ETV Bharat / state

Left Reacts on Karnataka Result: 'মোদি মিথ' ভেঙে চুরমার, কর্ণাটকে বিজেপির ভরাডুবিতে উচ্ছ্বসিত বামেরা

কর্ণাটকে পর্যুদস্ত বিজেপি ৷ কংগ্রেসের জয়ে খুশি বামেরা ৷ ফের উঠে এল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 13, 2023, 8:09 PM IST

কলকাতা, 13 মে: কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে । একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে জাতীয় কংগ্রেস । আর দক্ষিণের এই রাজ্যে কংগ্রেসের এই জয়ে স্বাভাবিকভাবেই খুশি বিজেপি বিরোধী সিপিএম ৷ কংগ্রেসের পাশে থাকার আশ্বাস দিয়েছে অন্যান্য বাম দলগুলিও ৷

বিজেপি বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছে বামেরা । একইসঙ্গে তাদের বক্তব্য, 'মোদি মিথ' ভেঙে চুরমার হয়েছে ৷ বিজেপি যে অপরাজেয় নয় তা প্রমাণ করল কর্ণাটক । উগ্র সাম্প্রদায়িক প্রচারকে প্রত্যাখ্যান করেছে কর্ণাটকের মানুষ । ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্য গড়ে তুলতে হবে ।

শনিবার সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন,"প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বিজেপির ঘৃণ্য সাম্প্রদায়িক প্রচারাভিযানকে জোরালোভাবে প্রত্যাখ্যান করার জন্য কর্ণাটকের জনগণকে আন্তরিক অভিনন্দন । কর্ণাটকের ভোটারদের স্যালুট যারা এই বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করেছে ।"

  • Hearty congratulations to the people of Karnataka for having emphatically rejected the obnoxious communal campaign of the BJP spearheaded by the Prime Minister and the Home Minister.
    Salute to Karnataka voters who have decisively defeated the BJP in this assembly elections. pic.twitter.com/dMUIgb9QsN

    — Sitaram Yechury (@SitaramYechury) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে সিপিআইের সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন,"কর্ণাটকের মানুষ এই জনাদেশের মাধ্যমে ঘৃণা ও বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন । মোদি-শাহের প্রচারণা মূল বিষয়গুলিকে উপেক্ষা করেছিল এবং মেরুকরণের দিকে মনোনিবেশ করেছিল । যে নকশা পরাজিত হয়েছে । সিপিআই 215 টি আসনে কংগ্রেসকে সমর্থন করেছিল এবং ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে অবদান রেখেছিল ।" ডি রাজার কথায়, মোদির অপরাজেয়তার মায়া ভেঙে গিয়েছে । আরএসএস-বিজেপির তৈরি বিভেদ অবশ্যই অন্যমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দূর করতে হবে । 2024 সালে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্য গড়ে তুলতে হবে ৷

  • Karnataka has rejected the politics of hatred & divide through a decisive mandate. Modi-Shah’s campaign neglected core issues and focused on polarisation. That design stands defeated.

    CPI supported the Congress on 215 seats and contributed in upholding secularism & democracy. pic.twitter.com/7jN80tYSmE

    — D. Raja (@ComradeDRaja) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 21-এ বাংলায় খুঁটিপুজো 24 এ বিজেপির বিসর্জন, কটাক্ষ অভিষেকের

সিপিএম কেন্দ্রীয় কমিটির তরফে মুরলীধরন জানিয়েছেন, কর্ণাটকের জনগণ বিধানসভা নির্বাচনে বিজেপিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে । এই পরাজয় বিজেপি সরকারের চরম দুঃশাসন ও দুর্নীতির ফল । এই রায়টিও দেখায় যে জনগণ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে নির্বাচনী প্রচারের সময় পরিচালিত উগ্র সাম্প্রদায়িক প্রচারকে প্রত্যাখ্যান করেছে ।

কলকাতা, 13 মে: কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে । একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে জাতীয় কংগ্রেস । আর দক্ষিণের এই রাজ্যে কংগ্রেসের এই জয়ে স্বাভাবিকভাবেই খুশি বিজেপি বিরোধী সিপিএম ৷ কংগ্রেসের পাশে থাকার আশ্বাস দিয়েছে অন্যান্য বাম দলগুলিও ৷

বিজেপি বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছে বামেরা । একইসঙ্গে তাদের বক্তব্য, 'মোদি মিথ' ভেঙে চুরমার হয়েছে ৷ বিজেপি যে অপরাজেয় নয় তা প্রমাণ করল কর্ণাটক । উগ্র সাম্প্রদায়িক প্রচারকে প্রত্যাখ্যান করেছে কর্ণাটকের মানুষ । ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্য গড়ে তুলতে হবে ।

শনিবার সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন,"প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বিজেপির ঘৃণ্য সাম্প্রদায়িক প্রচারাভিযানকে জোরালোভাবে প্রত্যাখ্যান করার জন্য কর্ণাটকের জনগণকে আন্তরিক অভিনন্দন । কর্ণাটকের ভোটারদের স্যালুট যারা এই বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করেছে ।"

  • Hearty congratulations to the people of Karnataka for having emphatically rejected the obnoxious communal campaign of the BJP spearheaded by the Prime Minister and the Home Minister.
    Salute to Karnataka voters who have decisively defeated the BJP in this assembly elections. pic.twitter.com/dMUIgb9QsN

    — Sitaram Yechury (@SitaramYechury) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে সিপিআইের সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন,"কর্ণাটকের মানুষ এই জনাদেশের মাধ্যমে ঘৃণা ও বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন । মোদি-শাহের প্রচারণা মূল বিষয়গুলিকে উপেক্ষা করেছিল এবং মেরুকরণের দিকে মনোনিবেশ করেছিল । যে নকশা পরাজিত হয়েছে । সিপিআই 215 টি আসনে কংগ্রেসকে সমর্থন করেছিল এবং ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে অবদান রেখেছিল ।" ডি রাজার কথায়, মোদির অপরাজেয়তার মায়া ভেঙে গিয়েছে । আরএসএস-বিজেপির তৈরি বিভেদ অবশ্যই অন্যমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দূর করতে হবে । 2024 সালে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্য গড়ে তুলতে হবে ৷

  • Karnataka has rejected the politics of hatred & divide through a decisive mandate. Modi-Shah’s campaign neglected core issues and focused on polarisation. That design stands defeated.

    CPI supported the Congress on 215 seats and contributed in upholding secularism & democracy. pic.twitter.com/7jN80tYSmE

    — D. Raja (@ComradeDRaja) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 21-এ বাংলায় খুঁটিপুজো 24 এ বিজেপির বিসর্জন, কটাক্ষ অভিষেকের

সিপিএম কেন্দ্রীয় কমিটির তরফে মুরলীধরন জানিয়েছেন, কর্ণাটকের জনগণ বিধানসভা নির্বাচনে বিজেপিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে । এই পরাজয় বিজেপি সরকারের চরম দুঃশাসন ও দুর্নীতির ফল । এই রায়টিও দেখায় যে জনগণ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে নির্বাচনী প্রচারের সময় পরিচালিত উগ্র সাম্প্রদায়িক প্রচারকে প্রত্যাখ্যান করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.