ETV Bharat / state

Left Front on Nawsad Siddique: নওশাদের মুক্তির দাবিতে পথে নামছে বামেরা, 14 ফেব্রুয়ারি জমায়েতের আবেদন - Nawsad Siddique in jail

গত 15 জানুয়ারি ধর্মতলা থেকে গ্রেফতার করা হয় ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদের সিদ্দিকীকে ৷ তাঁর বিরুদ্ধে পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে (Nawsad Siddique arrested) ৷

ETV Bharat
নৌওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে সরব বামেরা
author img

By

Published : Feb 11, 2023, 10:54 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদের সিদ্দিকী মুক্তির দাবিতে পথে নামছে বামেরা । নওশাদ-সহ ধৃত আইএসএফ কর্মীদের নিঃশর্তে মুক্তির দাবিতে (Nawsad Siddique in jail) আগামী 14 ফেব্রুয়ারি পথে নামা হবে বলে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । সিপিআইএম রাজ্য কমিটির দু’দিনের বৈঠকে আলোচনার পর এই কর্মসূচি জানিয়েছিলেন সেলিম । এবার নওশাদের মুক্তির দাবিতে জমায়েতের ডাক দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) ।

শনিবার এক বিবৃতিতে বিমান বসু লিখেছেন, "পশ্চিমবঙ্গ বিধানসভায় বামপন্থীদের সমর্থনে জয়ী একমাত্র বিরোধী বিধায়ক, নওশাদ সিদ্দিকী-সহ ধৃত সমস্ত রাজনৈতিক বন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করছে রাজ্য বামফ্রন্ট । রাজ্য বামফ্রন্ট মনে করে নওশাদ সিদ্দিকী ও তাঁর সংগঠন আইএসএফ-এর নেতা,কর্মীদের স্বাধীন রাজনৈতিক কর্মসূচী রূপায়ণ করার অধিকার গণতন্ত্র সম্মত । ইতিমধ্যে রাজ্যের নাগরিক সমাজ নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবি করেছে । ভারতসভা হলে গণ-কনভেশনও মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে । নওশাদ সিদ্দিকী-সহ অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে 14 ফেব্রুয়ারি বেলা 1টায় রামলীলা পার্কে বামফ্রন্টের শরিকদল ও বিভিন্ন গণ-সংগঠনের প্রতিনিধিদের জমায়েত হতে আবেদন জানাচ্ছে রাজ্য বামফ্রন্ট ।"

ETV Bharat
বামফ্রন্টের বিবৃতি

আরও পড়ুন: 'পঞ্চায়েতে হারের ভয়েই আমাকে আটকে রাখা !' তোপ নওশাদের

অন্যদিকে নওশাদের মুক্তির দাবি করে মহম্মদ সেলিম বলেন,"আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ বাকি বন্দিদের মুক্তির দাবিতে মিছিল হবে । সেই মিছিলে বিজেপি-তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলিকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে । তার আগের দিন ত্রিপুরার প্রতি সংহতি জানিয়ে রাজ্য জুড়ে ত্রিপুরা সংহতি দিবস পালন করা হবে । কারণ, ত্রিপুরায় বিজেপি গত পাঁচ বছর অপশাসন চালিয়েছে । অপকর্ম করেছে । সেই অপশাসন, অপকর্মের নমুনা রাজ্যের মানুষের কাছে আমরা তুলে ধরব ।’’

উল্লেখ্য, দিন কয়েক আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে কলকাতায় কয়েকটি বিরোধী রাজনৈতিক দল বৈঠকে বসে । সেই বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ তৃণমূল সরকারের স্বৈরাচারী কার্যকলাপের তীব্র সমালোচনা করেন । আগামিদিনে রাজ্যে গণতন্ত্র রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামা হবে বলেও সেই বৈঠকে সিদ্ধান্ত হয় ৷ তার পরপরই সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নওশাদ-সহ সমস্ত বন্দিদের মুক্তির জন্য পথে নামার কথা ঘোষণা করেছেন ।

কলকাতা, 11 ফেব্রুয়ারি: ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদের সিদ্দিকী মুক্তির দাবিতে পথে নামছে বামেরা । নওশাদ-সহ ধৃত আইএসএফ কর্মীদের নিঃশর্তে মুক্তির দাবিতে (Nawsad Siddique in jail) আগামী 14 ফেব্রুয়ারি পথে নামা হবে বলে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । সিপিআইএম রাজ্য কমিটির দু’দিনের বৈঠকে আলোচনার পর এই কর্মসূচি জানিয়েছিলেন সেলিম । এবার নওশাদের মুক্তির দাবিতে জমায়েতের ডাক দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) ।

শনিবার এক বিবৃতিতে বিমান বসু লিখেছেন, "পশ্চিমবঙ্গ বিধানসভায় বামপন্থীদের সমর্থনে জয়ী একমাত্র বিরোধী বিধায়ক, নওশাদ সিদ্দিকী-সহ ধৃত সমস্ত রাজনৈতিক বন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করছে রাজ্য বামফ্রন্ট । রাজ্য বামফ্রন্ট মনে করে নওশাদ সিদ্দিকী ও তাঁর সংগঠন আইএসএফ-এর নেতা,কর্মীদের স্বাধীন রাজনৈতিক কর্মসূচী রূপায়ণ করার অধিকার গণতন্ত্র সম্মত । ইতিমধ্যে রাজ্যের নাগরিক সমাজ নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবি করেছে । ভারতসভা হলে গণ-কনভেশনও মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে । নওশাদ সিদ্দিকী-সহ অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে 14 ফেব্রুয়ারি বেলা 1টায় রামলীলা পার্কে বামফ্রন্টের শরিকদল ও বিভিন্ন গণ-সংগঠনের প্রতিনিধিদের জমায়েত হতে আবেদন জানাচ্ছে রাজ্য বামফ্রন্ট ।"

ETV Bharat
বামফ্রন্টের বিবৃতি

আরও পড়ুন: 'পঞ্চায়েতে হারের ভয়েই আমাকে আটকে রাখা !' তোপ নওশাদের

অন্যদিকে নওশাদের মুক্তির দাবি করে মহম্মদ সেলিম বলেন,"আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ বাকি বন্দিদের মুক্তির দাবিতে মিছিল হবে । সেই মিছিলে বিজেপি-তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলিকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে । তার আগের দিন ত্রিপুরার প্রতি সংহতি জানিয়ে রাজ্য জুড়ে ত্রিপুরা সংহতি দিবস পালন করা হবে । কারণ, ত্রিপুরায় বিজেপি গত পাঁচ বছর অপশাসন চালিয়েছে । অপকর্ম করেছে । সেই অপশাসন, অপকর্মের নমুনা রাজ্যের মানুষের কাছে আমরা তুলে ধরব ।’’

উল্লেখ্য, দিন কয়েক আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে কলকাতায় কয়েকটি বিরোধী রাজনৈতিক দল বৈঠকে বসে । সেই বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ তৃণমূল সরকারের স্বৈরাচারী কার্যকলাপের তীব্র সমালোচনা করেন । আগামিদিনে রাজ্যে গণতন্ত্র রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামা হবে বলেও সেই বৈঠকে সিদ্ধান্ত হয় ৷ তার পরপরই সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নওশাদ-সহ সমস্ত বন্দিদের মুক্তির জন্য পথে নামার কথা ঘোষণা করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.