ETV Bharat / state

Agitation for DA: মেয়রের হুঁশিয়ারি মানতে নারাজ, 9 মার্চ ধর্মঘটে সামিল হবেন বাম পৌরকর্মীরা - Agitation for DA

ধর্মঘট নিয়ে হুঁশিয়ারি দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তবে তা মানতে নারাজ বাম পৌরকর্মীরা (KMC Workers) ৷ জানিয়েছেন, 9 মার্চ ধর্মঘটে সামিল হবে তারা ৷

Bandh ETV Bharat
মেয়র ফিরহাদ হাকিম
author img

By

Published : Feb 22, 2023, 10:01 PM IST

9 মার্চ ধর্মঘটে সামিল হবে বাম পৌরকর্মীরা

কলকাতা, 22 ফেব্রুয়ারি: ফের ধর্মঘটের সংস্কৃতি ফেরাতে চাইছে কিছু বামপন্থীরা। ফের ষড়যন্ত্র করছে তারা। মানুষ এদের জবাব দেবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। মেয়রের পালটা বাম পৌরকর্মী সংগঠন জানাল, তাঁর হুমকি কে শোনে ! কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) যৌথ মঞ্চ 9 মার্চ ধর্মঘটে শামিল হবে ।

ডিএ নিয়ে আন্দোলন ও কর্মবিরতি: বকেয়া ডিএ মেটানোর দাবিতে সম্প্রতি সরকারি কর্মচারীদের আন্দোলন তুঙ্গে উঠেছে । যৌথ সংগ্রামী মঞ্চের নেতৃত্বে কর্মবিরতি হয়েছে ইতিমধ্যেই । সরকারের তরফে সরকারি কর্মীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে । আর তার মধ্যেই আন্দোলন আরও জোরদার করেছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। কর্মচারীদের দুই মঞ্চের যৌথ আহ্বানে এবার 9 মার্চ ধর্মঘটের পথে সরকারি কর্মীরা । আর কর্মবিরতির মতই ধর্মঘটের বিরুদ্ধে কড়া মনোভাব সরকারের। তবে সেই চোখ রাঙানি আর কর্মীরা মানবে না বলে তাদের আন্দোলনের জোর বৃদ্ধির মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছে । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷

মেয়রের হুঁশিয়ারি: এদিন ধর্মঘট প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বামপন্থীরা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে ৷ কিছু বামপন্থী সংগঠন আছে যারা আবার সেই সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে । বামপন্থীরা আবার বড় ষড়যন্ত্র করছে। যখন মুখ্যমন্ত্রী রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে । এরা তখন এই সব ষড়যন্ত্র করছে। এখানে ছেলেমেয়েরা বেকার হয় থাকবে, আর ওদের ধর্মঘটের ধাক্কায় আইটি কোম্পানিরা বেঙ্গালুরু ও হায়দরাবাদ চলে যাবে, সেটা হবে না।"

তিনি জানান, সরকারকে কিছু করতে হয়নি বাংলার মানুষ বামেদের প্রত্যাখ্যান করেছে। এবারও তাদের কিছু করতে হবে না ৷ মেয়রের বিশ্বাস মানুষ সময়ে জবাব দেবে । তবে ফিরহাদের এই হুঁশিয়ারি মাথা পেতে নেয়নি বাম কর্মী সংগঠনও । কেএমসি ক্লার্ক ইউনিয়নের তরফে এ দিনই জানানো হল, আগামিদিনে সরকারি কর্মীদের ডিএ-সহ একাধিক দাবিতে যে ধর্মঘট হবে, তাতে কলকাতা পৌরনিগমের বামপন্থী প্রচারী ও ইঞ্জিনিয়রদের যৌথ মঞ্চ শামিল হবে। এর বিরুদ্ধে সরকার যে পদক্ষেপও নিক, পিছপা হবে না তারা ।

হুঁশিয়ারি মানতে নারাজ ক্লার্ক ইউনিয়ন: এ বিষয় কেএমসি ক্লার্ক ইউনিয়নের সম্পাদক অমিতাভ ভট্টাচার্য বলেন, "কে মেয়রের হুমকি শুনছে বলুনতো ! মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে হুমকি দিয়ে আসছেন। প্রাপ্য দেওয়ার ক্ষমতা নেই। রাজনৈতিক ইচ্ছে নেই । মেডিক্লেম বার বার বলার পরেও দেয়নি । এবার চাইব না কেড়ে নেব । সেই জায়গায় আমরা কিন্তু যাচ্ছি যে হকের জিনিস দিতে হবেই । আমাদের ডিএ কেড়ে নেওয়া চলবে না, পয়সা নেই শুনব না ।" তিনি এদিন জানান, অবসরপ্রাপ্ত কর্মীদের আরও খারাপ অবস্থা । সরকার গ্র্যাচুইটি-সহ অন্যান্য প্রাপ্য দিচ্ছে না বলে অভিযোগ করেন অমিতাভ ভট্টাচার্য । সকলকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: ছোট লালবাড়ির কেন্দ্রীয় ভবনকে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে

