কলকাতা, 26 নভেম্বর : শুক্রবার প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিক সম্মেলন করে কলকাতা পৌরসভার নির্বাচনের (Kolkata Municipal Election) জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট (Candidate list of Left Front) ৷ 144টি আসনের মধ্যে 127টি আসনে এবার প্রার্থী দিচ্ছে বামেরা ৷ বাকি 17টি আসন ছেড়ে রাখা হয়েছে কংগ্রেস, আইএসএফ এর জন্য ৷ রাজনৈতিকমহলের ধার এভাবে কংগ্রেস, আইএফ-এর উদ্দেশ্যে জোট বার্তাই দিয়ে রাখল বামেরা ৷
এ প্রসঙ্গে সিপিএমের কলকাতা জেলা কমিটির আহ্বায়ক কল্লোল মজুমদার বলেন, "এইসব আসনে আমাদের গণভিত্তি ও সাংগঠনিক শক্তি কম৷ এরকম পরিস্থিতেও আমরা চাই সেখানে যাতে তৃণমূল বা বিজেপি না জেতে ৷ তাই অন্য যেকোনও রাজনৈতিক দল বা গণতান্ত্রিক শক্তি যদি সেখানে প্রার্থী দেন আমরা তাঁদের সমর্থন করব৷ আমাদের প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেস নেতাদের সঙ্গে কথা হয়েছে৷ "
আরও পড়ুন : Kolkata Corporation Election 2021 : কলকাতায় ফিরহাদ-সহ 6 বিধায়ককে ফের প্রার্থী করল তৃণমূল
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে, তাঁরা চল্লিশ থেকে পয়তাল্লিশটি আসনে জয়ের লক্ষ্যে নামছেন বলে জানিয়েছে বাম নেতৃত্ব ৷ রাজনৈতিক মহলের মতে কার্যত দ্বিতীয় হওয়া লক্ষ্য নামছে বামেরা ৷ তাঁদের আশা, শাসকদলের বিভিন্ন নীতি এবং পৌর পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ না করায় তৃণমূলের উপর যে ক্ষোভ মানুষের রয়েছে তা এই ভোটে প্রতিফলিত হবে ৷ এমনকি সংখ্যালঘু ভোটেও ভাঙন হবে বলে বামফ্রন্ট আশাবাদী। রেড ভলেন্টিয়ার্সের তকমায় নয়, এলাকায় মানুষের পাশে থেকে কাজ করার রেকর্ড প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন কল্লোল মজুমদার ।