কলকাতা, 13 ফেব্রুয়ারি : নবান্ন অভিযানে আক্রান্ত ছাত্র-ছাত্রীরা মিষ্টি খাওয়াল পুলিশকে । গতকাল কলেজ স্ট্রিটে দলবেঁধে পুলিশকে মিষ্টিমুখ করায় তারা । জীবন-জীবিকার দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রী, যুবক-যুবতিদের উপর তৃণমূল যেভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদেই এই মিষ্টিমুখ বলে জানানো হয়েছে এসএফআই ও ডিওয়াইএফআই-র তরফে । তৃণমূল-বিজেপি নামক ফ্যাসিস্টদের দোসর এবং সহযোগী শক্তি বলে মন্তব্য করা হয়েছে ।
বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, পশু শক্তির ইতরতা দেখেছে কলকাতা । একইসঙ্গে জলকামান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, বেধড়ক আক্রমণ । আহত রক্তাক্ত অসংখ্য ছাত্র যুবক। এত অসহিষ্ঞু সরকার ? বিদায়ের ঘণ্টা পেয়েছে। ভয় পেয়েছে। লাল কার্ড দেখিয়ে ওদের রাজ্য ছাড়া করার প্রস্তুতি নিচ্ছে রাজ্যের মানুষ ।
এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের দাবি, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ আক্রমণ চালিয়েছে। সমগ্র ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দরকার । রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার যাওয়ার সময়ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। বিজেপিকে সন্তুষ্ট করতে কতটা নিচে নেমেছে তা ভাবনার অতীত।
আরও পড়ুন, 11 মাস পর স্কুলে ফিরে আবেগঘন শিক্ষক-পড়ুয়ারা
আক্রান্ত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন বুদ্ধিজীবীরা । নবান্ন অভিযানের দিন পুলিশের নির্মম লাঠিচার্জের ঘটনায় নিন্দা জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার, ভাষাবিদ পবিত্র সরকার, অনিক দত্ত, বুদ্ধদেব দাশগুপ্ত প্রমুখ ।