ETV Bharat / state

শুরু হচ্ছে 34 নম্বর জাতীয় সড়কের ফোর লেনের শেষ পর্যায়ের কাজ

34 নম্বর জাতীয় সড়কের ফোর লেনিংয়ের চূড়ান্ত পর্যায়ের কাজ 31 অগাস্ট থেকেই শুরু হবে বলে আশা করা হচ্ছে । 1 হাজার 100 কোটি টাকার ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (EPC) চুক্তিটি 30 মাসের মধ্যে কার্যকর হওয়ার সম্ভাবনা ।

NH 34
NH 34
author img

By

Published : Aug 30, 2020, 10:43 AM IST

কলকাতা, 30 অগাস্ট : উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সংযোগকারী 34 নম্বর জাতীয় সড়কের ফোর-লেনের চূড়ান্ত পর্যায়ের কাজ আগামীকাল থেকেই শুরু হতে পারে । জানিয়েছেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার(NHAI) এক কর্তা ।

NHAI-এর ওই কর্তা জানান, নদিয়া জেলার বড়জাগুলি ও কৃষ্ণনগরের মধ্যে NH-34-এর 67 কিলোমিটার দীর্ঘ এলাকা শেষ পর্যায়ের ফোর লেনিংয়ের জন্য নেওয়া হবে । NHAI-এর CGM আর পি সিং বলেন, "1,100-কোটি টাকার ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (EPC) চুক্তিটি 30 মাসের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে ।"

কাজটি শেষ হয়ে গেলে কলকাতা এবং উত্তর দিনাজপুরের ডালখোলার মধ্যে NH-34-এর প্রায় 500 কিলোমিটারের মধ্যে 95%-ই ফোর লেনের মহাসড়ক হয়ে উঠবে বলে জানান আর পি সিং । ডালখোলা এবং শিলিগুড়ির মধ্যে 130 কিলোমিটার দূরত্ব ইতিমধ্যে 27 নম্বর জাতীয় সড়কের ফোর লেনের অংশ ।

উত্তর 24 পরগনা জেলার বারাসতে ফোর লেনের জমি না পাওয়ার কারণে ক্ষতিপূরণ হিসেবে 200 কোটি টাকা দেওয়া সত্ত্বেও এই সড়ক প্রশস্তকরণ প্রকল্পটি এখন বড়জাগুলি থেকে শুরু হয় । কৃষ্ণনগর পর্যন্ত 67 কিলোমিটার প্রসারিত অংশে সোমবার থেকে ফোর লেনিং শুরু হবে, যার চার কিলোমিটার অংশে কিছু জমি-সংক্রান্ত সমস্যা রয়েছে ।

আর পি সিং বলেন, "এই সড়কের প্রায় 500 কিলোমিটার প্রসারিত রাস্তার কাজ এক দশক আগে শুরু হয়েছিল । জমি অধিগ্রহণ এবং আইন শৃঙ্খলাজনিত সমস্যার কারণে বেশ কয়েকটি অংশের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে যেমন বারাসত থেকে 17 কিমি, বড়জাগুলি ও কৃষ্ণনগরের মধ্যে চার কিলোমিটার, বহরমপুর ও ফরাক্কার মাঝে 10 কিলোমিটার এবং রায়গঞ্জ ও ডালখোলা বাইপাসের মধ্যে ছয় কিলোমিটার । উত্তরবঙ্গে আইন শৃঙ্খলাজনিত সমস্যাগুলিও গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রকল্পের শিলচর-পোরবন্দর পূর্ব-পশ্চিম করিডোরের কাজকে প্রভাবিত করছে বলেও সূত্রের দাবি ।

কলকাতা, 30 অগাস্ট : উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সংযোগকারী 34 নম্বর জাতীয় সড়কের ফোর-লেনের চূড়ান্ত পর্যায়ের কাজ আগামীকাল থেকেই শুরু হতে পারে । জানিয়েছেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার(NHAI) এক কর্তা ।

NHAI-এর ওই কর্তা জানান, নদিয়া জেলার বড়জাগুলি ও কৃষ্ণনগরের মধ্যে NH-34-এর 67 কিলোমিটার দীর্ঘ এলাকা শেষ পর্যায়ের ফোর লেনিংয়ের জন্য নেওয়া হবে । NHAI-এর CGM আর পি সিং বলেন, "1,100-কোটি টাকার ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (EPC) চুক্তিটি 30 মাসের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে ।"

কাজটি শেষ হয়ে গেলে কলকাতা এবং উত্তর দিনাজপুরের ডালখোলার মধ্যে NH-34-এর প্রায় 500 কিলোমিটারের মধ্যে 95%-ই ফোর লেনের মহাসড়ক হয়ে উঠবে বলে জানান আর পি সিং । ডালখোলা এবং শিলিগুড়ির মধ্যে 130 কিলোমিটার দূরত্ব ইতিমধ্যে 27 নম্বর জাতীয় সড়কের ফোর লেনের অংশ ।

উত্তর 24 পরগনা জেলার বারাসতে ফোর লেনের জমি না পাওয়ার কারণে ক্ষতিপূরণ হিসেবে 200 কোটি টাকা দেওয়া সত্ত্বেও এই সড়ক প্রশস্তকরণ প্রকল্পটি এখন বড়জাগুলি থেকে শুরু হয় । কৃষ্ণনগর পর্যন্ত 67 কিলোমিটার প্রসারিত অংশে সোমবার থেকে ফোর লেনিং শুরু হবে, যার চার কিলোমিটার অংশে কিছু জমি-সংক্রান্ত সমস্যা রয়েছে ।

আর পি সিং বলেন, "এই সড়কের প্রায় 500 কিলোমিটার প্রসারিত রাস্তার কাজ এক দশক আগে শুরু হয়েছিল । জমি অধিগ্রহণ এবং আইন শৃঙ্খলাজনিত সমস্যার কারণে বেশ কয়েকটি অংশের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে যেমন বারাসত থেকে 17 কিমি, বড়জাগুলি ও কৃষ্ণনগরের মধ্যে চার কিলোমিটার, বহরমপুর ও ফরাক্কার মাঝে 10 কিলোমিটার এবং রায়গঞ্জ ও ডালখোলা বাইপাসের মধ্যে ছয় কিলোমিটার । উত্তরবঙ্গে আইন শৃঙ্খলাজনিত সমস্যাগুলিও গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রকল্পের শিলচর-পোরবন্দর পূর্ব-পশ্চিম করিডোরের কাজকে প্রভাবিত করছে বলেও সূত্রের দাবি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.