কলকাতা, ২৫ মার্চ: কালীঘাটের গণপিটুনির ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ। লালবাজার সূত্রের খবর, পুলিশের শীর্ষ কর্তারা এই বিষয়ে কালীঘাট থানাকে নির্দেশ দিয়েছেন। মৃতের পরিবারের তরফে এখনও পর্যন্ত পুলিশে কোন অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তু, পুলিশ ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। CCTV ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই CCTV ফুটেজে মারধরের কিছু দৃশ্য পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্টও খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল সকালে গুরুপদ হালদার রোড ও শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের মোড়ের কাছে ফুটপাথে গাছের নিচে এক যুবককে অচৈতন্য অবস্থায় বসে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তারাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থানে যায় কালীঘাট থানার পুলিশ। তারাই ওই যুবককে হাসপাতালে ভরতি করে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম শংকর মণ্ডল(২৫)। সে মসজিদপাড়া বস্তির বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, মাদকাসক্ত ছিল শংকর। পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে ছোটখাটো চুরির অভিযোগ রয়েছে। সেই সূত্রেই তাকে মারধর করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় চোর বা ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আগে উদ্বেগপ্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রীও। তৎকালীন ADG আইনশৃঙ্খলা অনুজ শর্মা বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠকও করেন। এই বিষয়ে পুলিশ কড়া পদক্ষেপ নেবে বলে জানান তিনি। তারপর বিষয়টি কিছুটা হলেও থিতিয়ে যায়। বর্তমানে কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা। সূত্রের খবর, খোদ পুলিশ কমিশনার কালীঘাটের বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।