ETV Bharat / state

সমঝোতার বার্তা দিয়ে 6 অক্টোবর পথে বাম-কংগ্রেস - বাম কংগ্রেস যৌথ মিছিল

গতকাল আবদুল মান্নান ও প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

Kolkata
যৌথ মিছিল বাম কংগ্রেসের
author img

By

Published : Oct 4, 2020, 8:02 AM IST

কলকাতা, 4 অক্টোবর : সমঝোতার বার্তা দিয়ে ফের যৌথভাবে পথে নামতে চলেছে বাম ও কংগ্রেস । শুধু কলকাতায় নয়, মঙ্গলবার রাজ্যজুড়ে বৃহত্তর কর্মসূচি নিয়েছে তারা । উত্তরপ্রদেশের হাথরস সহ একাধিক জায়গায় মহিলাদের উপর যে নির্যাতন ও খুনের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া নেওয়া হয়েছে । এদিকে গতকালই হাথরসের ঘটনার প্রতিবাদে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বাম ও কংগ্রেসের শাখা সংগঠন ।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও ডেবরায় দুই যুবতিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠেছে । এই কর্মসূচিতে তা নিয়েও প্রতিবাদ করা হবে । মহিলাদের উপর আক্রমণের ঘটনাগুলির যথাযথ বিচারের দাবি জানাবে তারা ।

আবদুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে গতকাল দীর্ঘক্ষণ বৈঠক করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে , 6 অক্টোবর বিকেল সাড়ে তিনটের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে জমায়েত করা হবে । রপর প্রতিবাদ মিছিল লেনিন সরণি, মৌলালি, মল্লিক বাজার , পার্ক স্ট্রিট হয়ে লেডি ব্র‍্যাবোর্ন কলেজের সামনে শেষ হবে । এই মিছিলে তৃণমূল ও BJP বিরোধী সমস্ত রাজনৈতিক সংগঠন ও গণসংগঠনকে সামিল হওয়ার আবেদন জানানো হয়েছে । এছাড়াও প্রতিটি জেলাতেই এই কর্মসূচি পালন করা হবে ।

কলকাতা, 4 অক্টোবর : সমঝোতার বার্তা দিয়ে ফের যৌথভাবে পথে নামতে চলেছে বাম ও কংগ্রেস । শুধু কলকাতায় নয়, মঙ্গলবার রাজ্যজুড়ে বৃহত্তর কর্মসূচি নিয়েছে তারা । উত্তরপ্রদেশের হাথরস সহ একাধিক জায়গায় মহিলাদের উপর যে নির্যাতন ও খুনের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া নেওয়া হয়েছে । এদিকে গতকালই হাথরসের ঘটনার প্রতিবাদে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বাম ও কংগ্রেসের শাখা সংগঠন ।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও ডেবরায় দুই যুবতিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠেছে । এই কর্মসূচিতে তা নিয়েও প্রতিবাদ করা হবে । মহিলাদের উপর আক্রমণের ঘটনাগুলির যথাযথ বিচারের দাবি জানাবে তারা ।

আবদুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে গতকাল দীর্ঘক্ষণ বৈঠক করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে , 6 অক্টোবর বিকেল সাড়ে তিনটের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে জমায়েত করা হবে । রপর প্রতিবাদ মিছিল লেনিন সরণি, মৌলালি, মল্লিক বাজার , পার্ক স্ট্রিট হয়ে লেডি ব্র‍্যাবোর্ন কলেজের সামনে শেষ হবে । এই মিছিলে তৃণমূল ও BJP বিরোধী সমস্ত রাজনৈতিক সংগঠন ও গণসংগঠনকে সামিল হওয়ার আবেদন জানানো হয়েছে । এছাড়াও প্রতিটি জেলাতেই এই কর্মসূচি পালন করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.