ETV Bharat / state

বিরোধী ভোট একত্রিত করতে মরিয়া বামফ্রন্ট - কলকাতা রাজনৈতিক খবর

বিরোধী প্রত্যেকটি ভোট পাওয়ার লক্ষ্য নিয়ে গতকাল ফের একবার বৈঠক হল বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে । ছট পুজোর উৎসবে সবাই যখন ব্যস্ত, তখন ফের একবার জোট সমীকরণ ঝালিয়ে নিলেন যুযুধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব । বিমান বসু এবং সোমেন মিত্র পরস্পর আলোচনা করে সিদ্ধান্ত নিলেন, আজ থেকেই আরও জোরকদমে প্রচার শুরু হয়ে যাবে তিনটি বিধানসভা কেন্দ্রে ।

বিমান বসু এবং সোমেন মিত্র
author img

By

Published : Nov 3, 2019, 8:55 AM IST

কলকাতা, 3 নভেম্বর : আসন্ন বিধানসভা উপনির্বাচনে তৃণমূল এবং BJP বিরোধী একটি ভোটও যেন হাতছাড়া না হয় । বিরোধী প্রত্যেকটি ভোট পাওয়ার লক্ষ্য নিয়ে গতকাল ফের একবার বৈঠক হল বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে । অতীতের জয় পরাজয়ের ইতিহাস দেখে আশাবাদী বামফ্রন্ট মনে করছে করিমপুর, খড়্গপুর সদর এবং কালিয়াগঞ্জে আশানুরূপ ফল হবে বাম-কংগ্রেস জোটের ।

কিছুটা অপ্রত্যাশিত ছিল এই বৈঠক । ছট পুজোর উৎসবে সবাই যখন ব্যস্ত, তখন ফের একবার জোট সমীকরণ ঝালিয়ে নিলেন যুযুধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব । বিমান বসু এবং সোমেন মিত্র পরস্পর আলোচনা করে সিদ্ধান্ত নিলেন, আজ থেকেই আরও জোরকদমে প্রচার শুরু হয়ে যাবে তিনটি বিধানসভা কেন্দ্রে । কালিয়াগঞ্জ, খড়্গপুর সদর এবং করিমপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রে আরও বেশি ভোট পাওয়ার জন্য বামফ্রন্ট এবং কংগ্রেস ইতিমধ্যেই বিভিন্ন রকম সমীকরণ করছে ।

বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বের ব্যাখ্যা, 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত সবক'টি বিধানসভা নির্বাচনে করিমপুরে বামফ্রন্ট প্রার্থীরাই জয়ী হয়েছেন । 2016 সালের নির্বাচনে করিমপুর বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিল বামফ্রন্ট । কালিয়াগঞ্জে তিনটি বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট জয়ী হয়েছিল । 1987, 1991, 2006 সালে জয়ী হয়েছিল বামফ্রন্ট । তবে, খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট কোনদিনই সফল হতে পারেনি ।

অতীতের এই পর্যালোচনা থেকে ইতিমধ্যেই কোমর বেঁধে দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য রাজ্যের শীর্ষস্তরের নেতৃত্ব সংশ্লিষ্ট তিনটি বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন বলে সিদ্ধান্ত হয়েছে ।

কলকাতা, 3 নভেম্বর : আসন্ন বিধানসভা উপনির্বাচনে তৃণমূল এবং BJP বিরোধী একটি ভোটও যেন হাতছাড়া না হয় । বিরোধী প্রত্যেকটি ভোট পাওয়ার লক্ষ্য নিয়ে গতকাল ফের একবার বৈঠক হল বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে । অতীতের জয় পরাজয়ের ইতিহাস দেখে আশাবাদী বামফ্রন্ট মনে করছে করিমপুর, খড়্গপুর সদর এবং কালিয়াগঞ্জে আশানুরূপ ফল হবে বাম-কংগ্রেস জোটের ।

