ETV Bharat / state

Complaint Against ED: ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার সেলে পালটা অভিযোগ লিপস অ্যান্ড বাউন্সের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

Leaps and Bounds Files Complaint against Enforcement Directorate: চলতি সপ্তাহে লিপস অ্যান্ড বাউন্ডস নামে একটি সংস্থার একাধিক অফিসে তল্লাশি চালায় ইডি ৷ সেই সময় বিনা অনুমতিতে 16টি এক্সএল ফাইল ডাউনলোড করেছে বলে অভিযোগ ওই সংস্থার ৷ তাই ইডির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে ওই সংস্থা ৷

Complaint Against ED
Complaint Against ED
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 7:29 PM IST

কলকাতা, 25 অগস্ট: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে এবার পালটা অভিযোগ দায়ের করল লিপস অ্যান্ড বাউন্ডস । অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই নিউ আলিপুরে তাদের অফিসে 16টি এক্সএল ফাইল ডাউনলোড করেছে ইডি । এর ফলে তাদের সংস্থার অভ্যন্তরীণ তথ্য প্রকাশ্যে চলে এসেছে । ওই সংস্থার অ্যাকাউন্ট্যান্ট চন্দন বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সাইবার সেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক কোনও প্রকারের মন্তব্য করতে চাননি ।

চলতি সপ্তাহে নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডস নামে ওই সংস্থার অফিসে এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অফিসে তল্লাশি ও অভিযান চালায় ইডি । সোমবার সকাল 11টা থেকে সেখানে প্রায় 18 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয় ৷ তদন্তকারী আধিকারিকরা মোট এক হাজার পাতার নথি উদ্ধার করেন । তল্লাশি অভিযানের পর মোট তিনটি ব্যাগ নিয়ে সেই অফিস থেকে বেরিয়ে পড়েন তদন্তকারীরা ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, ওই সংস্থায় চিফ অপারেটিং অফিসার (সিইও) পদে কাজ করতেন ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু । কালীঘাটের কাকুর সঙ্গে ওই সংস্থার 95 লক্ষ টাকার লেনদেন হয়েছে ৷ বুধবার সরাসরি প্রেস বিবৃতি দিয়ে ইডি-র তরফ থেকে জানানো হয়, একটি নির্দিষ্ট সময়ে পর্যন্ত ওই সংস্থার সিইও ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

ইডি-র তরফে জানানো হয়েছে, 2012 সালের এপ্রিল থেকে 2014 সালের জানুয়ারি মাস পর্যন্ত ওই সংস্থায় পদ সিইও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
তবে এই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ, সংশ্লিষ্ট কোম্পানির এখনও 14টি রহস্যময় ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা অত্যন্ত প্রয়োজন । মূলত, কালো টাকা সাদা টাকায় রূপান্তর করার জন্যই এই কোম্পানিকে ব্যবহার করা হয়েছিল ।

আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্সের মাথা অভিষেক বন্দোপাধ্যায়ই, বিবৃতি দিয়ে জানাল ইডি

ইডির দাবি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতারির পর ধীরে ধীরে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির একাধিক জোট খুলতে থাকে । কিন্তু এবার ইডির বিরুদ্ধেই অভিযোগ দায়ের হল ৷ তাই এই নিয়ে ইডির পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেটাই দেখার !

কলকাতা, 25 অগস্ট: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে এবার পালটা অভিযোগ দায়ের করল লিপস অ্যান্ড বাউন্ডস । অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই নিউ আলিপুরে তাদের অফিসে 16টি এক্সএল ফাইল ডাউনলোড করেছে ইডি । এর ফলে তাদের সংস্থার অভ্যন্তরীণ তথ্য প্রকাশ্যে চলে এসেছে । ওই সংস্থার অ্যাকাউন্ট্যান্ট চন্দন বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সাইবার সেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক কোনও প্রকারের মন্তব্য করতে চাননি ।

চলতি সপ্তাহে নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডস নামে ওই সংস্থার অফিসে এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অফিসে তল্লাশি ও অভিযান চালায় ইডি । সোমবার সকাল 11টা থেকে সেখানে প্রায় 18 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয় ৷ তদন্তকারী আধিকারিকরা মোট এক হাজার পাতার নথি উদ্ধার করেন । তল্লাশি অভিযানের পর মোট তিনটি ব্যাগ নিয়ে সেই অফিস থেকে বেরিয়ে পড়েন তদন্তকারীরা ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, ওই সংস্থায় চিফ অপারেটিং অফিসার (সিইও) পদে কাজ করতেন ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু । কালীঘাটের কাকুর সঙ্গে ওই সংস্থার 95 লক্ষ টাকার লেনদেন হয়েছে ৷ বুধবার সরাসরি প্রেস বিবৃতি দিয়ে ইডি-র তরফ থেকে জানানো হয়, একটি নির্দিষ্ট সময়ে পর্যন্ত ওই সংস্থার সিইও ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

ইডি-র তরফে জানানো হয়েছে, 2012 সালের এপ্রিল থেকে 2014 সালের জানুয়ারি মাস পর্যন্ত ওই সংস্থায় পদ সিইও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
তবে এই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ, সংশ্লিষ্ট কোম্পানির এখনও 14টি রহস্যময় ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা অত্যন্ত প্রয়োজন । মূলত, কালো টাকা সাদা টাকায় রূপান্তর করার জন্যই এই কোম্পানিকে ব্যবহার করা হয়েছিল ।

আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্সের মাথা অভিষেক বন্দোপাধ্যায়ই, বিবৃতি দিয়ে জানাল ইডি

ইডির দাবি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতারির পর ধীরে ধীরে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির একাধিক জোট খুলতে থাকে । কিন্তু এবার ইডির বিরুদ্ধেই অভিযোগ দায়ের হল ৷ তাই এই নিয়ে ইডির পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেটাই দেখার !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.