ETV Bharat / state

Panchayat Elections 2023: সন্ত্রাসমুক্ত নির্বাচন-সহ একাধিক দাবি রাজ্য নির্বাচন কমিশনে বাম সমর্থিত 4টি মহিলা সংগঠন

পঞ্চায়েতের মনোনয়ন চলাকালীন বাম কর্মীরা যেমন আক্রান্ত হয়েছেন ৷ তেমনি তাদের মহিলা সংগঠনের সদস্যদের উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ ৷ আর সেই অভিযোগে আজ রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার সঙ্গে দেখা করল বামফ্রন্ট সমর্থিত চারটি মহিলা সংগঠনের সদস্যরা ৷

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 28, 2023, 10:02 PM IST

কলকাতা, 28 জুন: সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত নির্বাচন করাতে হবে ৷ এই দাবি জানিয়ে আজ বামফ্রন্ট সমর্থিত চারটি মহিলা সংগঠন রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ৷ এর পাশাপাশি আরও কয়েক-দফা দাবিতে কমিশনার রাজীবা সিনহার কাছে স্মারলিপি জমা দিয়েছেন বামফ্রন্ট সমর্থিত ওই চার মহিলা সংগঠন ৷ পঞ্চায়েত নির্বাচনের সেই সব দাবির স্বপক্ষে আজ সংগঠনের সদস্যরা রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন ৷

বামফ্রন্ট মহিলা সংগঠনের পক্ষ থেকে কনীনিকা বন্দোপাধ্যায় জানান, পঞ্চায়েতের মনোনয়ন চলাকালীন বাম কর্মীরা যেমন আক্রান্ত হয়েছেন ৷ তেমনি তাদের মহিলা সংগঠনের সদস্যদের ও সাধারণ সমর্থকদের উপরেও হামলা চালানো হয়েছে ৷ বিভিন্ন জায়গায় বারে-বারে মহিলাদের শাসকদলের সন্ত্রাস এবং হুমকির মুখে পড়তে হচ্ছে বলে এ দিন অভিযোগ করেছেন তাঁরা ৷ আজ কমিশনারের কাছে অভিযোগ করা হয়েছে, মনোনয়ন চলাকালীন এআইডিডব্লিউ-এর নেত্রী সোমা দাস মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন ৷ ওই হামলায় বাম যুবনেতা রানা রায়ের হাত ভেঙে গিয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা ৷ আরও অনেক বাম নেতা-কর্মী আহত হয়েছেন ৷

এছাড়াও, পশ্চিম মেদিনীপুরে এআইডিডব্লিউ-এর সদস্য নাসিমা বিবি, যিনি ওই কেন্দ্রে সিপিআইএম জেলা পরিষদের প্রার্থী ৷ তাঁর উপরেও রাস্তায় আক্রমণ করা হয় বলে অভিযোগ করেছেন সংগঠনের সদস্যরা ৷ বাসন্তীতে আরএসপি-র মহিলা প্রার্থী অঞ্জনা বর্মনের উপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বাম মহিলা সংগঠনের সদস্যরা ৷ এ দিন কমিশনারের দফতর থেকে বেরিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন, ‘‘এটা কোন ধরণের গণতন্ত্রের নমুনা ?’’ এমনকি বিভিন্ন জায়গায় যাঁরা প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ৷ আর এসব যেনেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে ৷

আরও পড়ুন: পঞ্চায়েতের মনোনয়নের নিরিখে পশ্চিম বর্ধমানে তৃতীয় স্থানে বিজেপি, এগিয়ে বামেরা

কনীনিকা বন্দ্যোপাধ্যায় হলেন, "এইসব বিষয়গুলি আমরা রাজ্য নির্বাচন কমিশনারকে জানিয়েছি ৷ তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এই বিষয়গুলিতে যথাযথ পদক্ষেপ করবেন ৷ যাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে হয় সেই দিকেও নজর দেবেন ৷ আর যদি তিনি তাঁর দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে আমরা তো রইলামি আমরা বাকিটা বুঝে নেব ৷" স্পষ্ট হুঁশিয়ারি বাম নেত্রীর ৷

কলকাতা, 28 জুন: সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত নির্বাচন করাতে হবে ৷ এই দাবি জানিয়ে আজ বামফ্রন্ট সমর্থিত চারটি মহিলা সংগঠন রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ৷ এর পাশাপাশি আরও কয়েক-দফা দাবিতে কমিশনার রাজীবা সিনহার কাছে স্মারলিপি জমা দিয়েছেন বামফ্রন্ট সমর্থিত ওই চার মহিলা সংগঠন ৷ পঞ্চায়েত নির্বাচনের সেই সব দাবির স্বপক্ষে আজ সংগঠনের সদস্যরা রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন ৷

বামফ্রন্ট মহিলা সংগঠনের পক্ষ থেকে কনীনিকা বন্দোপাধ্যায় জানান, পঞ্চায়েতের মনোনয়ন চলাকালীন বাম কর্মীরা যেমন আক্রান্ত হয়েছেন ৷ তেমনি তাদের মহিলা সংগঠনের সদস্যদের ও সাধারণ সমর্থকদের উপরেও হামলা চালানো হয়েছে ৷ বিভিন্ন জায়গায় বারে-বারে মহিলাদের শাসকদলের সন্ত্রাস এবং হুমকির মুখে পড়তে হচ্ছে বলে এ দিন অভিযোগ করেছেন তাঁরা ৷ আজ কমিশনারের কাছে অভিযোগ করা হয়েছে, মনোনয়ন চলাকালীন এআইডিডব্লিউ-এর নেত্রী সোমা দাস মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন ৷ ওই হামলায় বাম যুবনেতা রানা রায়ের হাত ভেঙে গিয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা ৷ আরও অনেক বাম নেতা-কর্মী আহত হয়েছেন ৷

এছাড়াও, পশ্চিম মেদিনীপুরে এআইডিডব্লিউ-এর সদস্য নাসিমা বিবি, যিনি ওই কেন্দ্রে সিপিআইএম জেলা পরিষদের প্রার্থী ৷ তাঁর উপরেও রাস্তায় আক্রমণ করা হয় বলে অভিযোগ করেছেন সংগঠনের সদস্যরা ৷ বাসন্তীতে আরএসপি-র মহিলা প্রার্থী অঞ্জনা বর্মনের উপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বাম মহিলা সংগঠনের সদস্যরা ৷ এ দিন কমিশনারের দফতর থেকে বেরিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন, ‘‘এটা কোন ধরণের গণতন্ত্রের নমুনা ?’’ এমনকি বিভিন্ন জায়গায় যাঁরা প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ৷ আর এসব যেনেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে ৷

আরও পড়ুন: পঞ্চায়েতের মনোনয়নের নিরিখে পশ্চিম বর্ধমানে তৃতীয় স্থানে বিজেপি, এগিয়ে বামেরা

কনীনিকা বন্দ্যোপাধ্যায় হলেন, "এইসব বিষয়গুলি আমরা রাজ্য নির্বাচন কমিশনারকে জানিয়েছি ৷ তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এই বিষয়গুলিতে যথাযথ পদক্ষেপ করবেন ৷ যাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে হয় সেই দিকেও নজর দেবেন ৷ আর যদি তিনি তাঁর দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে আমরা তো রইলামি আমরা বাকিটা বুঝে নেব ৷" স্পষ্ট হুঁশিয়ারি বাম নেত্রীর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.