কলকাতা, 3 নভেম্বর : আসন্ন বিধানসভা উপনির্বাচনে তৃণমূল এবং BJP বিরোধী একটি ভোটও যেন হাতছাড়া না হয় । বিরোধী প্রত্যেকটি ভোট পাওয়ার লক্ষ্য নিয়ে গতকাল ফের একবার বৈঠক হল বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে । অতীতের জয় পরাজয়ের ইতিহাস দেখে আশাবাদী বামফ্রন্ট মনে করছে করিমপুর, খড়্গপুর সদর এবং কালিয়াগঞ্জে আশানুরূপ ফল হবে বাম-কংগ্রেস জোটের ।
কিছুটা অপ্রত্যাশিত ছিল এই বৈঠক । ছট পুজোর উৎসবে সবাই যখন ব্যস্ত, তখন ফের একবার জোট সমীকরণ ঝালিয়ে নিলেন যুযুধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব । বিমান বসু এবং সোমেন মিত্র পরস্পর আলোচনা করে সিদ্ধান্ত নিলেন, আজ থেকেই আরও জোরকদমে প্রচার শুরু হয়ে যাবে তিনটি বিধানসভা কেন্দ্রে । কালিয়াগঞ্জ, খড়্গপুর সদর এবং করিমপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রে আরও বেশি ভোট পাওয়ার জন্য বামফ্রন্ট এবং কংগ্রেস ইতিমধ্যেই বিভিন্ন রকম সমীকরণ করছে ।
বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বের ব্যাখ্যা, 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত সবক'টি বিধানসভা নির্বাচনে করিমপুরে বামফ্রন্ট প্রার্থীরাই জয়ী হয়েছেন । 2016 সালের নির্বাচনে করিমপুর বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিল বামফ্রন্ট । কালিয়াগঞ্জে তিনটি বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট জয়ী হয়েছিল । 1987, 1991, 2006 সালে জয়ী হয়েছিল বামফ্রন্ট । তবে, খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট কোনদিনই সফল হতে পারেনি ।
অতীতের এই পর্যালোচনা থেকে ইতিমধ্যেই কোমর বেঁধে দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য রাজ্যের শীর্ষস্তরের নেতৃত্ব সংশ্লিষ্ট তিনটি বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন বলে সিদ্ধান্ত হয়েছে ।