷ আর সেগুলি একত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে পাঠানো হবে ৷ যদিও, রোজভ্যালি চিটফাণ্ড মামলা আদালতে এখনও বিচারাধীন ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও এই মামলায় তদন্ত প্রক্রিয়া শেষ করতে পারেনি ৷ এই পরিস্থিতিতে আদালতের নির্দেশ ছাড়া কেন্দ্র কোনওরকম হস্তক্ষেপ করবে কি না, সেই নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ৷

কলকাতা, 23 মে: রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে ৷ এই দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানানো হবে ৷ তার জন্য এক লক্ষ আমানতকারীর সই সংগ্রহ করা শুরু করল অল ইন্ডিয়া রোজভ্যালি সাফারার্স অ্যাসোসিয়েশন ৷ উল্লেখ্য, সাহারা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির আমানতকারীদের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র ৷ একইভাবে রোজভ্যালিতে নিজেদের সর্বস্ব হারানো আমানতকারীদের টাকা ফেরাতে হবে বল দাবি তুলেছে ওই সংগঠন ৷

সংগঠনের সভাপতি তথা বিজেপি নেতা গোপাল সরকার দাবি করেছেন, 1 লক্ষ আমানতকারীর সই সংগ্রহের এই কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক ৷ পাশাপাশি, 26 মে অল ইন্ডিয়া রোজভ্যালি সাফারার্স অ্যাসোসিয়েশন একটি অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে ৷ ওইদিন অর্থাৎ, শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে রোজভ্যালির আমানতকারীরা অবস্থান-বিক্ষোভে সামিল হবেন ৷ সেখান থেকেই শুরু হবে সই সংগ্রহের কাজ ৷ অরাজনৈতিক কর্মসূচি বলা হলেও, ওইদিনের কর্মসূচিতে রাজ্যের প্রায় সব বিরোধী দলকেই ডাকা হয়েছে ৷

অল ইন্ডিয়া রোজভ্যালি সাফারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, যে কেউ এসে সই করে চলে যাবেন, তা হবে না ৷ রোজভ্যালি সংস্থার টাকা বিনিয়োগ করেছিলেন, সেই প্রমাণপত্র নিয়ে আসতে হবে 26 মে-র কর্মসূচিতে ৷ বৈধ নথি দেখিয়ে তার পরেই সই করা যাবে ৷ তবে, শুধু পশ্চিমবঙ্গ নয় ৷ ভারতের অন্যান্য যেসব রাজ্যে রোজভ্যালিতে সাধারণ মানুষ টাকা রেখেছিলেন ৷ সেই সব রাজ্যে সই সংগ্রহ হবে ৷

আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে শ্রেয়া পান্ডের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের

এই তালিকায় রয়েছে, অসম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, ওড়িশা, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা-সহ মোট 18টি রাজ্যে এই অবস্থান-বিক্ষোভ ও সই সংগ্রহ করা হবে ৷ আর সেগুলি একত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে পাঠানো হবে ৷ যদিও, রোজভ্যালি চিটফাণ্ড মামলা আদালতে এখনও বিচারাধীন ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও এই মামলায় তদন্ত প্রক্রিয়া শেষ করতে পারেনি ৷ এই পরিস্থিতিতে আদালতের নির্দেশ ছাড়া কেন্দ্র কোনওরকম হস্তক্ষেপ করবে কি না, সেই নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.