ETV Bharat / state

রাজ্যসভায় বাম-কংগ্রেসের জোটপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য - প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য

তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় চারটি আসনে তাদের প্রার্থীদের নাম আগেই ঘোষণা করেছিল। আজ বাম-কংগ্রেসের জোটপ্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷

Left-Congress candidate in the Rajya Sabha
বিকাশরঞ্জন ভট্টাচার্য
author img

By

Published : Mar 9, 2020, 9:29 PM IST

Updated : Mar 9, 2020, 10:16 PM IST

কলকাতা, 9 মার্চ : রাজ্যসভায় বাম-কংগ্রেসের জোটপ্রার্থী হচ্ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ আজ আলিমুদ্দিনে বৈঠক শেষে রাজ্যসভার পঞ্চম আসনের প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় চারটি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে । অন্যদিকে গত তিনদিন ধরে বাম-কংগ্রেসের লাগাতার আলাপ আলোচনার পর আজ রাজ্যসভায় তাদের প্রার্থী হিসেবে বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম জানাল আলিমুদ্দিন ৷ কংগ্রেসের উচ্চ নেতৃত্বের সমর্থনেই বিকাশরঞ্জনের নামে সবুজসংকেত মিলেছে বলে জানান বাম নেতারা।

Left-Congress candidate in the Rajya Sabha
বাম-কংগ্রেস জোটপ্রার্থীর নাম ঘোষণা করলেন বিমান বসু

এবিষয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "এই সময় ধর্মনিরপেক্ষতার স্বার্থে বাম ও কংগ্রেসের বৃহৎ ঐক্য প্রয়োজন।" সেই ঐক্যের কথা মাথায় রেখে তাঁকে প্রার্থী নির্বাচন করায় দায়িত্ব বেড়ে গেল বলে মনে করছেন কলকাতার প্রাক্তন মেয়র। পাশাপাশি অতীতের ঘটনা ভুলতে চান বলেও জানান। তিনি বলেন, "আগেরবার শেষ মুহূর্তে প্রার্থী করায় তাড়াহুড়োয় দেরি হয়ে গেছিল মনোনয়নপত্র জমা দিতে। বিধানসভায় পৌঁছেও রাজ্যসভার মনোনয়নপত্র জমা দিতে পারিনি।"

এপ্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "দক্ষ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য রাজ্যসভায় যোগ্য প্রার্থী হিসেবেই যাচ্ছেন।"

কলকাতা, 9 মার্চ : রাজ্যসভায় বাম-কংগ্রেসের জোটপ্রার্থী হচ্ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ আজ আলিমুদ্দিনে বৈঠক শেষে রাজ্যসভার পঞ্চম আসনের প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় চারটি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে । অন্যদিকে গত তিনদিন ধরে বাম-কংগ্রেসের লাগাতার আলাপ আলোচনার পর আজ রাজ্যসভায় তাদের প্রার্থী হিসেবে বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম জানাল আলিমুদ্দিন ৷ কংগ্রেসের উচ্চ নেতৃত্বের সমর্থনেই বিকাশরঞ্জনের নামে সবুজসংকেত মিলেছে বলে জানান বাম নেতারা।

Left-Congress candidate in the Rajya Sabha
বাম-কংগ্রেস জোটপ্রার্থীর নাম ঘোষণা করলেন বিমান বসু

এবিষয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "এই সময় ধর্মনিরপেক্ষতার স্বার্থে বাম ও কংগ্রেসের বৃহৎ ঐক্য প্রয়োজন।" সেই ঐক্যের কথা মাথায় রেখে তাঁকে প্রার্থী নির্বাচন করায় দায়িত্ব বেড়ে গেল বলে মনে করছেন কলকাতার প্রাক্তন মেয়র। পাশাপাশি অতীতের ঘটনা ভুলতে চান বলেও জানান। তিনি বলেন, "আগেরবার শেষ মুহূর্তে প্রার্থী করায় তাড়াহুড়োয় দেরি হয়ে গেছিল মনোনয়নপত্র জমা দিতে। বিধানসভায় পৌঁছেও রাজ্যসভার মনোনয়নপত্র জমা দিতে পারিনি।"

এপ্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "দক্ষ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য রাজ্যসভায় যোগ্য প্রার্থী হিসেবেই যাচ্ছেন।"

Last Updated : Mar 9, 2020, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.