ETV Bharat / state

কেমন থাকবে আকাশ? কী বলছে হাওয়া অফিস?

চলতি সপ্তাহে আকাশ পরিষ্কার থাকলেও আগামী মাসের শুরুতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ৷ শীত শুরু হওয়ার আগে আবহাওয়া ইতিমধ্যেই শুষ্ক হতে শুরু করে দিয়েছে । আগামী মাসে শুরুতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে ।

author img

By

Published : Oct 29, 2019, 8:34 PM IST

ছবিটি প্রতীকী

কলকাতা, 29 অক্টোবর : আগামী 3-4 দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ আগামী চারদিন আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে ৷ সকালের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা ৷ তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না ৷ আগামী কাল থেকে শহরের তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷

আগামী মাসের শুরুতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ৷ আগামী কয়েক দিন বৃষ্টি না থাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে ৷ শীতের মরশুম শুরু হওয়ার আগে আবহাওয়া ইতিমধ্যেই শুষ্ক হতে শুরু করে দিয়েছে । আগামী ক'দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । পরিষ্কার আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকবে । আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় কিয়ার আরব সাগরে রয়েছে । ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়বে না এই রাজ্যে ।

আগামী 24 ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।

কলকাতা, 29 অক্টোবর : আগামী 3-4 দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ আগামী চারদিন আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে ৷ সকালের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা ৷ তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না ৷ আগামী কাল থেকে শহরের তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷

আগামী মাসের শুরুতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ৷ আগামী কয়েক দিন বৃষ্টি না থাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে ৷ শীতের মরশুম শুরু হওয়ার আগে আবহাওয়া ইতিমধ্যেই শুষ্ক হতে শুরু করে দিয়েছে । আগামী ক'দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । পরিষ্কার আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকবে । আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় কিয়ার আরব সাগরে রয়েছে । ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়বে না এই রাজ্যে ।

আগামী 24 ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।

Intro:আগামী চার দিন আকাশ পরিষ্কার থাকবে। আগামী 3-4 দিন কোন বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তার। সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই শীতের আমেজ কেটে যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা একটু বাড়বে। তবে তাপমাত্রা খুব বেশি বাড়বে না জানিয়েছে হাওয়া অফিস।কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 30 তারিখ থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।


Body:আমাদের রাজ্যে বড় কোন সিস্টেম না থাকায় আগামী তিন-চার দিন কোন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী মাসের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহা দপ্তর। আগামী কদিন বৃষ্টি না থাকায় আকাশ পরিষ্কার থাকবে । মূলত আবহাওয়া শুষ্ক থাকবে। যেহেতু শীতের মৌসুম শুরু হতে বেশিদিন আর বাকি নেই। তাই শীত শুরু হওয়ার আগেই আবহাওয়া শুষ্ক ইতিমধ্যেই হতে শুরু করেছে। আগামী কদিন উত্তরবঙ্গের কোন জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকবে। আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় কিয়ার আরব সাগরে রয়েছে। যা ক্রমশ এডেনের দিকে এগোছে।এই ঘূর্ণিঝড় এর কোনো প্রভাব পড়বে না আমাদের রাজ্যে। আগামী মাসে শুরুতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। বাড়তে পারে শীতের আমেজ আরো একটু বেশি।


Conclusion:আগামী 24 ঘণ্টায় কলকাতায় মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এর কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 দশমিক 9 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় কত 24 ঘণ্টা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1° কম।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.