কিছুটা অপ্রত্যাশিত ছিল এই বৈঠক । ছট পুজোর উৎসবে সবাই যখন ব্যস্ত, তখন ফের একবার জোট সমীকরণ ঝালিয়ে নিলেন যুযুধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব । বিমান বসু এবং সোমেন মিত্র পরস্পর আলোচনা করে সিদ্ধান্ত নিলেন, আজ থেকেই আরও জোরকদমে প্রচার শুরু হয়ে যাবে তিনটি বিধানসভা কেন্দ্রে । কালিয়াগঞ্জ, খড়্গপুর সদর এবং করিমপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রে আরও বেশি ভোট পাওয়ার জন্য বামফ্রন্ট এবং কংগ্রেস ইতিমধ্যেই বিভিন্ন রকম সমীকরণ করছে ।

বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বের ব্যাখ্যা, 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত সবক'টি বিধানসভা নির্বাচনে করিমপুরে বামফ্রন্ট প্রার্থীরাই জয়ী হয়েছেন । 2016 সালের নির্বাচনে করিমপুর বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিল বামফ্রন্ট । কালিয়াগঞ্জে তিনটি বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট জয়ী হয়েছিল । 1987, 1991, 2006 সালে জয়ী হয়েছিল বামফ্রন্ট । তবে, খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট কোনদিনই সফল হতে পারেনি ।

অতীতের এই পর্যালোচনা থেকে ইতিমধ্যেই কোমর বেঁধে দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য রাজ্যের শীর্ষস্তরের নেতৃত্ব সংশ্লিষ্ট তিনটি বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন বলে সিদ্ধান্ত হয়েছে ।

Intro:আসন্ন বিধানসভা উপনির্বাচনে তৃণমূল এবং বিজেপি বিরোধী একটি ভোটও যেন হাতছাড়া না হয়। বিরোধী প্রত্যেকটি ভোট পাওয়ার লক্ষ্যে আজ ফের একবার বৈঠক হলো বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে।
অতীতের জয় পরাজয়ের ইতিহাস দেখে আশাবাদী বামফ্রন্ট মনে করছে করিমপুর, খড়গপুর সদর এবং কালিয়াগঞ্জে আশানুরূপ ফল হবে বাম কংগ্রেস জোটের।


Body:কিছুটা অপ্রত্যাশিত ছিল আজকের বৈঠক। ছট পুজোর উৎসবে সবাই যখন ব্যস্ত, তখন ফের একবার জোট সমীকরণ ঝালিয়ে নিলেন যুযুধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব।
বিমান বসু এবং সোমেন মিত্র পরস্পর আলোচনা করে সিদ্ধান্ত নিলেন আগামীকাল রবিবার থেকেই আরো জোরকদমে প্রচার শুরু হয়ে যাবে তিনটি বিধানসভা কেন্দ্রে। কালিয়াগঞ্জ, খড়গপুর সদর এবং করিমপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রে আরো বেশি ভোট পাওয়ার লক্ষ্যে বামফ্রন্ট এবং কংগ্রেস ইতিমধ্যেই বিভিন্ন রকম সমীকরণ করছে।
বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বের ব্যাখ্যা,১৯৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সবকটি বিধানসভা নির্বাচনে করিমপুরে বামফ্রন্ট প্রার্থীরাই জয়ী হয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে করিমপুর বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিল বামফ্রন্ট। কালিয়াগঞ্জ সবকটি বিধানসভা নির্বাচনের মধ্যে তিনটিতে বামফ্রন্ট জয়ী হয়েছিল। ১৯৮৭,১৯৯১,২০০৬ সালে জয়ী হয়েছিল বামফ্রন্ট। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট কোনদিনই সফল হতে পারেনি।
অতীতের এই পর্যালোচনা থেকে ইতিমধ্যেই কোমর বেঁধে দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য রাজ্যের শীর্ষ স্তরের নেতৃত্ব সংশ্লিষ্ট তিনটি বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.