কলকাতা, 19 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019- এর প্রতিবাদে আজ কলকাতায় বামেদের বিশাল মিছিল বের হয় । CPI(M), CPI সহ মোট 17 টি বাম দল মিছিলে অংশ নেয় । মিছিলের নেতৃত্ব দেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, পলিটবিউরো সদস্য মহম্মদ সেলিম । মৌলালির রামলীলা ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে পার্কসার্কাসে গিয়ে শেষ হয় ।
বিমান বসু বলেন, "17টি বাম দল নিয়ে আজকের কর্মসূচির জন্য বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এই সিদ্ধান্ত অনুসারে 16, 17, 18 CAA ও NRC -র প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা । কলকাতায় বিভিন্ন জেলার কর্মীদের আজ এই ইশুতে মিছিল করা হল ।"
মহম্মদ সেলিম বলেন, "CAA ও NRC-র বিরুদ্ধে গোটা দেশের মানুষ এককাট্টা হয় । যারা বিভেদপন্থী, ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চেয়েছিল, তারা প্রশাসন , পুলিশ ও আইন সভাকে ব্যবহার করেছে । যত বেশি তারা মানুষকে ভাগ করতে চেয়েছে, তত বেশি মানুষ এককাট্টা হয়েছে । এই প্রতিবাদ দেখে সরকার ভয় পেয়েছে ।"
মহম্মদ সেলিম নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ইশুতে কেন্দ্রের NDA সরকারের পাশাপাশি, রাজ্যের তৃণমূল কংগ্রেসে সরকারেরও সমালোচনা করেন । তিনি বলেন, "আমরা যাতে মিছিল করতে না পারি তার জন্য পুলিশ আমাদের চিঠি পাঠিয়ে নিষেধ করছে, রাতে বাড়ি বাড়ি লোক পাঠিয়ে আমাদের হুমকি দিয়েছে । দিল্লিতেও মিছিল করতে গেলে সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাতদের গ্রেপ্তার করে পুলিশ । আর এদিকে, কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলেছে, শুধুই উনিই(মমতা বন্দ্যোপাধ্যায়) নাটক করতে পারবেন আর কেউ মিছিল করতে পারবে না ।"