9 মার্চ ধর্মঘটে সামিল হবে বাম পৌরকর্মীরা

কলকাতা, 22 ফেব্রুয়ারি: ফের ধর্মঘটের সংস্কৃতি ফেরাতে চাইছে কিছু বামপন্থীরা। ফের ষড়যন্ত্র করছে তারা। মানুষ এদের জবাব দেবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। মেয়রের পালটা বাম পৌরকর্মী সংগঠন জানাল, তাঁর হুমকি কে শোনে ! কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) যৌথ মঞ্চ 9 মার্চ ধর্মঘটে শামিল হবে ।

ডিএ নিয়ে আন্দোলন ও কর্মবিরতি: বকেয়া ডিএ মেটানোর দাবিতে সম্প্রতি সরকারি কর্মচারীদের আন্দোলন তুঙ্গে উঠেছে । যৌথ সংগ্রামী মঞ্চের নেতৃত্বে কর্মবিরতি হয়েছে ইতিমধ্যেই । সরকারের তরফে সরকারি কর্মীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে । আর তার মধ্যেই আন্দোলন আরও জোরদার করেছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। কর্মচারীদের দুই মঞ্চের যৌথ আহ্বানে এবার 9 মার্চ ধর্মঘটের পথে সরকারি কর্মীরা । আর কর্মবিরতির মতই ধর্মঘটের বিরুদ্ধে কড়া মনোভাব সরকারের। তবে সেই চোখ রাঙানি আর কর্মীরা মানবে না বলে তাদের আন্দোলনের জোর বৃদ্ধির মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছে । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷

মেয়রের হুঁশিয়ারি: এদিন ধর্মঘট প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বামপন্থীরা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে ৷ কিছু বামপন্থী সংগঠন আছে যারা আবার সেই সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে । বামপন্থীরা আবার বড় ষড়যন্ত্র করছে। যখন মুখ্যমন্ত্রী রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে । এরা তখন এই সব ষড়যন্ত্র করছে। এখানে ছেলেমেয়েরা বেকার হয় থাকবে, আর ওদের ধর্মঘটের ধাক্কায় আইটি কোম্পানিরা বেঙ্গালুরু ও হায়দরাবাদ চলে যাবে, সেটা হবে না।"

তিনি জানান, সরকারকে কিছু করতে হয়নি বাংলার মানুষ বামেদের প্রত্যাখ্যান করেছে। এবারও তাদের কিছু করতে হবে না ৷ মেয়রের বিশ্বাস মানুষ সময়ে জবাব দেবে । তবে ফিরহাদের এই হুঁশিয়ারি মাথা পেতে নেয়নি বাম কর্মী সংগঠনও । কেএমসি ক্লার্ক ইউনিয়নের তরফে এ দিনই জানানো হল, আগামিদিনে সরকারি কর্মীদের ডিএ-সহ একাধিক দাবিতে যে ধর্মঘট হবে, তাতে কলকাতা পৌরনিগমের বামপন্থী প্রচারী ও ইঞ্জিনিয়রদের যৌথ মঞ্চ শামিল হবে। এর বিরুদ্ধে সরকার যে পদক্ষেপও নিক, পিছপা হবে না তারা ।

হুঁশিয়ারি মানতে নারাজ ক্লার্ক ইউনিয়ন: এ বিষয় কেএমসি ক্লার্ক ইউনিয়নের সম্পাদক অমিতাভ ভট্টাচার্য বলেন, "কে মেয়রের হুমকি শুনছে বলুনতো ! মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে হুমকি দিয়ে আসছেন। প্রাপ্য দেওয়ার ক্ষমতা নেই। রাজনৈতিক ইচ্ছে নেই । মেডিক্লেম বার বার বলার পরেও দেয়নি । এবার চাইব না কেড়ে নেব । সেই জায়গায় আমরা কিন্তু যাচ্ছি যে হকের জিনিস দিতে হবেই । আমাদের ডিএ কেড়ে নেওয়া চলবে না, পয়সা নেই শুনব না ।" তিনি এদিন জানান, অবসরপ্রাপ্ত কর্মীদের আরও খারাপ অবস্থা । সরকার গ্র্যাচুইটি-সহ অন্যান্য প্রাপ্য দিচ্ছে না বলে অভিযোগ করেন অমিতাভ ভট্টাচার্য । সকলকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: ছোট লালবাড়ির কেন্দ্রীয় ভবনকে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.