ETV Bharat / state

Left Front দুর্নীতির প্রতিবাদে আগামী 20 সেপ্টেম্বর ধর্মতলায় বামেদের সমাবেশ - আগামী 20 সেপ্টেম্বর ধর্মতলায় ডাক দিল ডিওয়াইএফআই

চুরি, দুর্নীতি থেকে শুরু করে পুলিশ পাঠিয়ে আনিশ খান খুনের (Anish Khan Death Case) অভিযোগ তুলে ধর্মতলায় সভার ডাক দিল বাম ছাত্র যুব সংগঠন এসএফআই (SFI) ও ডিওয়াইএফআই (DYFI)। আগামী 20 সেপ্টেম্বর ধর্মতলার ওয়াই চ্যানেলে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

Left Front
দুর্নীতির প্রতিবাদে আগামী 20 সেপ্টেম্বর ধর্মতলায় ডাক বামেদের
author img

By

Published : Aug 21, 2022, 10:16 PM IST

কলকাতা, 21 অগস্ট: রাজ্যে ঘটে চলা দুর্নীতি-কাণ্ডের প্রতিবাদে আগামী 20 সেপ্টেম্বর ধর্মতলায় ডাক দিলেন ডিওয়াইএফআই (DYFI)-এর রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) ৷ রবিবার ডিওয়াইএফআই রাজ্য সভাপতি বলেন, "আগামী 20 সেপ্টেম্বর আনিশ খান হত্যার (Anish Khan Death Case) 218 দিন পূর্ণ হবে। অথচ যারা খুন করল তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ, প্রশাসন, সরকার কেউ কিচ্ছুটি বলছে না । কারণ, খুনিরা নিজেরাই বলছে চোরেদের সরকার চলছে । তাদের কিছু হবে না । তারই প্রতিবাদে ধারাবাহিক চুরি-দুর্নীতির বিরুদ্ধে জেলায় জেলায় সভা-সমাবেশ-মিটিং-মিছিল করার পর কেন্দ্রীয়ভাবে কলকাতার ধর্মতলায় আমাদের সভা হবে ।"

মীনাক্ষী মুখোপাধ্যায়ের অভিযোগ, প্রায় 200 দিন হতে চলল পুলিশ দিয়ে আনিশ খানকে খুন করা হয়েছে। অপরাধীরা শাস্তি পেল না। কিন্তু আনিশের পরিবার এখনও পর্যন্ত তাঁদের ছেলের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে দোষীদের শাস্তির দাবিতে অনড় রয়েছে। তিনি আরও জানান, 20 তারিখ আনিশ খান হত্যার 218 দিন হওয়ায় আগে রাজ্যের বিভিন্ন জেলায় মোট 218টি সভা হবে। যে সভায় বাম ছাত্র-যুব তো বটেই, সমাজের সমস্ত অংশের মানুষকে আহ্বান জানানো হবে । যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী মুখ, লড়াই করেন তাঁরাও সামিল হবেন এই সমাবেশে । ধর্মতলার গান্ধি মূর্তির পাদদেশে অবস্থানরত চাকরিপ্রার্থীদেরও এই সমাবেশে আসার আহ্বান জানানো হয়েছে ৷

আরও পড়ুন: এবার সিবিআই-ইডি অভিযানের ডাক সেলিমের

তিনি আরও অভিযোগ করেন, পঞ্চায়েত স্তর থেকে সরকারের বিভিন্ন অংশের দুর্নীতি হচ্ছে। সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের টাকা লুট করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা । পুলিশ, প্রশাসন জেনে কিছু তো করছেই না বরং চোরেদের সাহায্য করছে । উত্তর 24 পরগনা, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । তার প্রতিবাদের পথে নামবে বামেরা ।

কলকাতা, 21 অগস্ট: রাজ্যে ঘটে চলা দুর্নীতি-কাণ্ডের প্রতিবাদে আগামী 20 সেপ্টেম্বর ধর্মতলায় ডাক দিলেন ডিওয়াইএফআই (DYFI)-এর রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) ৷ রবিবার ডিওয়াইএফআই রাজ্য সভাপতি বলেন, "আগামী 20 সেপ্টেম্বর আনিশ খান হত্যার (Anish Khan Death Case) 218 দিন পূর্ণ হবে। অথচ যারা খুন করল তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ, প্রশাসন, সরকার কেউ কিচ্ছুটি বলছে না । কারণ, খুনিরা নিজেরাই বলছে চোরেদের সরকার চলছে । তাদের কিছু হবে না । তারই প্রতিবাদে ধারাবাহিক চুরি-দুর্নীতির বিরুদ্ধে জেলায় জেলায় সভা-সমাবেশ-মিটিং-মিছিল করার পর কেন্দ্রীয়ভাবে কলকাতার ধর্মতলায় আমাদের সভা হবে ।"

মীনাক্ষী মুখোপাধ্যায়ের অভিযোগ, প্রায় 200 দিন হতে চলল পুলিশ দিয়ে আনিশ খানকে খুন করা হয়েছে। অপরাধীরা শাস্তি পেল না। কিন্তু আনিশের পরিবার এখনও পর্যন্ত তাঁদের ছেলের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে দোষীদের শাস্তির দাবিতে অনড় রয়েছে। তিনি আরও জানান, 20 তারিখ আনিশ খান হত্যার 218 দিন হওয়ায় আগে রাজ্যের বিভিন্ন জেলায় মোট 218টি সভা হবে। যে সভায় বাম ছাত্র-যুব তো বটেই, সমাজের সমস্ত অংশের মানুষকে আহ্বান জানানো হবে । যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী মুখ, লড়াই করেন তাঁরাও সামিল হবেন এই সমাবেশে । ধর্মতলার গান্ধি মূর্তির পাদদেশে অবস্থানরত চাকরিপ্রার্থীদেরও এই সমাবেশে আসার আহ্বান জানানো হয়েছে ৷

আরও পড়ুন: এবার সিবিআই-ইডি অভিযানের ডাক সেলিমের

তিনি আরও অভিযোগ করেন, পঞ্চায়েত স্তর থেকে সরকারের বিভিন্ন অংশের দুর্নীতি হচ্ছে। সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের টাকা লুট করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা । পুলিশ, প্রশাসন জেনে কিছু তো করছেই না বরং চোরেদের সাহায্য করছে । উত্তর 24 পরগনা, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । তার প্রতিবাদের পথে নামবে বামেরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.